চাঁদের হাটে
আমি গিয়েছিলাম তোমাদের আলোকিত উঠোনে যেন বসেছিল মেলা উদ্বাস্তু নক্ষত্রের এখানে সেখানে জ্বলছিল শিশু নক্ষত্রেরা এক একটা নিঃসঙ্গ খদ্যোতের মত সাঁই সাঁই করে যাচ্ছিল ধুমকেতু বিরামহীন নিষ্ঠাবান রানার যেন এক রেখে যাচ্ছিল টুকরো আগুনের চিঠি ঝাঁক বাধা উড়ন্ত জোনাকির মত। আমার বেদনার ক্লান্ত অধ্যায়গুলো একে একে শেষ হতে লাগল সহস্র বছরের অনাহারীর মত আমি সমস্ত [...]