আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি,
কারণ আমি অস্বীকার করেছি বর্তমানকে;
আমি ভবিষ্যৎ কল্পনায় মোহাবিষ্ট,
কারণ আমি এড়িয়ে যেতে চাই আমার বিবেককে।
আমার বিবেক প্রতিমুহূর্তে আমায়
নিপিড়িত করে, চূড়মার করে, যেন ঢাক্কা
দিয়ে সামনে দাড় করায় বর্তমানের;
আমায় বর্তমানে ডুব দিতে বলে,
আহবান করে, মিনতি করে পা ধরে;
আমায় করজোড় করে বদলে দিতে বলে বর্তমানকে।
অথচ…অথচ…এই আমার কাছে বর্তমান যেন কোন যম,
আমি দৌড়ে পালাই পাছে আমি হারাইঃ
ঐ যম কেড়ে নেয় আমার ‘স্বাচ্ছন্দ্য’;
যার পিছে আবার আমিই ছুটছি।
যেন ঐ ‘স্বাচ্ছন্দ্য’ নামক মূলোটি এই মানব(?)রুপী
গর্দভকে ভবিষ্যৎরুপী মরিচিকায় নিয়ে যায়।
হায়, আফসোস, হায়! গাঁধা ঠিকই মূলো পায়
তবে সে যে চিরতরে বর্তমানের ডাক হারায়।
(চলবে… )
Leave A Comment