আবারো চলে এলো সেই অমর একুশে বইমেলা। প্রতিবারের মত এবারেও মুক্তমনা সদস্যরা প্রগতিশীল যুক্তিবাদী এবং বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার সাথে সংগতিপূর্ণ বইপত্র প্রকাশ করেছেন। পাশাপাশি আছে প্রবন্ধ-সংকলন,গল্প, কবিতা এবং উপন্যাসের নানা গ্রন্থও। এর বাইরে লিটল ম্যাগাজিন কিংবা সাময়িকীও প্রকাশিত হচ্ছে অনেক। ইতোমধ্যেই মুক্তমনা লেখকদের বইগুলো চলে এসেছে পাঠকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমরা চাইবো মুক্তমনা ব্লগ-সদস্য, লেখক এবং পাঠকেরা যেন তাদের লেখা কিংবা জানা বইয়ের তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়ে দেন। এর ফলে সবাই সরাসরি প্রকাশিত কিংবা প্রকাশিতব্য বইয়ের তথ্যগুলো জানতে পারবেন। বইয়ের তথ্য জানানোর জন্য কেউ এই ব্লগে মন্তব্য করতে পারেন কিংবা জানাতে পারেন – ইমেইলে ([email protected] – এই ঠিকানায়)। বইয়ের প্রচ্ছদ হয়ে গেলে প্রচ্ছদের ছবিটিও মন্তব্যে জুড়ে দিন কিংবা এটাচমেন্ট হিসেবে আমাদের কাছে পাঠান। সেই সাথে জানিয়ে দিন নিম্নোক্ত তথ্যগুলো –
বইয়ের সম্পূর্ণ শিরোনাম
বইয়ের লেখক বা সহলেখকদের নাম
বইয়ের বিষয়/ধরণ
বইয়ের পৃষ্ঠা সংখ্যা
বইয়ের প্রকাশকের নাম
বইয়ের প্রচ্ছদ-শিল্পীর নাম এবং
বইয়ের মুদ্রিত মূল্য
বরাবরের মতোই মুক্তমনা লেখকদের প্রকাশিতব্য গ্রন্থের তালিকা সংক্রান্ত পোস্টটি আমরা বইমেলা চলাকালীন সময় নীড়পাতায় স্টিকি হিসেবে রেখে দেয়ার চেষ্টা করব। আপনাদের সহযোগিতার জন্য মুক্তমনার পক্ষ থেকে ধন্যবাদ, এবং বইমেলা উপলক্ষে মুক্তমনা-লেখকদের বই প্রকাশিত হওয়ার জন্য লেখকদের আগাম উষ্ণ অভিনন্দন। (F)
মুক্তমনা লেখকদের যে ক’টি বইয়ের খবর এর মধ্যে আমরা জেনেছি সেগুলো এই পোস্টে আপডেট করে দেয়া হল। নতুন বইয়ের খবর আসা মাত্র আমরা সেগুলো তালিকায় সংযুক্ত করে দেবো।
বই | তথ্য |
দুই বাংলার যুক্তিবাদীদের চোখে ধর্মসম্পাদনা: ওয়াহিদ রেজা এবং প্রবীর ঘোষ (ধর্ম, দর্শন, মুক্তচিন্তা) [সংকলনটিতে লিখেছেন – আহমেদ শরীফ, হুমায়ুন আজাদ, বেবী ইসলাম, হায়াৎ মাহমুদ, সুকুমারী ভট্টাচার, প্রবীর ঘোষ, ওয়াহিদ রেজা, সৈকত চৌধুরী, অনন্ত বিজয়, অভিজিৎ রায় সহ দুই বাংলার প্রখ্যাত যুক্তিবাদীরা] প্রকাশক: রোদেলা প্রকাশনী [স্টল নং: ২৪২-২৪৪] মুদ্রিত মূল্য: ৪৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ৪৮৫ প্রচ্ছদ: সুখেন দাস
|
|
ত্রিশ লক্ষ শহিদঃ বাহুল্য নাকি বাস্তবতা?লেখক: আরিফ রহমান (মুক্তিযুদ্ধ) প্রকাশক: নান্দনিক [স্টল নং: ১৯১-১৯২] মুদ্রিত মূল্য: ৩০০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৮০-২২০ প্রচ্ছদ: []
|
|
চার্বাকের খোঁজেলেখক: রণদীপম বসু (সমাজ ও দর্শন বিষয়ক গ্রন্থ) প্রকাশক: শুদ্ধস্বর [স্টল নং: ১৭৪-১৭৬] মুদ্রিত মূল্য: ১৪০০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ৮৩২ প্রচ্ছদ: কৃষ্ণ দ্বৈপায়ন
|
|
