অভিজিৎ রায়কে উৎসর্গীকৃত কবিতা
অবশ্যম্ভাবী আগামী আমাদের চলার চাকাগুলো কি সরে গেছে অসংখ্য মার্বেলের উপর গড়িয়ে চলতে হয় ক্রমাগত বিশ্বাসের বিদঘুটে স্রোত আলোয় বিষণ্ণতা ছড়ালে এক এক করে চাপাতি রামদা ছোঁড়া কুঁড়াল এসে জড়ো হতে থাকে হাতের কব্জির মুঠোয় তারপর দৃশ্যপটে কালো পর্দায় ভাইরাসের ছুটোছুটি খুশির ডিগবাজীতে উন্মত্ত দাপাদাপি অনেকগুলো মলিন বদন হিংস্রতা মুখোশে ঢেকে দিলে তাদের মুখাবয়বের পুরো [...]