একটি সাইটের সৌকর্য প্রস্ফুটিত হয়ে উঠে অনেক সময়ই এর পেছনের শিল্পী এবং ডিজাইনারদের কল্যাণে। অথচ ব্লগের ভাল ব্লগার এবং লেখকদের মত তাঁরা সেরকম পরিচিতি পান না। আমরা মনে করি  ব্যানার ব্লগিং প্ল্যাটফর্মে একটা অন্যতম অত্যাবশকীয় দিক,এবং সেই সাথে গুরুত্বপূর্ণ শিল্পও বটে।  আমরা চাইনা মুক্তমনার মত প্ল্যাটফর্মে তাঁদের কাজগুলো উপেক্ষিত থাকুক।  এই পোস্টের মাধ্যমে আমরা মুক্তমনার সাথে সম্পৃক্ত শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানাব।

গত বছর সারাটা সময় জুড়ে মুক্তমনার ব্যানার গড়ার পেছনে নান্দনিক ভূমিকা রেখেছিলেন নীলিম আহসান।  তবে বছরের শেষ দিকে তার নিজস্ব কাজের ব্যস্ততা বেড়ে যাওয়ায় পরের দিকে তার ব্যানার করা খুব বেশি হয়ে উঠেনি।  তার আগেকার করা বেশ কিছু ব্যানার  মুক্তমনায় দারুণভাবে প্রশংসিত হয়েছিল। তার করা দুটি ব্যানার-

গত বছরের শেষ থেকে বিশেষত ধর্মদ্রোহিতার অভিযোগে ব্লগারদের গ্রেফতারের পর থেকেই মুক্তমনার সাথে সম্পৃক্ত হয়ে বেশ কিছু সাহসী ব্যানার করে দিয়েছিলেন শিল্পী আসমা সুলতানা মিতা। তার দুটো উল্লেখযোগ্য ব্যানার  নীচে দেয়া হল –

আমরা আশা করব মিতা মুক্তমনার সাথে সম্পৃক্ত থাকবেন, এবং মুক্তমনাকে নতুন প্রাণের স্ফুরণে সাজিয়ে যাবেন।

ইংরেজি নববর্ষ উপলক্ষে  মুক্তমনার জন্য এবারের সৃষ্টিশীল ব্যানারটি উপহার দিয়েছেন তাপস শর্মা

আমরা আশা করছি,  তিনিও আগামীতে তার নান্দনিক সব ব্যানার দিয়ে মুক্তমনাকে সাজিয়ে তুলবেন ।

 

শুধু উপরের শিল্পীরা নন, দেশের এবং আন্তর্জাতিক নানা ঘটনার সাথে সম্পৃক্ত থেকে ব্যানার-শিল্পীদের কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন ব্যানারে সজ্জিত হতে চায় মুক্তমনা। যারা মুক্তমনার জন্য ব্যানার করতে ইচ্ছুক তারা তাদের ব্যানার [email protected]  এই এড্রেসে ইলেইল করতে পারেন।  ব্যানারের মাপ – ৯৪৫ x ১৭৫ পিক্সেলের হতে হবে। ফাইল সাইজ ১১০ কিলোবাইটের মধ্যে রাখা বাঞ্ছনীয়। আর ব্যানারে ‘মুক্তমনা’ শব্দটি খোদিত থাকতে হবে।

এই পোস্টে ব্যানার নিয়ে যে কোন ধরণের প্রতিক্রিয়া জানানো যাবে। শিল্পীরা তাদের কাজের ফিডব্যাক পাবেন এতে করে।

নতুন বছরে লেখকদের পাশাপাশি মুক্তমনা শিল্পীদের পদচারণায় উদ্ভাসিত হয়ে উঠুক।

মুক্তমনা মডারেটরবৃন্দ