ভিক্টোরিয়া ওকাম্পো: এক রবি-বিদেশিনীর খোঁজেলেখক: অভিজিৎ রায় (ভ্রমণ এবং গবেষণা গ্রন্থ) প্রকাশক: অবসর [স্টল নং: ১৭৮-১৮১] মুদ্রিত মূল্য: ৩০০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৯২ প্রচ্ছদ: আবু তৈয়ব আজাদ রানা |
|
শূন্য থেকে মহাবিশ্বলেখক: মীজান রহমান এবং অভিজিৎ রায় (বিজ্ঞান ও দর্শন) প্রকাশক: শুদ্ধস্বর [স্টল নং: ১৭৪-১৭৬] মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: [] |
|
দি গড ডিল্যুশনলেখক: মূল: রিচার্ড ডকিন্স (অনুবাদ: কাজী মাহবুব হাসান) (বিজ্ঞান, মুক্তচিন্তা ও দর্শন) প্রকাশক: অনার্য [স্টল নং: ২৯৭-৯৮] মুদ্রিত মূল্য: ৮০০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ৪৫০ প্রচ্ছদ: আসমা সুলতানা
|
|
ওয়েজ অব সিইংলেখক: মূল: জন বার্জার্স (অনুবাদ: কাজী মাহবুব হাসান এবং আসমা সুলতানা ) (শিল্পকলার ইতিহাস এবং নন্দনতত্ত্ব) প্রকাশক: অনার্য [স্টল নং: ২৯৭-৯৮] মুদ্রিত মূল্য: ৩০০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ২২০ প্রচ্ছদ: আসমা সুলতানা
|
|
Physics of Nucleon-Nucleus Scatteringলেখক: প্রদীপ দেব (নিউক্লিয়ার ফিজিক্স গবেষণা-গ্রন্থ) প্রকাশক: মীরা প্রকাশন মুদ্রিত মূল্য: ৪০০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ২৩৯ প্রচ্ছদ: নাসিম আহমেদ
|
|
অর্ক ও সূর্যমামালেখক: প্রদীপ দেব (কিশোর বিজ্ঞান) প্রকাশক: মীরা প্রকাশন মুদ্রিত মূল্য: ২৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ৮০ প্রচ্ছদ: নাসিম আহমেদ
|
|
আবদুস সালাম – নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানীলেখক: প্রদীপ দেব (বিজ্ঞান ও বিজ্ঞানী) প্রকাশক: মীরা প্রকাশন মুদ্রিত মূল্য: ২৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৩৬ প্রচ্ছদ: নাসিম আহমেদ
|
|
মৌল বন্ধন ও পর্যায় ধর্মলেখক: ফারসীম মান্নান মোহাম্মদী (পদার্থবিজ্ঞান) প্রকাশক: শুদ্ধস্বর [স্টল নং: ১৭৪-১৭৬] মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: [] |
|
অর্ধ-পরিবাহীর জগৎলেখক: ফারসীম মান্নান মোহাম্মদী (পদার্থবিজ্ঞান) প্রকাশক: শুদ্ধস্বর [স্টল নং: ১৭৪-১৭৬] মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: [] |
|
নক্ষত্রের ঝড়লেখক: দীপেন ভট্টাচার্য (বৈজ্ঞানিক কল্পকাহিনী) প্রকাশক: প্রথমা মুদ্রিত মূল্য: ২২০ টাকা পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: রেনে মাগ্রিট / অশোক কর্মকার
|
|
বিজ্ঞান ও সংস্কৃতিক আন্দোলনের ইতিহাসলেখক: প্রবীর ঘোষ এবং বিপ্লব দাস ( সমাজ, সংস্কৃতি এবং যুক্তিবাদ) প্রকাশক: দে’জ পাবলিশিং মুদ্রিত মূল্য: ২০০ টাকা (ভারতীয়) পৃষ্ঠা সংখ্যা: ২৩৯ প্রচ্ছদ: রঞ্জন দত্ত |
|
স্ট্রিং থিওরিলেখক: হিমাংশু কর (বিজ্ঞান) প্রকাশক: তাম্রলিপি মুদ্রিত মূল্য: ৫০০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ৩২০ প্রচ্ছদ: মোহাম্মদ মোরসালিন |
|
বস্তুর গভীরেলেখক: আবদুল্লাহ আল মাহমুদ (বিজ্ঞান) প্রকাশক: [] মুদ্রিত মূল্য: ৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: [] |
|
