saka-mujahid
ছবি সূত্র

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের ওরফে সাকা চৌধুরী ও জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও আল-বদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দন্ড কার্যকর করা হয়েছে ঢাকা কেন্দ্রিয় কারাগারে। আজ রাত ১২:৫৫ মিনিটে এক সঙ্গে তাদের এই দন্ড কার্যকর করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান। এই রায় কার্যকরের মধ্য দিয়ে শেষ হলো প্রায় পাঁচ বছর ধরে চলমান এই দুই কুখ্যাত যুদ্ধাপরাধীর মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ের করা মামলার আনুষ্ঠানিকতা। ইতিহাসের দায়মুক্তির গুরুত্বপূর্ণ মাইলফলক পার করলো বাংলাদেশ।

এক নজরে সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার সময়ক্রম

২০১০, ১৬ জানুয়ারি- সাকা চৌধুরী গ্রেফতার
২০১১, ১৮ নভেম্বর- আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
২০১২, ৪ এপ্রিল- ২৩ টি অভিযোগ আমল
২০১৩, ১ অক্টোবর- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল মানবতা বিরোধী অপরাধ আমলে নিয়ে ফাঁসির দন্ড প্রদান
২০১৫, ২৯ জুলাই- আপিল বিভাগে ফাঁসির রায় বহাল
২০১৫, ১৮ নভেম্বর- পূর্নবিবেচনার আবেদন খারিজ
২০১৫, ২০ নভেম্বর- রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন এবং দ্রুততম সময়ে আবেদন খারিজ
২০১৫, ২১ নভেম্বর- রায় কার্যকর

যে যে অপরাধে ফাঁসির দণ্ড

নতুন চন্দ্র সিংহ হত্যা

সুলতানপুর বণিক পাড়ায় গণহত্যা

ঊনসত্তর পাড়ায় গণহত্যা

মোজাফফর ও আলমগীরকে হত্যা

এক নজরে মুজাহিদের বিরুদ্ধে মামলার সময়ক্রম

২০১০, ২৯ জুন- গ্রেফতার
২০১২, ১৯ জানুয়ারি- আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
২০১২, ২১ জুন- ৭ অভিযোগ গঠন
২০১৩, ১৭ জুলাই- ট্রাইবুনালে ফাঁসির রায়
২০১৫, ১৬ জুন- আপিল বিভাগে ফাঁসির রায় বহাল
২০১৫, ১৮ নভেম্বর- পূর্ণবিবেচনার আবেদন খারিজ
২০১৫, ২০ নভেম্বর- রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন
২০১৫, ২১ নভেম্বর- রায় কার্যকর


যে কারণে ফাঁসির দণ্ড

বুদ্ধিজীবি হত্যার ষড়যন্ত্র ও সহযোগীতা।

আজ এই রাতে আমরা মুক্তমনার পক্ষ থেকে স্মরণ করছি মুক্তিযুদ্ধে নিহত শহীদদের, মুক্তিযোদ্ধাদের, আমরা স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবিদের, তাদের পরিবারকে। আমরা স্মরণ করছি এই মামলা বানচালের জন্য যুদ্ধাপরাধী দলগুলোর আক্রমণের স্বীকার অসংখ্য মানুষকে যাদের অনেককেই প্রাণ দিতে হয়েছে আজকের এই রাত বাংলাদেশকে উপহার দেবার জন্য। আমরা স্মরণ করছি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সদা সোচ্চার অভিজিৎ রায়কে, স্মরণ করছি আহমেদ রাজীব হায়দার, ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাশ, নীলয় নীলকে; তোমরা সবাই আছো আমাদের নিঃশ্বাস দুরত্বে, সাকা-মুজাহিদহীন বাংলাদেশে।

জয় বাংলা।