তদস্তু হৃদয়ং তব
অর্থনীতির প্রায়-নোবেল পুরস্কার এবার জিতেছেন আলভিন রথ ও লয়েড শেপলি। রথ ও শেপলি গেইম থিয়োরি নামে অর্থনীতির গাণিতিক তত্ব ও তার প্রায়োগিক ব্যবহারে অবদানের জন্য পুরস্কারটি পেলেন। এই সংবাদে আমার অনুভূতি হয়েছে তিক্ত-মধুর। গেইম থিয়োরির গণিত নান্দনিক ও প্রায়োগিক, ফলিত গণিত ও প্রযুক্তির বহু শাখায় গেইম থিয়োরির চমৎকার ব্যবহার রয়েছে। মধুরতার উৎস সেইটি। তিক্ততার কারণটি [...]