আপনারা সবাই অবগত যে, বাংলাদেশের চারজন প্রতিষ্ঠিত ব্লগারকে ‘ধর্ম অবমাননা’র অভিযোগে আটকে রাখা হয়েছে বহুদিন ধরে। চারজন ব্লগার বন্ধুকে শুরুতে অন্যায়ভাবে আটক করে রিমান্ডে নিয়ে নির্যাতনের পর কোনো অভিযোগ ছাড়াই কারাগারে প্রেরণ করা হয়। এরপর বর্তমানে তাদের বিরুদ্ধে অমূলক -বালখিল্য অভিযোগ গঠন করে তাদের এবং তাদের পরিবার-পরিজনের ভবিষ্যতকে অনিশ্চিত করে তোলা হয়েছে। এই সব ব্লগারদের ফেইসবুকে লাইক দেয়া, অন্যের পোস্ট শেয়ার করা; এমনকি মন্দিরে-প্যাগোডায় সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধাচারণ করে স্টেটাস দেয়াকেও অপরাধ হিসেবে বিবেচনা করে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। সমাজের বিভিন্ন স্তরে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া সত্ত্বেও সরকার তাতে কোনোরকম আগ্রহ দেখায়নি। বরং তারা ‘হেফাজতে ইসলাম’ নামের একটি ভুঁইফোড় সংগঠনের দাবীতে সমর্থন দিয়ে ব্লগারদের মতপ্রকাশের স্বাধীনতা বিরোধী আইন প্রণয়নের উদ্যোগের কথা পত্র-পত্রিকায় বলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যারা অনলাইনে লেখালিখির সাথে জড়িত তাদের কাছে আবেদন জানানো হচ্ছে, একদিনের জন্য হলেও ফেসবুক স্ট্যাটাসে ব্লগারদের মুক্তির দাবীটি উল্লেখ করতে। ব্লগারদের মুক্তির দাবীতে ফেসবুকে কিছু পেজ খোলা হয়েছে ইতোমধ্যেই (দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে)।

আজ (২১ এপ্রিল রোববার) ২০১৩ তারিখে সকাল ৯টায় ফেসবুক ব্যবহারকারীদের পক্ষ থেকে “অবিলম্বে আটককৃত ব্লগারদের মুক্তি চাই” বলে স্ট্যাটাস দেয়ার ইচ্ছে প্রকাশ করা হয়েছে। আশাকরি সকল সচেতন ব্লগার ও ফেসবুক বন্ধুরা এই কর্মসূচীতে সমর্থন দিয়ে অংশগ্রহণ করবেন ও বন্ধুদের আমন্ত্রণ জানাবেন।

তারিখ: ২১ এপ্রিল রোববার ২০১৩
সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময়)
আমাদের স্ট্যাটাস হবে: “অবিলম্বে আটককৃত ব্লগারদের মুক্তি চাই

 

এর পাশাপাশি আরো অনেক উদ্যোগ আছে সামনে। আগামী ২৫ তারিখ মুক্তচিন্তার প্রতিষ্ঠিত সংগঠন ‘সেন্টার ফর ইনকোয়্যারি’র উদ্যোগে সারাবিশ্বে মুক্তচিন্তার মানুষরা সম্মিলিত হয়ে আটক চার বাংলাদেশী ব্লগারদের মুক্তির দাবীতে সমাবেশ এবং র‍্যালি করবে। বাংলাদেশেও উদ্যোগ নেয়া হচ্ছে এই দিনটিকে সামনে রেখে। ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের পক্ষ থেকে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ঐদিন। দাবি আদায় না হলে লাগাতার ধর্মঘটসহ আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। ব্লগারদের মুক্তির দাবীতে যারা একতাবদ্ধ হয়ে সারাবিশ্বের সচেতন মানুষদের মতো ২৫ এপ্রিল ঢাকায় একটি বিক্ষোভ মিছিল আয়োজন করার উদ্যোগ নেয়া হচ্ছে

