মেঘের গায়ে রক্তের দাগ
বৃষ্টিগুলো গুলো লাল
খুন হয়েছে প্রিয় অভিজিৎ
হৃদয়টা উত্তাল
মরেনি অভিজিৎ মরেছি আমি
মরেনি অভিজিৎ মরেছো তুমি
ভয় নামে শহরের আনাচে কানাচে
মৃত্যু জুজু ধরে টুটি চেপে
মরবে একদিন মৃত্যুভয়েই
তাই নেমে এসো রাজপথে
মরেনি অভিজিৎ মরেছি আমি
মরেনি অভিজিৎ মরেছো তুমি
এখন সময় বদলা নেবার
এখন সময় ঘুরে দাঁড়াবার
কলমও জানে প্রতিশোধ নিতে
জানে প্ল্যাকার্ড আর পোস্টার
মরেনি অভিজিৎ মরেছি আমি
মরেনি অভিজিৎ মরেছো তুমি
মৃত মানুষের আর ভয় কি ?
চিৎকার করে ওঠ
ওই দেখ প্রতিবাদে মুখর
লাখো মৃত ঠোঁট
মরেনি অভিজিৎ মরেছি আমি
মরেনি অভিজিৎ মরেছো তুমি
চিৎকার করে বল
কাঁধে কাঁধ রেখে চল
রক্ত মাখা এ রাস্তায়
তোরাই অভিজিতের দল
মরেনি অভিজিৎ মরেছি আমি
মরেনি অভিজিৎ মরেছো তুমি
আরো লেখো রুদ্র। ব্লগ লেখা শুরু করো
প্রতিবাদ যা করার জীবিতদেরই করতে হবে।
কলম চলুক।
জীবিতরা এখন ঘর নিয়েছে . কিভাবে হবে প্রতিবাদ …? দিন দিন জীবিত এর সংখ্যা কমছে আর মৃতের সংখ্যা বাড়ছে
যুদ্ধ আসুক মনে ও মগজে
যুদ্ধ আসুক লেখার কাগজে
‘কলমও জানে প্রতিশোধ নিতে
জানে প্ল্যাকার্ড আর পোস্টার
মরেনি অভিজিৎ মরেছি আমি’– কলম যুদ্ধ অব্যাহত থাকুক।
🙂 ধন্যবাদ
মুক্তমনায় স্বাগতম জানুন।