আমি আগে ছিলাম জলচর
জলের উপরে ছিল আমার ভাসমান ঘর,
পৃথিবীর মৎস্য সম্প্রদায় আমারই বংশধর।
জলের জীবন বড্ড ভেজা, শীতল, কষ্টকর
তাই অতঃপর জল ছাড়িয়া আসমানে বাঁধিয়াছি ঘর।
কোরান নাজিল করেছি আরবি ভাষায়
যাতে আরবিভাষীরা বুঝতে পারো।
অন্য ভাষীরা না বুঝলে আমার কিছু করার নাই।
আমি আসমানে কোনও খুঁটি স্থাপন করি নাই।
হায় হায় আমি যদি আসমান ভাঙিয়া
মাটিতে পড়িয়া যাই!
তিনি অবাধ্যদিগে বজ্রের ঠাডা মারিয়া দেন।
আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই
ইচ্ছায় বা অনিচ্ছায় তাঁর গুণ-সংগীত গায়।
এমন কি বজ্রও বিকট গর্জনে গায় তাঁহার গুণগান।
জাহান্নামীদিগকে পিটাইতে পিটাইতে
তাদের অঙ্গ-প্রত্যঙ্গ করিয়া দিব লুজ।
খাওয়াইবো তাদের গলিত পুঁজ।
এতো পুঁজ পাইবো কোথা
পাইতেছি না সেই বুঝ।
তাঁর হুকুমেই নৌযান ভাসে পানিতে।
পানির ওজনের চেয়ে বস্তুর ওজন কম হলে
তা পানিতে ভাসে। পদার্থবিজ্ঞানের এই সূত্র
তিনি আজিও পারেন নাই জানিতে।
তিনি নদনদী করেন নিয়ন্ত্রণ।
জলোচ্ছ্বাস, সুনামি, নদী-ভাঙা এই সবই
তাঁহার অসীম দয়ার দান।
আমি আগে ছিলাম জলচর
জলের উপরে ছিল আমার ভাসমান ঘর,
পৃথিবীর মৎস্য সম্প্রদায় আমারই বংশধর।
জলের জীবন বড্ড ভেজা, শীতল, কষ্টকর
তাই অতঃপর জল ছাড়িয়া আসমানে বাঁধিয়াছি ঘর
তামান্না
এসব বলার জন্ন আল্লাহর কাছে তওবা পড়েন . এসব কথা আপনি কিভাবে লেখতে পারলেন ?আপনের নাম দেখে তো মনে হয় আপনি মোসলিম .কোরানের বাংলা অনোবাদ পড়েন তাহলে জানবেন আল্লাহ কে .আপনি মোসলিম নামের কলংক .এত কিছো থাকতে আপনি আল্লাহর পিছে লেগেছেন কেন ?নাস্তিক হতে চান নাকি ?
কোরান-এ আল্লাহ challange দিয়েছিল কোরান এর মত একটা গ্রন্থ লিখতে আপনি তার এক অংশ লিখতে পারলেন না…shame on u…………
http://www.nakcollection.com
check out this website and find out the linguistic miracle of the koran……..
This is for Tamanna
আমার মনে হয় তামান্না উম্মাদ এবং অমুসলিম একজন নারী আর যদি মুসলিম হনও তবে যার ইসলাম এবং আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই .সেই জন্যে ওনি আল্লাহর বাণী ৯,১০ লিখতে
পেরেছেন .কিছো কথা লিখলেই কবিতা হয় না ,কবিতার সারমর্ম থাকতে হয় .
@Hera, বয়স মনে হয় কম,যদি যুক্তিবাদি মানুষ হয়ে থাকেন তবে কোন একদিন ঠিকি টের পাবে্ন -ইসলাম কি জিনিষ।
@সাগর, এ কথা তামান্না লেখককে বললে মনে হয় ভালো হত .
অথবা আপনি নিজেই জানেন না ইসলাম কি ,আল্লাহ কি. জানলে আল্লাহ সম্পর্কে এ রকম লেখা কে গ্রীনা করতেন . এ সব কখনো আল্লাহর বানী হতে পারে না.
আপনার কবিতা পড়ে মনে হলো আপনে একটা পাগল অথবা ইসলাম সম্পর্কে আপনার কোন ধারণা নেই . আল্লাহর বাণী নিয়া ফজ্লামি ! কোনদিন আকাশটা আপনার মাঠেই ভাঙ্গা পড়ে .
