নৈকট্য মানেই নিকটবর্তী নয়
দূরত্ব মানেই দূরবর্তী নয়
নৈকট্য দূরত্ব হতে পারে, ঠিক তেমনিভাবে
দূরত্ব হতে পারে নৈকট্য।
শেষ যেমন শুরুর ইঙ্গিত দেয়
তেমনি
শুরুও শেষের চিহ্ন ধারন করে
বিদ্রোহের শেষ পরিনতি মুক্তি
বিপ্লবের নয়
কেননা, বিদ্রোহেই বিপ্লব হয়
বিপ্লবে বিদ্রোহ নয়।
যে হতাশা বোঝে না
তার থেকে সাবধান, কারন
হতাশার অভাব কখনোই
ভালোবাসার জন্ম দেয় না
হাহাকার করতে শেখো, কেননা
ভালোবাস ছাড়া হাহাকার সৃষ্টি হয় না।
মহাজাগতিক ভাষা ক্ষুধাকে বুঝতে শেখো
নইলে আজন্ম ভাষাহীন থেকে যাবে।
nice poem, khub valo laglo
কবি তব মনভূমি সত্য লীলাভূমি,
সত্যের চেয়েও সত্য জেনো;
মন কুসুম কল্পলোকে যা নিয়েছো এঁকে
অসত্য সত্যরূপে দর্শন দিবে বেঁকে।
আঁধার হাতড়িয়ে তোমার যা প্রয়াস
সত্য না আনুক মিটালো মোর তেয়াশ।
বহুদিন হল শুনিনি কণ্ঠ তব
কবিত্ব শ্রেষ্ট কবির চেয়ে
এই মোর অনুভব।
@মুহাইমীন,
অসাধারন কইছেন তো। কিন্তু পোরোবলেম হইল আফনের লেহা দেহা যাইয়াছে না কেন? 😀
@সাইফুল ইসলাম,
দাসত্ব-মহামারি মহাপ্লাবন-রূপ
পড়ালেখার চাপ এখন যে খুব।
ভেতরের যে কবি সাহেব জন্ম নিয়েছিল
সময়ের অভাবে সে দেশ ছাড়লো।
দায়িত্ব দায়বদ্ধতা হারিয়েছে ভাতের লোভে
কবিত্ব পালিয়েছে অসম্মানের ক্ষোভে।
হতাশার মাঝেই কেবল জন্ম লভে আশা
শীত নিদ্রা কাঁটিয়ে তাই হব কর্ম-চাষা।
এত দিনের না পাওয়া আর কান্ডজ্ঞানহীনতা যত
খুব করেই মিটিয়ে নেব ফিরব মনের মত।
লেখক-লেখনীর অনুপস্থিতি তাই
ক্ষমা সুন্দর দৃষ্টিতে বরণ কর ভাই।
@মুহাইমীন,
আমি সহজ ভাষায় বলে যাই
আসা কিন্তু চাই। 😀
@সাইফুল ইসলাম,
আসিব, আসিতেই হবে এই মোর ওয়াদা
আমি না আসিলে যে
অত্যাচারীরা লুটিবে ফায়দা। :rose2:
পড়িলাম।
ইহাই বুঝিলাম যে কবিতা বুঝিবার যোগ্যতা আমার নাই।
@প্রদীপ দেব,
কবির কবিত্ব মনের খোরাক
কেও বুঝুক আর না বুঝুক
মন চায় তার প্রাণ জুড়াক।
কবিতা যে বুঝতে হবে এ কথা কে বলল
মনের বানী হৃদয় ছোঁবে
এজন্যেই তো কবিত্ব জন্মালো।
গায়ক পাখি গান করে, কবি লেখে কবিতা
মনের চিঠি মন ছূঁলে
স্বার্থক যে সবই তা।
@মুহাইমীন,
সুন্দর বলছেন। :yes:
@প্রদীপ দেব,
সমস্যার কিছু নাই। পড়তে থাকেন। কবিতা উপলব্ধির ব্যাপার, বুঝার নয়। 🙂
@সাইফুল ইসলাম ,
কমার্শাল ইফেক্টস ইচ্ছে করে এটাতে সর্বনিম্ন পর্যায়ে রেখেছি । আপনার লেখায় যথেষ্ট দাঁত (teeth) রয়েছে যা আমার পছন্দ । আপনাকে নিয়ে একটা পুরোদস্তুর প্রজেক্ট করার ইচ্ছে আমার আছে ।
@সংশপ্তক,
আমার লেখা ভালো আপনার ভালো লাগায় সত্যি ভালো লাগছে।
দেখা যাক নিচের লিন্কতা কাজ করে কিনা ।
null.wav
@সংশপ্তক,
আবৃত্তি কি আপনি করেছেন? খুব সুন্দর হইছে।
আর একটা ব্যাপার, এহন কইতে তো ভয়ই লাগতাছে।
আগের বার টাইপিং মিস্টেক হইছিল, ঐ লাইনটা হইব,
“” বিপ্লবে বিদ্রোহ নয়।””
আগে আছিল “বিপ্লবে বিদ্রোহে বিপ্লব নয়”। :-X
অনেক অনেক ধন্যবাদ কাজটা করার জন্য। :rose2:
@সাইফুল ইসলাম ,
রেকর্ডিং সম্পুর্ন । এখন কিভাবে এখানে দেয়া যায় যাতে সবাই শুনতে পাবে ?
@সংশপ্তক,
পিলিজ মদারেতর সাহেব। দু সামথিং। 😀
আমাকে এক কবি বলেছিলেন, শুধু কবিরাই কবিতা বুঝে।
আমার কবি হওয়া হবে না, কবিতা বুঝাও না।
কিছুদিন হাতড়িয়ে যা বুঝেছিলাম, অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দেখা শূণ্যতার মত মনে হয় তাকে।
@সৈকত চৌধুরী,
আকাশে নক্ষত্রের দিকে তাকিয়ে আমাদের ভালো লাগা জন্মায়, তার জন্য কিন্তু নক্ষত্রের মাঝে কোন গোপন ইশারা আছে কিনা তা বুঝতে হয় না। কবিতা বোঝার না, উপলদ্ধির ব্যাপার। এটাকে ফিল করেন। তাহলেই ভালো লাগবে। কারন সব সময় কবি আসলে কি বোঝাতে চায় তা বুঝা অসম্ভব। 🙂
@সৈকত চৌধুরী,
কবিতা না বুঝলেও অসুবিধা নাই। পড়ে যান, পড়লেই সোয়াব। প্রতি হরফে ১০ টা করে নেকী। নেকীর পাল্লা যত ভারী হবে, বুঝশক্তি তত বাড়বে।
@মাহফুজ,
কবিতার তাফসির কারক মাহফুজ ভাই। 😀
@সাইফুল ইসলাম ,
সত্যি তাই । বলুন, ‘কবুল !’
@সংশপ্তক, আপনি যদি সিরিয়াস হন তাইলে আমার কোন আপত্তি নাই। 😀
নইলে কিন্তু আছে।
আপনি অনুমতি দিলে কবিতাটি আবৃত্তির জন্য রেকর্ডিংয়ে পাঠাতাম । সেই রেকর্ডিং আবার এখানে জুড়িয়ে দিতাম । কেমন হয় ?
@সংশপ্তক,
কন কি?? 😀