ঠিক যেসময় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদী রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবীতে সারাদেশ উত্তাল, তখনই মৌলবাদকে উস্কে দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারকে বাঁধাগ্রস্ত করতে অথবা দীর্ঘসূত্রিতায় ফেলে দেয়ার চক্রান্ত শুরু হয়েছে। এর অংশ হিসেবেই দেশের স্বাধীন মত প্রকাশ ও মুক্তচিন্তা চর্চায় অগ্রণী অংশ ব্লগারদের বিরুদ্ধে আপামর জনতাকে খেপিয়ে তুলে অপ্রাসঙ্গিকভাবে ধর্মীয় আবেগকে তাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা এবং মুক্তচিন্তা আজ হুমকীর সম্মুখীন।

আমাদের চারজন ব্লগার বন্ধুকে শুরুতে অন্যায়ভাবে আটক করে রিমান্ডে নিয়ে নির্যাতনের পর কোনো অভিযোগ ছাড়াই কারাগারে প্রেরণ করা হয়। এরপর বর্তমানে তাদের বিরুদ্ধে অমূলক -বালখিল্য অভিযোগ গঠন করে তাদের এবং তাদের পরিবার-পরিজনের ভবিষ্যতকে অনিশ্চিত করে তোলা হচ্ছে। এই সব ব্লগারদের ফেইসবুকে লাইক দেয়া, অন্যের পোস্ট শেয়ার করা; এমনকি মন্দিরে-প্যাগোডায় সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধাচারণ করে স্টেটাস দেয়াকেও অপরাধ হিসেবে বিবেচনা করে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

আমাদের সংবিধানে ব্লাসফেমি আইন স্বীকৃত না হলেও অলিখিতভাবে ব্লাসফেমিসূলভ অপরাধের অভিযোগ প্রচারণায় এনে ব্লগারদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়া হয়েছে দেশের মডারেট ননপ্র্যাক্টিসিং মুসলিম জনগোষ্ঠীকে। আমরা মনে করি ক্ষমতা লোভী সব রাজনৈতিক দলগুলোর হীন স্বার্থ চরিতার্থ করতে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যেই চক্রান্ত চলছে, ব্লগারদের গ্রেফতার নাটক এই চক্রান্তেরই একটা পার্ট।

আমাদের দেশের এইসব তরুণ ব্লগারদের গ্রেফতারে কেবল আমরাই নয়, উদ্বিগ্ন আজ বিশ্ববাসী। আর তাই বিশ্বের বেশকয়েকটি মানবতাবাদী সংগঠনের আহ্বানে বিশ্বব্যাপী বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচী নেয়া হয়েছে আগামী ২৫ এপ্রিল বৃহষ্পতিবার। তার অংশ হিসেবে আমরাও বাংলাদেশে বিক্ষোভ মিছিল করবার সিদ্ধান্ত নিয়েছি ঐদিনে। বিকাল সাড়ে চারটায় শুরু হতে যাওয়া এই বিক্ষোভ মিছিলে আপনাদের অংশগ্রহণ এবং আয়োজন পরিকল্পণায় আপনাদের সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি।

তারিখ: ২৫ এপ্রিল বৃহষ্পতিবার ২০১৩
সময়: বিকাল ৪টা ৩০ মিনিট
স্থান: কেন্দ্রীয় প্রেসক্লাব

দেখুন এখানে

চিন্তা করা হচ্ছে ব্লগগুলোতে ২৫ তারিখে বাংলা ব্লগগুলোতে ব্লগারদের মুক্তির দাবী সম্বলিত পোস্ট এবং আলোচনা  করারও। এর প্রেক্ষিতে, মুক্তমনার পক্ষ থেকে ব্লগ সদস্যদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন ২৫ তারিখে ব্লগারদের আটক এবং মুক্তিসংক্রান্ত ভাবনা নিয়ে ব্লগে পোস্ট দেন। লেখালিখির মাধ্যমে গণজাগরণে শরীক হোন। এ ব্যাপারে আপনাদের সক্রিয় অংশগ্রহণ কাম্য।

আসুন ব্লগারদের মুক্তির জন্য যে যেভাবে পারি কাজ করি। আমরা প্রত্যাশা করি,  আপনাদের সহযোগিতা এবং সহায়তার মাধ্যমে আমরা সকল অনলাইন লেখকদেরকে কারাগার থেকে মুক্ত করব শিগগিরই।

সাথে থাকুন। আমাদের প্রত্যাশাকে সফল করতে সাহায্য করুন।

 

সম্পুরক লিঙ্ক –

Worldwide Protests Planned in Support of Bangladeshi Freethinking Bloggers on April 25