এখনে এসে সব রং বিবর্ন হয়ে যায়,
শুধু সবুজের কাছে।
নৈশব্দ-অমরতার মহাকাব্য লিখন
কাল থেকে কালান্তরে
অবিচ্ছিন্ন চলে,
প্রশ্নহীন রোমাঞ্চে।
তবুও এখানে একাকার
সবকিছু মুক, শব্দহীন সবুজ-অমরতায়।
এখনে এসে সব রং বিবর্ন হয়ে যায়,
শুধু সবুজের কাছে।
নৈশব্দ-অমরতার মহাকাব্য লিখন
কাল থেকে কালান্তরে
অবিচ্ছিন্ন চলে,
প্রশ্নহীন রোমাঞ্চে।
তবুও এখানে একাকার
সবকিছু মুক, শব্দহীন সবুজ-অমরতায়।
সবুজে শোভিত কবিতা
সবুজ চিরসুন্দর। সবুজ চিরঅমলিন স্বপ্নমাখা। চিরদিন গাইবো সবুজের গান।আপনার সবুজ বন্দনা সবুজের মতই সুন্দর। অভিনন্দন গ্রহন করুন।
ভালো লাগলো কবিতাটা।
@অভিজিৎ,
ধন্যবাদ অভিদা। কবিতার পাঠক হিসাবে আপনাকে পেয়ে ভাল লাগলো।
ছোট্টো মিষ্টি কবিত।
এই বানানগুলো এভাবে হতে পারে;
বিবর্ন–বিবর্ণ
মুক–মূক
@তামান্না ঝুমু,
ঠিক তাই। বানান ভুলই হয়েছে। ধন্যবাদ পড়ার জন্য।
ভাল লেগেছে এই শব্দগুচ্ছ! এমন আরো লিখুন!
@কাজি মামুন,
আপনার ভাল লাগার কথা জেনে আমারও ভাল লাগছে। ধন্যবাদ।
সবুজের প্রশংসায় সর্বোচ্চ আন্তরিকতার ছোঁয়া পেলাম।
ভাল লাগল কবি, ভাল থাকুন……
@শাহ মাইদুল ইসলাম,
সবুজের বন্দনা না করে কোন উপায় নেই। সবুজের জয় সব সময়, সব খানে। শুভেচ্ছা রইল।
ছোট্ট সুন্দর কবিতা।
@আফরোজা আলম,
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।