বাঁশে প্রবাসেলেখক: ভজন সরকার (রম্য প্রবন্ধ সংকলন) প্রকাশক: নন্দিতা প্রকাশ মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: মামুন আল হাসান |
|
পাহাড়ে বিপন্ন জনপদলেখক: বিপ্লব রহমান (মানবাধিকার) প্রকাশক: সংহতি প্রকাশন [স্টল নং: ১৫৫] মুদ্রিত মূল্য: ২৪০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৮৪ প্রচ্ছদ: সব্যসাচী হাজরা |
|
নবি মুহাম্মদের ২৩ বছরলেখক: মূল: আলি দস্তি (ভাষান্তর: আবুল কাশেম এবং সৈকত চৌধুরী) (জীবনী, মুক্তচিন্তা) প্রকাশক: রোদেলা প্রকাশনী [স্টল নং: ২৪২-২৪৪] মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ২৮৮ প্রচ্ছদ: সুখেন দাস |
|
বিশ্বগল্পের বহুমাত্রিক পাঠলেখক: মোজফ্ফর হোসেন (বিশ্বসাহিত্য, ছোটগল্প সংকলন) প্রকাশক: অনুপ্রাণন প্রকাশনী মুদ্রিত মূল্য: ২১০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১২৮ প্রচ্ছদ: []
|
|
আলোচনা সমালোচনা (প্রসঙ্গ: কথাসাহিত্য)লেখক: মোজফ্ফর হোসেন (কথাসাহিত্যবিষয়ক গদ্য) প্রকাশক: অনুপ্রাণন প্রকাশন মুদ্রিত মূল্য: ১৭০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১২৮ প্রচ্ছদ: []
|
|
কালকেউটের সুখ (প্রসঙ্গ: কথাসাহিত্য)লেখক: স্বকৃত নোমান (উপন্যাস) প্রকাশক: জাগৃতি প্রকাশনী [স্টল নং: ১৮৩-১৮৫] মুদ্রিত মূল্য: ৩৩৫ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৮০ প্রচ্ছদ: আমজাদ আকাশ
|
|
পরমাণুর গহীন নিসর্গলেখক: মূল: আইজ্যাক আসিমভ (অনুবাদ: ইমতিয়াজ আহমেদ [বেঙ্গলেনসিস]) (বিজ্ঞান) প্রকাশক: ছায়াবীথি মুদ্রিত মূল্য: ৫০০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ৩১৬ প্রচ্ছদ: লেখক
|
|
অচেনা আপনলেখক: রিফাৎ আরা (উপন্যাস) প্রকাশক: মীরা প্রকাশনী মুদ্রিত মূল্য: ২৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ১৩৬ প্রচ্ছদ: নাসিম আহমেদ
|
|
আগুনজলে ভূকম্পলেখক: কবির য়াহমদ (কবিতা) প্রকাশক: অনুপ্রাণন প্রকাশন মুদ্রিত মূল্য: ১৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ৬৪ প্রচ্ছদ: তৌহিন হাসান
|
|
গল্পে গল্পে শূন্যের ইতিহাসলেখক: পারভেজ রাকসান্দ কামাল (গণিত) প্রকাশক: শুদ্ধস্বর [স্টল নং: ১৭৪-১৭৬] মুদ্রিত মূল্য: ১৪০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ৬৪ প্রচ্ছদ: আরাফাত করিম
|
|
মুক্তিযুদ্ধের প্রতিদিন মার্চ-ডিসেম্বর ১৯৭১লেখক: নুরুজ্জামান মানিক (মুক্তিযুদ্ধ) প্রকাশক: শুদ্ধস্বর [স্টল নং: ১৭৪-১৭৬] মুদ্রিত মূল্য: ৪৫৫ টাকা পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: রেজওয়ান মারুফ
|
|
তুমুল কোলাহলে কুড়াই নৈঃশব্দ্যলেখক: অঞ্জন আচার্য (মুক্তিযুদ্ধ) প্রকাশক: অনুপ্রাণন প্রকাশন মুদ্রিত মূল্য: [] পৃষ্ঠা সংখ্যা: [] প্রচ্ছদ: []
|
|
অবিশ্বাসের দর্শন (৩য় সংস্করণ)লেখক: অভিজিৎ রায় এবং রায়হান আবীর (দর্শন, মুক্তচিন্তা) প্রকাশক: জাগৃতি প্রকাশনী [স্টল নং: ১৮৩-১৮৫] মুদ্রিত মূল্য: ৫৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ৩১৫ প্রচ্ছদ: সামিয়া হোসেন
|
|
