ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সব গণতান্ত্রিক ও নাগরিক আন্দোলনে একজন সামনের সারির যোদ্ধা অধ্যাপক ড. অজয় রায়। তিনি শুধু পদার্থবিজ্ঞানী এবং প্রথিতযশা শিক্ষকই ছিলেন না, ছিলেন বিজ্ঞান শিক্ষার একজন নিবেদিতপ্রাণ গবেষক। আজীবন অসাম্প্রদায়িক চেতনার চর্চা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এ কারণেই তিনি সকলের কাছে এক আদর্শ হয়ে থাকবেন।
জ্ঞান ও মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা মানুষটির প্রতি রইলো আমাদের বিনম্র শ্রদ্ধা।
(স্যারের জীবন ও কর্মের ওপর চমৎকার ভিডিওটি বানিয়েছে মুক্তির গান)
বিজ্ঞান শিক্ষার একজন নিবেদিতপ্রাণ গবেষক ডঃ অজয় রায়কে কুর্ণিশ জানাই। জ্ঞান ও মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা স্যারের প্রতি রইলো আমার আন্তরিক বিনম্র শ্রদ্ধা। তিনি সকল বাংলাদেশির অন্তরে জেগে থাকবেন।
সেল্যুট স্যার। বাংলাদেশ আপনাকে আজীবন মনে রাখবে 🌷
সহমত