“আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী”
অভিজিৎ রায়ের সাথে আমার প্রথম পরিচয়টা তেমন একটা সুখকর বলা যাবে না ... বলতে গেলে হেলায়, নির্বোধ অবজ্ঞায় দারুণ একটা সুযোগ হারিয়েছি ... কত সালের দিকে? ২০০৫ সাল হবে হয়তো (** কিংবা আরো আগে কি? কেন জানি মনে হচ্ছে আরো আগে- কিন্তু বইটার প্রকাশকাল তো দেখি ২০০৫ –এ ...) ... সে সময়ে বাম একটা ছাত্র [...]