প্রতি মাসে গড়ে একজন করে মুক্তচিন্তক, লেখক, ব্লগার, এক্টিভিস্ট খুন হচ্ছে। সরকারের আন্তরিকতা এখনো অনুভব করতে পারছি না কিন্তু আমরা চিন্তিত এবং ভীত। ইতিহাসের দায় মুক্তির জন্যে পিটিশনটি সাইন করুন, ইতিহাস জানুক আমরা হত্যা ঠেকাতে হয়তো পারিনি কিন্তু আমরা আমাদের নিজের অবস্থান থেকে, আমাদের সাধ্যমত এর প্রতিরোধে প্রতিবাদ করে গেছি, লড়ে গেছি, চেষ্টা করেছি। আমার লেখার পাঠক আর আমার বন্ধুদের সবার প্রতি অনুরোধ রইলো পিটিশনটিতে সাইন করার জন্যে, শেয়ার করার জন্যে।

https://www.change.org/p/government-of-the-people-s-republic-of-bangladesh-justice-against-the-fundamentalist-force-2?recruiter=35415888&utm_source=share_petition&utm_medium=facebook&utm_campaign=share_facebook_responsive&utm_term=des-lg-no_src-no_msg&fb_ref=Default