আমিও তীব্র ঘৃণাভরে ওদের নাম দিলাম দুগ্ধাপরাধী।
মায়ের দুধ খেয়ে মা’র বুকে লাথি মারা সেই দুগ্ধাপরাধী,
বাচাল, রাজনীতির ক্ষমতালোভী ভিক্ষুক, এবং অনাত্মীয়;
দুগ্ধাপরাধী, মা’র দুধ খাওয়া, ঋণ ভুলে যাওয়া, দুগ্ধাপরাধী।
ছদ্মবেশী জনপ্রতিনিধি, ভন্ড, রাজ ঠিকাদার, ঘৃনাবাদ।
ঘৃণাবাদ তোমাদের, ধিক্। অন্তর থেকে, শ্বাশত ঘৃনাবাদ।
সুপ্রভাতের বদলে তোমাদের জানাই অসীম ঘৃনাবাদ।
স্বাধীনতা স্বদেশ বিরোধী চতুর ঠিকাদার, দুগ্ধাপরাধী।
আমার ধর্ষিতা মা, আমার বীরাঙ্গনা, যুদ্ধশিশু, মুক্তিযোদ্ধা,
নাগরিক মানুষ, অতি সাধারণ মানুষের রক্ত বিন্দুর
হিসাব চুকিয়ে দে। মা’র প্রতিটি বিন্দু দুধ-ঋণের হিসাব,
শহীদের হিসাব। বীরের হিসাব। নগদেই দিবি, এক্ষুনি।
যারাই বিলম্বিত করবে যে কোন যুদ্ধাপরাধীর বিচার,
যারাই করবে আড়াল, আঁতাত দুগ্ধাপরাধী ওদের সঙ্গে,
যারাই দেবে আশ্রয়, প্রশ্রয়, সময় অন্তরালে, কোন ক্ষনে;
তারা প্রত্যেকেই ষড়যন্ত্রী, অবশ্যই জঘন্য দুগ্ধাপরাধী।
রাজাকার আলবদর যুদ্ধাপরাধী দালাল, দুগ্ধাপরাধী।
অনাত্মীয়। ওদের সব’কটা সংগঠন, ওরা দুগ্ধাপরাধী।
পুঞ্জিভূত সমস্ত ঘৃনা একসাথে ছুঁড়ে দাও পচা দুর্গন্ধী
দুগ্ধাপরাধীর দিকে সু-নিপুণ লক্ষ্যভেদী তীব্র দক্ষতায়।
ঘৃণা ছুঁড়লাম দুগ্ধাপরাধীদের মুখে এ মন্তব্যের মাধ্যমে।
@গীতা দাস,
বাদ জুম্মা জামাত শিবিরের জোশ-স্পর্ধা দেখে বোঝা গেল যে সত্যিই ওদের দিন শেষ।
শাহবাগ সহ দেশব্যপী দেশচেতনার সকল সমাবেশে অংশগ্রহনকারী সবাই নিরাপদ থাকুন।
রাজাকার জামাত শিবির এবং সকল দুগ্ধাপরাধি নিপাত যাক।
নিমকহারাম হীন দুগ্ধাপরাধীদের জন্য শুধুই ঘৃণা।
@তামান্না ঝুমু,
বিষয়বস্তু সুন্দর হয়েছে। ধন্যবাদ কাজী সাহেব।
@আঃ হাকিম চাকলাদার,
এ যেন আমার মনের অব্যক্ত কথা। অসাধারণ!
@মইনুল মোহাম্মদ,
(Y) (Y) অসাধারণ।সত্যি আপনার কবিতাগুলো খুব সুন্দর লাগছে।
(F) (F) পুরা কবিতার মাধ্যমেই মনের কথা বলার জন্য শুভেচ্ছা।
@অর্ফিউস,
ধন্যবাদ অর্ফিউস। ভালো থাকুন।