পৃথিবীর বুকে জীবনের খেয়া ( প্রথম পর্ব )
পৃথিবীতে প্রাণের প্রথম বিকাশ-এই ঘটনাটিকে আমরা মোটামুটি ৪টি তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারিঃ ১.Theory of Special Creation/সৃষ্টিবাদ:এই তত্ত্বানুসারে পদার্থবিজ্ঞান কিংবা রসায়নবিজ্ঞানের বিশ্লেষনী ক্ষমতার বাইরে কোন এক অতিপ্রাকৃত শক্তি জীবন সৃষ্টির জন্য দায়ী।স্প্যানিশ সাধু Father Sauraz এই তত্ত্বের খ্রীষ্ট ধর্মীয় ব্যাখ্যা দেন, ঈশ্বর ৬ দিনে সবকিছু সৃষ্টি করেনঃপ্রথম দিন আলো,দ্বিতীয় দিন আকাশ,তৃতীয় দিন জমি ও গাছ, [...]