আমাকে রচনা করা হয় নি
আমিই রচিত হয়েছি
আমাকে তৈরী করা হয় নি
আমি তৈরী হয়েছি
আমাকে সম্পাদনা করা হয় নি
আমিই সম্পাদিত হয়েছি।
সম্পর্ক রচনা করা যায় না
বরং রচিত হয়
ইতিহাস রচনা করা যায় না
রচিত হয়
ধরণী তৈরী করা যায় না
ধরণী তৈরী হয়
ঠিক যেমনি তোমার আমার বাঁধন শুরু করা হয় নি
শুরু হয়েছে
আবার প্রকৃতির নিয়মে শেষও করা হবে না
কিন্তু ঠিকই শেষ হবে।
প্রাচুর্য্য এবং দৈন্যতা তৈরী হয় না
তৈরী করা হয়
ঠিক যেমনি, এমন নয় ওরা খেতে পারে না
ওদেরকে খেতে দেয়া হয় না’
এমনও নয় ওরা হাসতে জানে না
ওদেরকে হাসতে দেয়া হয় না
ওরা বাধ্য হয়েও কাঁদে না
ওদেরকে কাঁদানো হয়
এবং আরও শেখানো হয় যে, ওদেরকে
তৈরী করা হয়নি বরঞ্চ ওরাই তৈরী হয়েছে।
চালিয়ে যান, ভাল হচ্ছে।
প্রশংসা করলেতো বিনয় সহকারে উড়িয়ে দিবেন,তাই প্রশংসা করলাম না 😀 । :rose2:
@রামগড়ুড়ের ছানা,
আব্বে হেই দিনের পোলা এহনই ডিপ্লমেসি হিজ্ঞা গেছে গা। 😀
বাপরে! এটা কি লিখেছেন? শুধু দারুণ না, অসাধারণ!! কয়েকবার পড়লাম। ডিস্কে সেভ করে নিলাম। এই কবিতা একবার পড়ার জন্য নয়, একা একা পড়ার জন্য নয়। এই কবিতা সকলকে সাথে নিয়ে, সবার সামনে বারবার পড়ার মতো কবিতা।
@রুপা,
আপনার তো বিয়াফোক সমস্যা। আপনার উলুবনে মুক্তা ছরাইন্যার ভালা অভ্যাস আছে দেহা যায়। অভ্যাসটা ঠিক কইরা ফেলান। 😀
যাই হোক, অনেক ধন্যবাদ আমার লেখা পড়া ও মন্তব্য করার জন্য।
অনেক সত্য একটা কথা কবিতা দিয়ে প্রকাশ করলেন। অনেক ধন্যবাদ।
@স্বপ্নীল,
আপনাকেও ধন্যবাদ আমার কবিতাটা পড়ার জন্য।
মাথা ঘুরে গেল। কবিতা তেমন একটা বুঝি না তবে সাইফুলের কবিতাগুলো ভালো লাগে বলেই পড়ি।
@সৈকত চৌধুরী,
সৈকত ভাই মজা মাইরেন না। 😀
আমিও কবিতা ভালবাসি!
ধন্যবাদ!
@লাইজু নাহার,
ধন্যবাদ আপনাকেও।
আমি চমতকৃ্ত।বিস্মিত! মুক্ত-মনায় এমন সুন্দর কবিতার পাঠক কই?
@ সাইফুল ইসলাম
আপনাকে কী বলে যে সাধুবাদ জানাব। আমার কম্পিটারে বসা ঠিক না। কেননা,আমার ব্যাক সাইডে পেইন যাকে বলে কমরে স্পণ্ডালাইটিস। তবু দেখে গেলাম।মেইল চেক করতে এসে। আরো লিখবেন। :rose:
@আফরোজা আলম,
অনেক ধন্যবাদ আপনাকে আমার লেখাটা পড়া, মন্তব্য এবং সবচেয়ে বড় যেটা উৎসাহের জন্যে।