বিশ্বাসের ভাইরাস (২য় সংস্করণ)লেখক: অভিজিৎ রায় এবং (বিজ্ঞান, মুক্তচিন্তা) প্রকাশক: জাগৃতি প্রকাশনী [স্টল নং: ১৮৩-১৮৫] মুদ্রিত মূল্য: ৩৭৫ টাকা পৃষ্ঠা সংখ্যা: ২৩২ প্রচ্ছদ: ফয়সল আরেফিন
|
|
অস্ট্রেলিয়ার পথে পথে (২য় সংস্করণ)লেখক: প্রদীপ দেব (ভ্রমণ কাহিনি) প্রকাশক: মীরা প্রকাশন মুদ্রিত মূল্য: ৩৫০ টাকা পৃষ্ঠা সংখ্যা: ২০০ প্রচ্ছদ: নাসিম আহমেদ
|
প্রাসঙ্গিক পোস্ট :
সবগুলো বই পড়ার ইচ্ছা আছে, তবে পাচ্ছিনা একটিও, হয়তো সেস কিনা তাও বুঝতেছিনা। কেউ যদি পরামর্শ দিত তবে খুশি হতাম।
মুক্তিযুদ্ধের ৪৪ বছর পরেও এই স্বাধীনতার মাসে আমরা অত্যান্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশ এখনো স্বাধীনতার শত্রুদের হাতে জিম্মি হয়ে আছে। গত ২৬শে ফেব্রুয়ারী তে বইমেলায় মুক্তমনা দার্শনিক ও লেখক অভিজিত রায় কে হত্যা আমাদেরকে আবারও শঙ্কিত করছে এই কারণে যে বাঙালি জাতির চিন্তাশীল লেখক ব্লগার দেরকে একের পর এক হত্যা করে বাঙালিদেরকে মেধা শূন্য করে মৌলবাদী গোঁড়ামি সমাজে ঢুকাবার চেষ্টা চলছে, যেটি একাত্তরের ১৪ ই ডিসেম্বর শুরু হয়েছে, এখনো চলছে। এক্ষেত্রে আমাদেরকে শুধু আলোচনা আর সমালোচনায় সীমাবদ্ধ থাকলে চলবে না, সমাজের বিভিন্ন স্তরে সুশিক্ষা ছড়িয়ে দিতে হবে এই বলে যে সমাজে মুক্ত মনা মানুষের প্রয়োজন অনস্বীকার্য, মুক্তচিন্তা দিয়েই একটি আদর্শ ও দীর্ঘস্থায়ী সমাজ গঠন করা যায়। আর তাই ইসলামী জঙ্গিদের কাছে রাজনীতিবিদরা যতটানা ঝুকিপূর্ণ অবস্থানে আছে তার চেও বেশি ঝুকিপূর্ণ অবস্থানে আছে প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষরা। কারণ রাজনীতিবিদরা কোনো আদর্শের বাণী জাতিকে শোনায় না বরং ক্ষমতায় টিকে থাকার অথবা ক্ষমতায় যাওয়ার কৌশলেই ব্যস্ত। অন্যদিকে মুক্তমনা লেখক কবি সাহিত্যিক বিজ্ঞান ভিত্তিক দর্শন দিয়ে জনগনকে আলোকিত করে। রাজনীতিবিদদের চাইতেও মুক্তমনা চিন্তাবিদদের আমাদের সমাজে বেশি দরকার।
অভিজিৎ বেঁচে থাকবে প্রগতিশীল মানুষের চিন্তায় চেতনায়।
বাংলাদেশ থেকে প্রক্সি ছাড়া সরাসরি মুক্তমনা ব্লগে প্রবেশ করা যাচ্ছে না৷ মুক্তমনা ব্লগ সাইটটি কি বাংলাদেশে ‘ব্লক’ করা হয়েছে?
মুক্ত মনার সকল লেখক এবং বই প্রকাশকদের অনেক অনেক শুভেচ্ছা।
নবী মোহাম্মদের ২৩ বছর বইটি কোথা থেকে সংগ্রহ করা যাবে?
@তামান্না ঝুমু,
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রোদেলা প্রকাশনী বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি।
নবীর নামে বই ছেপে নিষিদ্ধ রোদেলা প্রকাশনী
@আকাশ মালিক,
ভালো আছেন? বইটা শেষ পর্যন্ত আমি পেলাম না -। দুঃখ নাই। তবু আলোর মুখ দেখেছে এইটাই ভাল লাগছে।
@আফরোজা আলম,
এবার অনুমান করা যায়, যে সত্য বলা হয়নি বইটি বেরুলে দেশের অবস্থা কী হবে।
আলি দস্তির বইটা নিসিদ্ধহল।যা ভেবেছিলাম তাই হল।আকাশ মালিক স্যার আপনার মন্তব্য চাই।কিছু বলুন খুব খারাপ লাগছে এত কষ্ট করে যারা অনুবাদ করেছেন তাদের জন্য।
ইস্ কি যে করি, কোনটা রেখে যে কোনটা কিনি…..! আমি জীবনেও এমন বিপদে পড়ি নাই….!
দুটি গুরুত্বপূর্ণ বই যোগ করা হল তালিকায় –
দুই বাংলার যুক্তিবাদীদের চোখে ধর্ম (মুক্তমনা লেখকদের সংকলন গ্রন্থ)
এবং
ত্রিশ লক্ষ শহিদঃ বাহুল্য নাকি বাস্তবতা? (আরিফ রহমান)
@মুক্তমনা এডমিন,
নিচে একজন পাঠক লিখেছেন-
বিষয়টা কি আপনার দৃষ্টিতে এসেছে?
আমার “পরমাণুর গহীন নিসর্গে” আগে থেকেই তালিকায় দেখে ভালো লাগছে।
ফেসবুক পেইজ:
https://www.facebook.com/pages/%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87/1513236368923635?sk=timeline&ref=page_internal
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা: ৩১৬
প্রচ্ছদ: লেখক।
@বেঙ্গলেনসিস,
যোগ করা হয়েছে।
@বেঙ্গলেনসিস,
মহাকর্ষ তরঙ্গ-কণার সন্ধানে বইটির প্রকাশক / স্টলের নাম কী ?
@আমিতাভ,
গোধুলি প্রকাশনী।
@বেঙ্গলেনসিস, :thanks:
ভিক্টোরিয়া ওকাম্পো বিষয়ক পোস্টেই অভি দা জানান দিয়েছিলেন, বিজ্ঞান বিষয়ক লেখালেখির বাইরেও তার রবীন্দ্র অনুসন্ধানের গুঢ় চিন্তা। এটি এখন পূর্ণাঙ্গ বই হয়ে ছেপে বের হওয়ায় খুব ভাল লাগছে।
একই সঙ্গে প্রাণ ঢালা অভিনন্দন সব মুক্তমনা লেখকগণকে।
জয় হোক! :good:
@বিপ্লব রহমান,
ধন্যবাদ। আপনাকেও নতুন বই লেখার জন্য শুভেচ্ছা। পাহাড়ী জনগনের অধিকার নিয়ে আপনার লেখা যেমন ব্যতিক্রমী, তেমনি গুরুত্বপূর্ণ।
আপনার বইয়ের বহুল প্রচার কামনা করি।
“স্ট্রিং থিওরি” কিছু তথ্য যুক্ত করে দেই।
মুদ্রিত মূল্যঃ ৫০০ টাকা
প্রিস্থা সংখ্যাঃ ৩২০
প্রচ্ছদঃ মোহাম্মদ মোরসালিন
@হিমাংশু কর,
আপডেট করা হয়েছে।
@মুক্তমনা এডমিন,
ধন্যবাদ । 🙂
আগ্রহ জাগিয়েছেঃ
১.ভিক্টোরিয়া ওকাম্পো ও এক রবি বিদেশীনির খোঁজে
২.মুক্তিযুদ্ধের প্রতিদিন মার্চ-ডিসেম্বর ১৯৭১
৩.দি গড ডিল্যুশন
৪.ওয়েজ অব সিইং
৫.নক্ষত্রের ঝড়
এছাড়া ‘চার্বাকের খোঁজে’ ভয়ানক আগ্রহ জাগালেও দাম সাধ্যের বাইরে! তবে দাম যাই হোক, বইটি যে অমূল্য, সে বিষয়ে সন্দেহ নেই।
@গুবরে ফড়িং, ধন্যবাদ । ‘মুক্তিযুদ্ধের প্রতিদিন মার্চ-ডিসেম্বর ১৯৭১’ আগামীকাল মেলায় আসবে । বইটি পড়ে আপনার প্রতিক্রিয়া জানাবেন প্লিজ ।
নামঃ মুক্তিযুদ্ধের প্রতিদিন মার্চ-ডিসেম্বর ১৯৭১
লেখকঃ নুরুজ্জামান মানিক
বিষয়/ধরণঃ মুক্তিযুদ্ধ
প্রকাশক: শুদ্ধস্বর [স্টল নং: ১৭৪-১৭৬]
প্রচ্ছদ-শিল্পীঃ রেজওয়ান মারুফ
মুদ্রিত মূল্যঃ ৪৫৫ টাকা ।
[img][img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/nuruzzamanmanik_1423476335_1-Muktijuddher_Protidin_-_Nuruzzaman_Manik__March-December___1_.jpg][/img]
@নুরুজ্জামান মানিক,
দিয়ে দেয়া হয়েছে।
@মুক্তমনা এডমিন, ধন্যবাদ।
নতুন দুটি বইইয়ের তথ্য যোগ / আপডেট করা হয়েছ:
গল্পে গল্পে শূন্যের ইতিহাস – পারভেজ রাকসান্দ কামাল
নক্ষত্রের ঝড় – দীপেন ভট্টাচার্য
মান্যবর অ্যাডমিন,
মারাত্নক তথ্য ত্রুটি রয়েছে। আমার বইটির নাম “পাহাড়ে বিপন্ন জনপদ“, মোটেই “পাহাড়ে বিপন্ন জনপদে” নয়। মানবাধিকার বিভাগের “মানবাধিকার” বানানটিও সংশোধনের দাবি রাখে।
এছাড়া পেপারব্যাক হওয়ায় বইটির দাম এখন হবে ২৪০ টাকা [কমিশন বাদে]। আর এর প্রচ্ছদ একেঁছেন সব্যসাচী হাজরা।
সব মিলিয়ে আনুসাঙ্গিক তথ্য হবে এ রকম:
[img]https://scontent-a-lhr.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/10923475_10152729822283165_4479488254722171664_n.jpg?oh=d1a71d0aeef60e49e2c427a15a975468&oe=5561884A[/img]
সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ। চলুক
@বিপ্লব রহমান,
ঠিক করে দেয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে
@মুক্তমনা এডমিন,
দ্রুততার সঙ্গে উদ্যোগ নেওয়ায় অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।
মুক্তমনার সব লেখকদের জানাই শুভেচ্ছা। জয় হোক। :good:
🙂 বই প্রকাশ উপলক্ষে মুক্তমনার লেখকদের জন্য আমার অভিনন্দন এবং ‘মুক্তমনাকে’ ধন্যবাদ !
