গান-১ : তুমি কি আমার হাতটা একটু ধরবে
যদি আমার কোনও পালাবার জায়গা
না থাকে – দিন, রাত্রি, অন্ধকারে।
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
যদি আমি পড়তে পড়তে থেমে যাই-
মাঝপথে, কিংবা আটকে যাই কার্নিশে
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
যদি কেউ বলে আর আমি নেই-
পাহাড়, সমুদ্র, কিংবা আমার ছোট্ট ঘরটিতে।
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
যদি আমি হারিয়ে যাই আমিতে
মিশে যায় চুন-সুড়কির নগরীতে
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
যদি নিভে যাই অন্ধকারে
যদি ভেসে যাই রোদে
যদি ডুবে যাই পাথরে
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
যদি তলিয়ে যাই স্মৃতিতে
যদি ক্ষয়ে যাই জলে
যদি থেমে যাই চলাতে
তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
ওগো বন্ধু, তুমি কি আমার হাতটা একটু ধরবে।।
গান-২: যেওনা, যেওনা চলে
যেওনা, যেওনা চলে
ভোর হতে এখনো অনেক বাকি
হয়নি বলা এখনো অনেক না বলা কথা
শিশিরে এখনো ভেজেনি ঘাসের ডগা
যেওনা যেওনা চলে, না না যেওনা…
না না না
যেওনা না, যেওনা চলে
রাত জাগা পাখি হয়ে
খুজে পাবে না আপন ঠিকানা
হারিয়ে এই আমাকে।
যেওনা যেওনা চলে, না না যেওয়ানা…
না না না
যেওনা না, যেওনা চলে
অন্ধ করে সন্ধ্যা তারা
মুছে দিয়ে জোছনা মাখা আকাশখানা
এখানো যে অনেক কথা হয়নি বলা।
যেওনা যেওনা চলে, না না যেওয়ানা…
না না না
যেওনা না, যেওনা চলে
যেখানে শুধুই ঠিকানাহীন পথ চলা
বিবর্ণ ফেলে আসা স্বপ্নগুলো
যন্ত্রের গন্ধে জমাট বাধে যন্ত্রণা।
যেওনা যেওনা চলে, না না যেওয়ানা…
না না না
সুরের মুর্ছনায় গানের কথাগুলোতে প্রাণ পাওয়ার অপেক্ষায়। প্রথম গানটা মনে হয় প্রাণ ছুয়ে যাবে।
@হেলাল, জানি না সেটা ঠিক হবে কিনা ! হলে নিষ্চয় শেয়ার করবো। ধন্যবাদ।
@মোজাফফর হোসেন,
অনেকদিন পরে মুক্তমনায় এসে তোমার গান পড়লাম। ভালো লাগলো।
@আফরোজা আলম, ধন্যবাদ। চেষ্টা করলাম আর কি ! ভালো থাকবেন।
আপনার গানগুলো পড়ে সুমনের ‘গান তুমি হও’ গানের কয়েকটা লাইন মনে পড়ে গেল –
গান তুমি হও গরম কালের সন্ধে বেলার হাওয়া
অনেক পুড়ে যাওয়ার পরে খানিক বেঁচে যাওয়া
গান তুমি হও বিশ্রী গরম ভুলিয়ে দেয়া বৃষ্টি
সজীবতার ভরসা দেয়া সফল অনা সৃষ্টি
গান তুমি হও বর্ষা শেষের নীল আকাশের আশা
মেঘের শাসন ঘুঁচিয়ে দেয়া আলোর ভালবাসা
গান তুমি হও বাংলাদেশের আকাশ শরৎ কালের
এই আকালেও দোলাও আমায় তোমার তালে তালে
গান তুমি হও শীতের দুপুর উথলে ওঠা আলো
ভাঙ্গা চোরা জীবন টাকেই হঠাৎ লাগে ভালো
গান তুমি হও আমার মেয়ের ঘুমিয়ে পড়া মুখ
তাকিয়ে থাকি,এটাও আমার বেঁচে থাকার সুখ
এই দুনিয়ায় যত ছোট ছেলেমেয়ে আছে
গান তুমি হও বেঁচে থাকার রসদ সবার কাছে
গানের জন্য গান হয়ো না,বাঁচার নিশান হয়ে
যুগান্তরের খবরটাকে তুমি ই এনো বয়ে
গান তুমি হও জীবন বিমুখ গানের সমকালে
বাচার লড়াই,বাঁচাও আমায় তোমার তালে তালে
পোস্টের জন্য ধন্যবাদ।
@অভিজিৎ, গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ স্যার। ভালো থাকবেন।
দুটো গানই পড়তে ভাল লেগেছে। শুনতে ইচ্ছে করছে।
@তামান্না ঝুমু, ধন্যবাদ। ভালো লাগলো শুনে।
দুটো গানের লেখা পড়তে ভালোই লেগেছে।সুর-লয় সাথে যোগ করবা না-কি?
(F)
@মাহবুব সাঈদ মামুন, আমার এক বন্ধু গান করে। ও ধরেছিল তাই চেষ্টা করলাম ভাইয়া। এখন ভাবছি কেউ না গাইলে আমিই গেয়ে ফেলবো (কিন্তু বাথরুমে।) হাহা। ধন্যবাদ।
প্রথমটা ভালো লেগেছে।
@জাহিদ রাসেল, ধন্যবাদ।
আপনার ২য় গানাটা বেশ ভাল লাগেছে। ভাল সুর পেলে শুনতে শ্রুতিমধুর হবে। (Y)
@রাজেশ তালুকদার, ধন্যবাদ। ভালো লাগলো শুনে।