একটি সাইটের সৌকর্য প্রস্ফুটিত হয়ে উঠে অনেক সময়ই এর পেছনের শিল্পী এবং ডিজাইনারদের কল্যাণে। অথচ ব্লগের ভাল ব্লগার এবং লেখকদের মত তাঁরা সেরকম পরিচিতি পান না। আমরা মনে করি ব্যানার ব্লগিং প্ল্যাটফর্মে একটা অন্যতম অত্যাবশকীয় দিক,এবং সেই সাথে গুরুত্বপূর্ণ শিল্পও বটে। আমরা চাইনা মুক্তমনার মত প্ল্যাটফর্মে তাঁদের কাজগুলো উপেক্ষিত থাকুক। এই পোস্টের মাধ্যমে আমরা মুক্তমনার সাথে সম্পৃক্ত শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানাব।
গত বছর সারাটা সময় জুড়ে মুক্তমনার ব্যানার গড়ার পেছনে নান্দনিক ভূমিকা রেখেছিলেন নীলিম আহসান। তবে বছরের শেষ দিকে তার নিজস্ব কাজের ব্যস্ততা বেড়ে যাওয়ায় পরের দিকে তার ব্যানার করা খুব বেশি হয়ে উঠেনি। তার আগেকার করা বেশ কিছু ব্যানার মুক্তমনায় দারুণভাবে প্রশংসিত হয়েছিল। তার করা দুটি ব্যানার-
গত বছরের শেষ থেকে বিশেষত ধর্মদ্রোহিতার অভিযোগে ব্লগারদের গ্রেফতারের পর থেকেই মুক্তমনার সাথে সম্পৃক্ত হয়ে বেশ কিছু সাহসী ব্যানার করে দিয়েছিলেন শিল্পী আসমা সুলতানা মিতা। তার দুটো উল্লেখযোগ্য ব্যানার নীচে দেয়া হল –
আমরা আশা করব মিতা মুক্তমনার সাথে সম্পৃক্ত থাকবেন, এবং মুক্তমনাকে নতুন প্রাণের স্ফুরণে সাজিয়ে যাবেন।
ইংরেজি নববর্ষ উপলক্ষে মুক্তমনার জন্য এবারের সৃষ্টিশীল ব্যানারটি উপহার দিয়েছেন তাপস শর্মা।
আমরা আশা করছি, তিনিও আগামীতে তার নান্দনিক সব ব্যানার দিয়ে মুক্তমনাকে সাজিয়ে তুলবেন ।
শুধু উপরের শিল্পীরা নন, দেশের এবং আন্তর্জাতিক নানা ঘটনার সাথে সম্পৃক্ত থেকে ব্যানার-শিল্পীদের কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন ব্যানারে সজ্জিত হতে চায় মুক্তমনা। যারা মুক্তমনার জন্য ব্যানার করতে ইচ্ছুক তারা তাদের ব্যানার [email protected] এই এড্রেসে ইলেইল করতে পারেন। ব্যানারের মাপ – ৯৪৫ x ১৭৫ পিক্সেলের হতে হবে। ফাইল সাইজ ১১০ কিলোবাইটের মধ্যে রাখা বাঞ্ছনীয়। আর ব্যানারে ‘মুক্তমনা’ শব্দটি খোদিত থাকতে হবে।
এই পোস্টে ব্যানার নিয়ে যে কোন ধরণের প্রতিক্রিয়া জানানো যাবে। শিল্পীরা তাদের কাজের ফিডব্যাক পাবেন এতে করে।
নতুন বছরে লেখকদের পাশাপাশি মুক্তমনা শিল্পীদের পদচারণায় উদ্ভাসিত হয়ে উঠুক।
মুক্তমনা মডারেটরবৃন্দ
ভালবাসা দিবস উপলক্ষে মুক্তমনার জন্য দুটি ব্যানার:
প্রথমটি করেছেন তাপস শর্মা:
