প্রশ্ন
একটা মানুষ কতটা কষ্ট পেতে পারে–
নদী কি বলতে পারে?
কতটা কষ্ট পেলে একটা মানুষ বৃষ্টির মতন গলে পড়ে–
মেঘ কি বলতে পারে?
কতটা কষ্ট পেলে একটা মানুষ পাথর হয়ে যায়–
বিজ্ঞান কি বলতে পারে?
কতটা কষ্ট মানুষকে নিথর করে দেয়-
কবিতা কি বলতে পারে?
কতটা কষ্ট পেলে একটা মানুষ বিলীন হয়ে যায় শূন্যে–
আকাশ কি বলতে পারে?
কতটা কষ্ট মানুষকে যিশু করে
মহাকাল কি বলতে পারে?
আর কতটা কষ্ট আমাদের মুক্তি দিতে পারবে–
বাংলাদেশ কি বলতে পারে?
প্রণয়
শব্দের পর শব্দ সাজিয়ে
তোমাকে লিখি আমার ভেতরের
প্রতিটি ইট-কাঠ-পাথরের কথা;
জমাট বাধা স্বপ্নগুলো গলে
গড়ে তোলে কামনার স্রোতধারা;
ইচ্ছেগুলো মিশে যায় তোমার
আভিজাত্যের মেঝেতে;
আমার বহু যত্নে গড়া
ভালোবাসার রাজপ্রাসাদ ক্লান্ত
হয়ে ঝরে পড়ে বেশ্যার সস্তা সাজে;
আমি শব্দের পর শব্দ সাজিয়ে
লিখে চলি তোমাকে…
1
একিদন আমি প্রথম দেখেছিলাম তাকে;
তারপর থেকে প্রায়ই দেখি–যেখানে সেখানে
যেন আমার সেই স্বপ্নের ঘোর কাটছেনা কিছুতেই
স্বপ্নের মাঝেই গুম হয়ে আছে আমার বিশ্বলোক;
অন্ধকারের এই আমি হঠাতই এক ছটা আলোর নেশায়
গলা টিপে ধরলাম ঈশ্বরের, মুক্তি মিললো তার–
আলোর ঝরনায় ভেসে গেলাম আমি;
লোকে যাকে শয়তান বলে, সেই হল
ঈশ্বরের যোগ্য উত্তরসূরী
ভালোলাগা জানিয়ে গেলাম।
২য় কবিতাটা খুব ভাল লেগেছে অর্থগত দিক দিয়ে। তবে শেষ প্যারাটা আমার কাছে প্রথম প্যারার সাথে একটু ছন্দগত একটু পার্থক্য লেগেছে। হয়তো আরও মিল করে করা যেত। সব মিলে অসাধারণ
@logical theist, thanks dear
লেখা পোস্টের সময় লেখকদের বানানের প্রতি যত্নবান হতে বিনীত অনুরোধ করা হচ্ছে।
কতটা কষ্ট পেলে একটা মানুষ পাথর হয়ে যায়–
বিঙ্গান কি বলতে পারে?
শব্দটি পরিবর্তন করে বিজ্ঞান করে দেয়া হল।
ভালোবাসার রাজপ্রাসাদ ক্লান-হয়ে ঝরে পড়ে
ক্লান- শব্দটি বদলে ক্লান্ত করে দেয়া হল।
@মুক্তমনা এডমিন, thanks, next time, surely, i will be more careful
আপনার প্রশ্ন কবিতাটির সারমর্ম ভালো লেগেছে, কিন্তু লাইন গুলো বারে বারে বব ডিলানের ব্লয়িং ইন দ্যা উইন্ড গানটির সাথে কেমন করে যেনো ছুয়ে ছুয়ে যাচ্ছে,How many roads
. এক জনের কবিতা পড়ে আরেক জন কবির কবিতা মাথায় আসাকে আমি ব্যাক্তিগত ভাবে পছন্দ করিনা,আপনার দ্বিতীয় কবিতাটি ভালো লেগেছে বিশেষত এই লাইনটি
নে
@সখা, ধন্যবাদ আপনাকে। গানটি আমার খুবই ভালোলাগার। forest gump মুভিতে অংশবিশেস ব্যবহার করা হয়েছে। সুমনের বাংলা ভার্শনটি সমান ভাবে ভালো লেগেছে। আমি কবি না ভাই। গল্প লেখার চেষ্টা করি, মাঝে মধ্যে সখের বসে কবিতার মতন কিছু একটা লিখি আর কি ! anyway, thanks again
আমারও প্রশ্ন জাগে আর কতটা কষ্ট পেলে আমি মানুষ হবো?
নাগরিকে প্রণয় ঘটেছে আমার
ঐটাই- নাম্বার ওয়ান
লোকে যাকে বলে শয়তান।
@মাহফুজ, thanks