শুভ জন্মদিন অনন্ত বিজয় দাশ।
বেঁচে থাকলে আজ অনন্ত বিজয়ের বয়স হত মাত্র ৩৪ বছর। মৃত্যুর মিছিলে ২০১৫ সালে তিনি হারিয়ে গিয়েছিলেন আমাদের মধ্য থেকে। মাত্র সাড়ে ৩২ বছর বেচে ছিলেন এ নির্মম ধরণীতে। হয়ত লেখক হয়ে উঠার জন্য এটা খুব একটা বেশি সময় নয় তারপরেও লেখে গেছেন বেশ কিছু বই।
আজ তার অপ্রকাশিত বই ‘জীবববিবর্তন তত্ত্বঃ নানা জিজ্ঞাসা’ সবার জন্য উন্মুক্ত করে দেয়া হল। বইটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেওয়া যাবে:
জীবববিবর্তন তত্ত্বঃ নানা জিজ্ঞাসা
অনন্ত বিজয়কে নিয়ে মুক্তমনা পেইজের লিঙ্ক।
এখানে তার লেখা কিছু বই ও সম্পাদিত ম্যাগাজিন ‘যুক্তি’ এর সবগুলো সংখ্যার লিঙ্ক দেওয়া হলো:
(১) পার্থিব, (সহলেখক সৈকত চৌধুরী), শুদ্ধস্বর, ঢাকা, ২০১১। লিঙ্ক ১, লিঙ্ক ২, লিঙ্ক ৩
(২) ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, (সম্পাদিত), অবসর, ঢাকা, ২০১১। লিঙ্ক
(৩) সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব : লিসেঙ্কো অধ্যায়, শুদ্ধস্বর, ঢাকা, ২০১২। লিঙ্ক
(৪) জীববিবর্তন সাধারণ পাঠ (মূল: ফ্রান্সিসকো জে. আয়াল, অনুবাদ: অনন্ত বিজয় দাশ ও সিদ্ধার্থ ধর), চৈতন্য প্রকাশন, সিলেট, ২০১৪লিঙ্ক
যুক্তি
১ম সংখ্যা | ২য় সংখ্যা | ৩য় সংখ্যা| ৪র্থ সংখ্যা
অনন্ত বিজয়ের মতো ত্যাগী মানুষেরা বিজয়ের যে উজ্জ্বল মশাল আমাদের হাতে দিয়ে গেছেন তা প্রজ্জ্বলিত রাখার দায়িত্ব মানবিক মূল্যবোধ সম্পন্ন সকল মানুষের। তাদের আলো খুঁজবার এই স্বপ্নকে আসুন আরো কিছুদূর এগিয়ে নিয়ে যাই।
সকলকে আন্তরিক শুভেচ্ছা।
মুক্তমনা অ্যাডমিনদের উচিত সকল ইবুক pdf-archive.com এর মাধ্যমে রিলিজ করা এবং গুগল ড্রাইভ, মিডিয়াফায়ার, মেগা প্রভৃতি ব্যবহার না করা। এ ব্যাপারে আমার নিজস্ব ব্লগে একটা লেখা আছে।
হ্যাঁ , ওয়েবসাইটটি পিডিএফ ডাউনলোডের ক্ষেত্রে খুবই ভালো ।সৈকত আপনাকে ধন্যবাদ ওয়েবসাইটটির খোঁজ দেবার জন্য ।আমি এ রকম একটি সাইট খুজছিলাম ।মুক্ত মনার যাবতীয় বই এখানে থাকলে সত্যি দারুণ হত!
Can there ever be a truth commission formed in Bangladesh to address the issues of barbaric murders of Abhijit, Nil, Dipon, Ananata, et al? Can there ever be a legal forum established where the family members of the slaughtered humanists would be able ask questions to the government representatives such as Sheikh Hasina in front of the chief justice? Can we file a lawsuit against the current government on behalf of the family members of the assassinated rationalists???
এখানে বাংলায় মন্তব্য করতে হবে।
খুব ভাল কাজ হয়েছে। বইগুলো এখন সকলে সহজে পড়তে পারবে। যুক্তির সবগুলো সংখ্যা এখন আমার সংগ্রহে থাকবে। অন্যান্য বইগুলো পড়ার সাধ ছিল, কিন্তু স্বাদ আস্বাদন এখন সম্ভব হবে।
সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ
শুভ জন্মদিন, অনন্ত।
ধন্যবাদ নীলাঞ্জনা। বইটি পড়ে আপনার অভিমত জানাইয়েন প্লিজ।