[img]http://blog.mukto-mona.com/wp-content/themes/neobox/headers_backup/bhalobasha_dibosh/bhalobasha_tapas.jpg[/img]
এবং অন্যটি করেছেন আসমা সুলতানা মিতা:
[img]http://blog.mukto-mona.com/wp-content/themes/neobox/headers_backup/bhalobasha_dibosh/bhalobasha_dibosh_asma1.jpg[/img]
মুক্তমনার সবাইকে ভালবাসা দিবসের শুভেচ্ছা।
ডারউইন দিবস ২০১৪ উপলক্ষে মুক্তমনার জন্য দুটি ব্যানার।
প্রথমটি করেছেন আসমা সুলতানা মিতা:
[img]http://blog.mukto-mona.com//wp-content/themes/neobox/headers_backup/darwinday/darwin_day2014_mita.jpg[/img]
এবং অন্যটি করেছেন তাপস শর্মা:
[img]http://blog.mukto-mona.com//wp-content/themes/neobox/headers_backup/darwinday/banner_MM_DarwinDay_tapas.jpg[/img]
সবাইকে ডারউইন দিবসের শুভেচ্ছা।
বছরে লেখকদের পাশাপাশি মুক্তমনা শিল্পীদের পদচারণায় উদ্ভাসিত হয়ে উঠুক। (Y) (Y) (Y)
@ তাপস,
তাপস শর্মার এ ব্যানারটি এ মুহূর্তে অত্যন্ত স্পর্শ জাগানিয়া হয়েছে ।ধন্যবাদ ।
এটিই মুক্তমনার স্বকীয় বৈশিষ্ট্য, নতুনত্ত্ব। এই সুন্দর একটি উদ্যোগ মুক্তমনা ছাড়া কোথাও আশা করা কি যায়? এই প্রান্তরে এতো প্রাণ ছড়িয়ে থাকে যে প্রাণের নতুন-তম স্পন্দন এখানেই কেবল মেলে। সেই শুরুর ভালোবাসা এখনো অমলিন এখনো অটুট। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা আর সেই সাথে সব শিল্পীদের অভিনন্দন। যিনি লেখেন তিনিও শিল্পীবৈতো নন অন্য কিছু! এখানে যিনি আঁকেন তিনিও শিল্পী, যিনি দেখেন তিনিও! যিনি গান শুনেন, সিনেমা দেখেন, যিনি নির্মাণ করেন তিনিতো বটেই। সমাজকে যিনি দেখেন তাঁর আতশ কাঁচের ভেতরে চোখ মেলে তিনিও শিল্পী। তাঁর মননের গুন গুন গুলো কালো অক্ষরের মালায় এখানেই গেঁথে আমাদের উপহার দেন। বিজ্ঞান তার সীমানা পেড়িয়ে দূর অজানায় পাড়ি দেয়, সেও আমরা জানি এখানেই! হাজার, লক্ষ, কোটি বছরের ইতিহাস মাঝে মাঝে আছড়ে পরে নিরাবেগ এক সৌম্যময় সৌন্দর্যকে কোলে নিয়ে। একেবারেই যেন বিশুদ্ধ ঝরঝরে টাটকা অভিজ্ঞতার ঝুলি! ভাবা যায়, রোগ, শোক, আনন্দ, বেদনা কিছুই বাদ যায়না মুক্তমনার শিল্পীদের কলমের আঁচড় থেকে! এমনকি মাঝে মাঝের খুনসুটি গুলোও যেন এখানে শিল্পকর্ম!যেন গান! কখনো চড়া তো কখনো ঢিমে!সেই সুযোগে নানান স্রোতের অনুপ্রবেশ, অবশেষে একটা চেতনায় নাড়া খাওয়া উপলব্ধি! শিল্প ছাড়া আর কি? কখনো ক্যানভাসে দেখি তো কখনো মনের গভীরে! যাই বলুন চত্বরটি আমার প্রাণ!