কোরান পড়েন নেজেই আপনার কবিতার আনসার পাবেন . আজেবাজে লেখা বন্ধ করেন .নিজের বোদ্ধি হেনতাই কাউকে বোকা বানাতে চেষ্টা করবেন না .
@Nijum,
একমাত্র পাগলই মনে করে সে নিজে সুস্থ আর বাকী সবাই পাগল। :rotfl:
@(নির্জলা নির্লজ্জ), আপনি তো নির্লজ্জ তার মানে বেহায়া . আপনি তো ভালোটা বোজার কথা না .
গত রমজান মাসে তারাবির সময় ইমানদারগণ মসজিদে বসিয়া কি অকাজ-ই না জানি করিতেছিল যে -তিনি অবাধ্যদিগে বজ্রের ঠাডা মারিয়া দেন।
:-s :-s :-s
(Y) সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ ।
@সত্যাণ্বেষী,আপনাকেও ধন্যবাদ পড়ার ও মন্তব্য প্রকাশের জন্য।
“জাহান্নামীদিগকে পিটাইতে পিটাইতে
তাদের অঙ্গ-প্রত্যঙ্গ করিয়া দিব লুজ।
খাওয়াইবো তাদের গলিত পুঁজ।”………………কেন বেহেস্তে হুর দেওয়া হবে আর জাহান্নামে পুঁজ? বর্তমানে আমি অনেক ভূখা——— মিনিমাম পুঁজ পাইলেও চলবে!!!!!!! :hahahee:
@স্ফুলিঙ্গ,
পুঁজের জন্য দোজখের দারোয়ানের সাথে যোগাযোগ করতে হবে।
:hahahee: :hahahee: :hahahee:
@স্ফুলিঙ্গ,
–মনে হয় না দারওয়ান মামা পাত্তি ছাড়া পুঁজ দিয়া দিবো……. তবে সুইপার মামা থুক্কু মামি (আছ্ছা ফেরেস্তারা কোন লিংঙ্গ!!!! হিজরা নাতো !!!!!!) -র সাথে যোগাযোগ করবার পারেন…… I think বেহেস্তের হুরদের টয়লেটগুলার আউটলেট দোজখের পুঁজ ফ্যাকটোরিতে গিয়া মিলছে…….
আপনি কেন এসব লিখেন বুঝিনা । মৌলবাদীরা যেমন সবসময় ভাঙ্গা রেকড বাজায়, আপনি ও তেমনি বাজিয়ে যাচ্ছেন । মৌলবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হলে আর ও শক্তিশালী প্ল্যাটফরম তৈরি করুন।
@পলাশ,ভাঙা রেকর্ড শুনতে আপনার ভাল না লাগলে কান বন্ধ করে রাখতে পারেন।
(Y) (Y) (Y) (Y) (Y) :lotpot:
@ভক্ত, :lotpot: :lotpot:
এই খুটি ছাড়া আছমানটা যদি কোনক্রমে মাথার উপর ছাদের মত ভেঙে পড়ে, তাহলে আর আমাদের রক্ষা নাই। আমি অনেককে বলতে শুনেছি”আমার মাথায় আছমান ভেঙে পড়েছে।”
আছমান কে লয়ে আরো বিপদ আছে”অবাধ্য দের কে আছমানের একখন্ড ছুড়ে মেরে মাথাটা ফাটিয়েও দেওয়া হতে পারে”
কাজেই সাবধান!!
আরো সমস্যা আছে। “তোমরা কি আছমানে কোন ছিদ্র দেখিতে পাও?”
যদি ছাদের মত আছমানটা পুরাতন হতে হতে ছিদ্র বা ফাটল দেখা দেয়, তাহলে উপর থেকে আমাদের মাথার উপর পানি পড়বে নাকি পাথর পড়বে, বিজ্ঞানীরা এর প্রতিকারের জন্য যে এখন থেকে কেন সতর্ক হচ্ছেননা তা আমার বোধগম্য নয়।
ধন্যবাদ একটা সুন্দর কবিতা লেখার জন্য।
@আঃ হাকিম চাকলাদার,আসমানে খুঁটি লাগানো খুবই জরুরি। না হলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। ধন্যবাদ আপনাকেও।