বিজ্ঞান ও সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস- লেখক: প্রবীর ঘোষ এবং বিপ্লব দাস: এই বইটা কি সত্যিই একুশের বইমেলায় পাওয়া যাবে! কোন স্টলে?
আমার হাফ বউ আজ আমাকে “নবি মুহাম্মদের ২৩ বছর” বইখানা গিফট করেছে 🙂
বাসায় ফিরে জুতা মুজা না খুলেই ৪৭ পৃষ্ঠা পড়ে ফেলেছি; যদিও এতে আমার গুনাহ হবে কিনা জানা নেই :scratch:
বইটার সবচাইতে যে জিনিসটা ভাল লেগেছে সেটা হল এতে কোন (সাঃ) (মাঃ) (রাঃ) (খাঃ) (পুঃ) ইত্যাদি লিখে অযথা পেইজ সংখ্যা বাড়ানো হয়নি।
এতে অনুভুতিতে আঘাত লাগবে কিনা এবং রকমারিতে এই বই বিক্রি ফারাবি সম্মত কিনা তা নিয়ে কিঞ্চিৎ চিন্তা ভাবনায় আছি B-)
এতদিনে একটা বাস্তব সম্মত এবং সঠিক মোস্তফা চরিত আমাদের হাতে তুলে দেয়ার জন্য দুই অনুবাদক এবং রোদেলা পাবলিকেশনকে আন্তরিক ধন্যবাদ 🙂
বিঃ দ্রঃ বেতন টা হাতে পেলেই বাকি পছন্দের বইগুল কিনে ফেলব ইনশাপাস্তা। সকলের কাছে দোয়া চাই 🙂
কাজী মাহবুব হাসানের অনুবাদকৃত রিচার্ড ডকিন্সের ‘গড ডিলুশন’ বইটি সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বই তালিকায় সংযোজিত হয়েছে।
@মুক্তমনা এডমিন, ধন্যবাদ 🙂
প্রথমের ধন্যবাদ জানাবো রণদীপম বসু দাদাকে তাঁর “চার্বাকের খোঁজে” বইটির জন্য। এই বইয়ের জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষায় আছি। যদিও এর আগে অনেক পড়েছি এ নিয়ে ব্লগে ও বইয়ে। অভিজিৎ দা’র বই সব সময়ই কেনা হয়। প্রদীপ দা প্রিয় লেখকদের একজন। আর “নবি মুহাম্মদের ২৩ বছর” কিনবো। সব মিলিয়ে দারুণ। আশা করছি ভালো হবে।
সুন্দর ঝকঝকে প্রচ্ছদগুলো দেখলেই ভাল লাগে। লেখকদের অভিনন্দন!