শুভ কামনা মুক্তমনার সকল ব্যানার শিল্পীদের জন্য…
চমৎকার উদ্যোগটিকে স্বাগত জানাই।
দাদা, পেশাগত জীবনে আমি একজন গ্রাফিক্স শিল্পী। ব্যানার পাঠাতে পারবো? মোটামুটি কতদিন পরপর ব্যানার পরিবর্তন করা হয়? মুক্তমনার ব্যানারে সাম্প্রতিক ইস্যু নাকি চিরন্তন ইস্যুর ছাপ থাকা ভালো?
@আলাল ই মুসা শিশির,
চিরন্তন এবং সাম্প্রতিক – দুটো ক্ষেত্র নিয়েই কাজ করি আমরা। আপনি ব্যানার করে [email protected] এই এড্রেসে ইলেইল করতে পারেন। ব্যানারের মাপ – ৯৪৫ x ১৭৫ পিক্সেলের হতে হবে।
আগ্রহের জন্য অনেক ধন্যবাদ।
@মুক্তমনা এডমিন, দাদা, মুক্তমনার জন্য আমার প্রথম কাজটি প্রদত্ত মেইল আইডিতে পাঠিয়েছি। সামনে আরও পাঠানোর ইচ্ছা রইলো।
মুক্তমনার প্রতিটা ব্যানারই চমৎকার হয়
ব্যানার দেখেই যেন চেনা যায় এটি মুক্তমনা ব্লগ, অন্য বাংলা ব্লগ গুলো থেকে আলাদা
আমার মনে আছে আমি মুক্তমনা ব্লগে ঘুরতে এসে ব্যানার দেখেই এই ব্লগের প্রেমে পড়ে যাই ব্যানারের একটি কোটেশন দেখে, সেই থেকে ব্লগের নিয়মিত পাঠক
কোটেশন টা ছিল-
“জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অস্মভব’
@নীল,
এখানে –
[img]http://blog.mukto-mona.com/wp-content/themes/neobox/headers_backup/avijit/moon_shikha_big.jpg[/img]
ধন্যবাদ, মন্তব্যের জন্য।
ব্যানার রোল করা শুরু হোক-সব ব্যানারই থাক-একের পর এক আসুক-এক সেকেন্ড করে- রোল আউট ব্যানার হোক
@বিপ্লব পাল,
ভাল আইডিয়া! (Y)
মুক্তমনায় সকল ব্যানার শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের অবদান ছাড়া মুক্তমনা পক্ষাঘাতগ্রস্থ হয়েই থাকতো সেটা নিশ্চিত।
আমিও মাঝে সাঝে কিছু ব্যানার করেছিলাম বলে মনে পড়ে। সেই সুযোগে কয়েকটা এখানে দিয়ে দিচ্ছি –
[img]http://blog.mukto-mona.com/wp-content/themes/neobox/headers_backup/humayun_azad/humayun_azad_feb27_2011.jpg[/img]
[img]http://blog.mukto-mona.com/wp-content/themes/neobox/headers_backup/shahbagh/kaadte_ashini2.jpg[/img]
[img]http://blog.mukto-mona.com/wp-content/themes/neobox/headers_backup/steve_jobs/steve_banner.jpg[/img]
[img]http://blog.mukto-mona.com/wp-content/themes/neobox/headers_backup/avijit/rong_tuli_banner2.jpg[/img]
[img]http://blog.mukto-mona.com/wp-content/themes/neobox/headers_backup/avijit/jamalN_islam.jpg[/img]
[img]http://blog.mukto-mona.com/wp-content/themes/neobox/headers_backup/avijit/noboborsho.jpg[/img]
ইত্যাদি।
জানি ভাল ভাল শিল্পীদের কাজের কাছে এগুলো নগন্য, তাতে কি, চেষ্টা তো করছি! চেষ্টাটাই বড় কথা।
আবারো সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি।