আর কতবার উলঙ্গ করবি আমায়;
স্বাধীনানন্ধ উদ্ভ্রান্ত নাগরিক?
আর কতবার?
কত নামে ডাকবি আমায়, কতবার,
স্বাধিনতাখোর; স্বার্থ-মানব।
স্বেচ্ছা বিস্মরণে?
আর কতদিন?
স্তনাগ্র উন্মুক্ত আজো, দেখে যা।
স্বাধীন লোভের কামুক চোখে;
দ্যাখ, বস্ত্রহীনারে তবু একবার।
স্থুল নই মোটে, অন্নাভাবে।
ভোগী স্বাধীন নাগরিক।
কল্পিত এক স্বাধীনতার চেতনায়,
অস্পৃশ্য আমার একেলা বসবাস।
দশ ইঞ্চি বিবিধ ইটের ফাঁকে
অনাহারী বর্জ্যের স্তুপীকৃত ভীড়।
আমার যুদ্ধশিশুর খোঁজে,
একাকী, বিপন্ন আমি।
সবখানি এমনি দিলাম,
অর্থহীন অজ্ঞাত প্রতিক্ষায়।
ক্ষমতালোভীরা এখনো জাল বোনে;
আঁধার পথের পরিত্যাক্ত জন্মান্ধ সাথে।
অনাহারী আমাকে, খামোখাই দিলাম তোদের।
==============
=================
===================
বাংলাদেশ স্বাধীন করতে বীরাঙ্গনা নারীর অবদানের কথা মনে রাখেনি রাষ্ট্র
===================
=================
==============
==============
=================
===================
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না
===================
=================
==============
সুন্দর, অসাধারন কবিতা কাজী রহমান ভাই (F) , সঠিক সময়ে সঠিক কবিতা। কাল ১৬ ডিসেম্বরে আশা রাখি আরেকটি কবিতা পাব, বিজয় নিয়ে।
খুবই খাঁটি কথা। 🙁
@দারুচিনি দ্বীপ,
ধন্যবাদ (C)
কল্পিত এক স্বাধীনতার চেতনায়,
অস্পৃশ্য আমার একেলা বসবাস।
দশ ইঞ্চি বিবিধ ইটের ফাঁকে
অনাহারী বর্জ্যের স্তুপীকৃত ভীড়।
@কামরুল আলম,
ধন্যবাদ
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমরা রক্ত দিয়েছি,কপাল ভেঙ্গেছি, সিঁদুর মুচেছি, এখন তা রক্ষার জন্যও দেখতে হচ্ছে খান্ডব দাহন।
@গীতা দাস,
……….. এবং দেখবেন বরাবরের মত আবার অনেক আবেগী উচ্ছাসে আবার চাপা পড়ে যাবে আমাদের বীর বীরাঙ্গনা মা বোনেদের মহান ত্যাগের কথা, তাদের প্রতি ভালবসা, যত্ন আর কর্তব্যের কথা।