বিশ্বগল্পের বহুমাত্রিক পাঠ এবং আলোচনা সমালোচনা প্রসঙ্গ: কথাসাহিত্য লেখক : মোজাফফর হোসেন’র বইগুলোর প্রকাশনা প্রতিষ্ঠানের নাম অনুপ্রাণন প্রকাশনী না হয়ে হবে অনুপ্রাণন প্রকাশন
@কবির য়াহমদ,
আপনার বইটি তালিকায় যুক্ত হয়েছে এবং প্রকাশনা প্রতিষ্ঠানের নাম ঠিক করা হয়েছে।
অনেক ধন্যবাদ আপনাকে।
বিশ্বগল্পের বহুমাত্রিক পাঠ এবং আলোচনা সমালোচনা (প্রসঙ্গ: কথাসাহিত্য) বই দু’টোর প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে অনুপ্রাণন প্রকাশনী না হয়ে হবে অনুপ্রাণন প্রকাশন। স্টল নাম্বার ৩৯৯ সোহরাওয়ার্দি উদ্যান এবং লিটলম্যাগ চত্বর, বাংলা একাডেমি।
বইগুলোর নাম দেখেই লোভ লাগে। লেখকের নাম দেখে লোভ বাড়ে। প্রচ্ছদ দেখে জিভে জল চলে আসে। তারপর যখন দামটা দেখি, তখন আসে চোখের জল 😥 😥 😥 ।
ড. প্রদীপ দেবের নতুন বইগুলো আপডেট করে দেয়া হল, সেই সাথে আরো কিছু নতুন বই!
মাননীয় এডমিন,
ওপরে দেওয়া আমার আর প্রবীর দার “বিজ্ঞান ও সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস” বইটির আরো দুটি তথ্য দিই। মুদ্রিত মূল্য ২০০ টাকা ( ভারতীয়), পৃষ্ঠা সংখ্যা- ২৩৯, প্রচ্ছদ- রঞ্জন দত্ত , প্রকাশক- দে’জ পাবলিশিং।
ধন্যবাদ এখানে বইটির তথ্যাবলী তুলে ধরার জন্যে।
@বিপ্লব দাস,
দিয়ে দেয়া হয়েছে।
[img]https://www.facebook.com/photo.php?fbid=10205903200046164&set=a.1602041457960.2090180.1443805484&type=3&theater[/img]
গল্প ও গল্পবিষয়ক বই
বিশ্বগল্পের বহুমাত্রিক পাঠ
লেখক : মোজাফফর হোসেন
সারকথা : ছোটগল্পের নির্মাণশৈলী এবং বিষয়বস্তু গল্প ধরে ধরে আলোচনা করা হয়েছে। বাংলাসাহিত্যসহ বিশ্বসাহিত্যের চৌদ্দটি গল্প এই সংকলনে আছে। অন্যভাষার গল্পগুলো আলোচক নিজেই অনুবাদ করেছেন। গল্পগুলো যেমন বিভিন্ন দেশের তেমনি বিভিন্ন কালের। আধুনিক গল্পের জনক এডগার অ্যালান পো থেকে শুরু করে একালের মুরাকামি পর্যন্ত এই সংকলনে আছেন। কাজেই এই স্বল্পপরিসরে খুব সংক্ষিপ্ত আকারে হলেও বিশ্বগল্পের আপাত একটি ধারণাও পাওয়া যাবে। এখানে আলোচিত সকল লিটারারি থিওরি ও টার্মসের ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
অনুপ্রাণন প্রকাশনী
পৃষ্ঠা : ১২৮
বইমেলার মূল্য : ২১০/=
স্টল নং: ৩৯৯
প্রবন্ধগ্রন্থ
আলোচনা সমালোচনা
প্রসঙ্গ: কথাসাহিত্য
সারকথা: এই গ্রন্থে সংকলিত হয়েছে ১৪টি কথাসাহিত্যবিষয়ক গদ্য। আলোচনায় এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তলস্তয়, কাফকা, মারজরি কিনান রোলিং, হাসান আজিজুল হক, দিলারা হাশেম, মাহমুদুল হক, আবদুশ শাকুর, জ্যোতিপ্রকাশ দত্ত, জাকির তালুকদার, মিলান কুন্ডেরা, হামীম কামরুল হক প্রমুখ লেখক। আছে ‘সাহিত্যের কাজ-অকাজ’ নিয়ে দীর্ঘ গদ্য।
অনুপ্রাণন প্রকাশনী
পৃষ্ঠা : ১২৮
বইমেলার মূল্য : ১৭০/=
স্টল নং: ৩৯৯ ও লিটলম্যাগ প্রাঙ্গণ
@মোজাফফর হোসেন,
আপনার বইগুলো অন্তর্ভুক্ত হয়েছে।
[img]http://i58.tinypic.com/amfkex.jpg[/img]
@জাহিদ রাসেল,
করে দেয়া হয়েছে।
নবি মুহাম্মদের ২৩ বছর
মূল আলি দস্তি
অনুবাদ: আবুল কাশেম ও সৈকত চৌধুরী
মূল্য: ৪০০
প্রকাশনা: রোদেলা প্রকাশনী
স্টল: ২৪২-২৪৪
[img][/img]
@জাহিদ রাসেল,
বইটার বিকি কিনি ও পাঠক প্রতিক্রীয়া জানতে পারলে আমাদেরকেও একটু জানাবেন প্লিজ।
@আকাশ মালিক, রকমারি বোধহয় ভক্তিমূলক বই ভেবে আপলোড করেছে =)) সোহাগ ভাইয়ের এত্তোগুলা সোয়াব এখন কাটা যাবে।
@রায়হান আবীর,
আকাশ মালিকরে একটু সবক দিতে আসছিলাম রকমারি নামের আবলুস দোকানের বিজ্ঞাপন এই সাইটে না করতে, কিন্তু মনে হয় তোমার ক্লাসিক কমেন্টের পর আর দরকার নাই।
নবীজীর জীবনী আফটার অল, সেই ভাইবা আপ্লোডাইছে। ফারামি ভুল ধরায় দিলেই সরাবে। :yahoo:
@অভিজিৎ,
আপনার বই নিয়ে ফারাবী আর রকমারি যা করলো, এদের সম্মন্ধে এতকিছু পড়ে, এদের এতকিছু কূকীর্তি জানার পরে, ভাবতে পারলেন আমি সেই দোকানের মার্কেটিং করছি? লিংকটা দিয়েছি শুধু অনন্তের কাছে কৌতুহল প্রকাশের লক্ষ্যে।
@রায়হান আবীর,
আরবি ব্যাকগ্রাউন্ড দিয়ে যিনি প্রচ্ছদটা করেছেন তাকে ধন্যবাদ দিতে হয়। বইটির নাম আর প্রচ্ছদ খাসা একটা জিনিস হয়েছে, নবিপ্রেমীদের চোখ আটকে যাবে। দেখা যাক কী হয় পাঠক প্রতিক্রীয়া।
@আকাশ মালিক,
যদি “নবী মুহাম্মদের ২৩ বছর” বইটি মুমিনদের অনুভূতির দৌড়ে টিকে যায় তাহলে ‘যে সত্য বলা হয় নি’ প্রকাশ করা ফরজ হয়ে যায়। আপনি আগামী বছর বইটি প্রকাশের জন্য মনস্থির করে ফেলেন। সম্ভবত এখনি সময়…। “নবী মুহাম্মদের ২৩ বছর” বইটি পড়ার জন্য মুখিয়ে রইলাম। অগ্রিম ধন্যবাদ তবু আবুল কাশেম ও সৈকত চৌধুরীকে।
@সুষুপ্ত পাঠক,
নিচের বইটি নিয়ে আমাদের কাশেম ভাই ১৭ পর্বের একটি লেখা মুক্তমনায় রেখেছেন। বইটি বাংলাদেশেও প্রকাশ হয়েছে-
তারপর নিচের লেখাগুলো-
এবং আছে আমাদের আহমেদ শরিফ, হুমায়ুন আযাদ, আরজ আলী মাতুব্বরের শক্তিশালী বইগুলো। কিন্তু বিশ্বাসের ভাইরাস এতই শক্তিশালী যেন কোন কিছুতেই কিচ্ছু হচ্ছেনা, কোন এন্টি ভাইরাসই আর কাজ করছেনা। হ্যাঁ, ‘যে সত্য বলা হয় নি’ প্রকাশ হওয়াটা এখন ফরজ হয়ে গেছে।
[img]http://i1088.photobucket.com/albums/i332/malik1956/cover_zps54ghwk1h.png[/img]
[img]http://i1088.photobucket.com/albums/i332/malik1956/imgrok0520_38804_zpsloln8qgk.gif[/img] [img]http://i1088.photobucket.com/albums/i332/malik1956/rokimg_20150126_93138_zpsrgh4fwmh.gif[/img]
@সুষুপ্ত পাঠক,
বইটি বুঝি আর পাঠকের হাতে পৌছুতে পারলোনা। নিচে মুহাম্মদপ্রেমীদের কিছু মন্তব্য দেখো-
– ‘রোদেলা’ প্রকাশনীর ‘নবি মুহাম্মদের ২৩ বছর’ বইয়ে জঘন্য ইসলাম অবমাননা দেশের ৯৮ ভাগ মুসলিম জনগোষ্ঠি ক্ষোভে উত্তাল ফাঁসির দাবিতে অনড় ॥ আসছে মহাতীব্র ও কঠোর কর্মসূচী
– রোদেলা প্রকাশনীর সাইট হ্যাক করল সাইবার ৭১
রকমারীতে আজ অর্ডার করতে গিয়ে দেখি বন্ধ করে দিয়েছে। তাহলে আর কি! আমরা ঢাকার বাইরে যারা আছি তাদের আর কোন সুযোগ থাকলো না। ঢাকায় তো আসতে পারছি না। অনলাইনে কি পাওয়া যাবে কখনো?
বইগুলোর অপেক্ষায় থাকলাম । বই গুলো কোন দিন মেলায় আসছে তা জানালে আরও সুবিধা হতো ।