এখনে এসে সব রং বিবর্ন হয়ে যায়,
শুধু সবুজের কাছে।
নৈশব্দ-অমরতার মহাকাব্য লিখন
কাল থেকে কালান্তরে
অবিচ্ছিন্ন চলে,
প্রশ্নহীন রোমাঞ্চে।
তবুও এখানে একাকার
সবকিছু মুক, শব্দহীন সবুজ-অমরতায়।
সবুজ-অমরতায়
About the Author: Shakha Nirvana
যে দেশে লেখক মেরে ফেলানো হয়, আর রাষ্ট্র অপরাধীর পিছু ধাওয়া না করে ধাওয়া করে লেখকের লাশের পিছে, লেখকের গলিত নাড়ী-ভুড়ী-মল ঘেটে, খতিয়ে বের করে আনে লেখকের লেখার দোষ, সেই দেশে সত্য কথা বলা লোকের চরম দুর্ভিক্ষ আসবে একদিন।
সবুজে শোভিত কবিতা
সবুজ চিরসুন্দর। সবুজ চিরঅমলিন স্বপ্নমাখা। চিরদিন গাইবো সবুজের গান।আপনার সবুজ বন্দনা সবুজের মতই সুন্দর। অভিনন্দন গ্রহন করুন।
ভালো লাগলো কবিতাটা।
@অভিজিৎ,
ধন্যবাদ অভিদা। কবিতার পাঠক হিসাবে আপনাকে পেয়ে ভাল লাগলো।
ছোট্টো মিষ্টি কবিত।
এই বানানগুলো এভাবে হতে পারে;
বিবর্ন–বিবর্ণ
মুক–মূক
@তামান্না ঝুমু,
ঠিক তাই। বানান ভুলই হয়েছে। ধন্যবাদ পড়ার জন্য।
ভাল লেগেছে এই শব্দগুচ্ছ! এমন আরো লিখুন!
@কাজি মামুন,
আপনার ভাল লাগার কথা জেনে আমারও ভাল লাগছে। ধন্যবাদ।
সবুজের প্রশংসায় সর্বোচ্চ আন্তরিকতার ছোঁয়া পেলাম।
ভাল লাগল কবি, ভাল থাকুন……
@শাহ মাইদুল ইসলাম,
সবুজের বন্দনা না করে কোন উপায় নেই। সবুজের জয় সব সময়, সব খানে। শুভেচ্ছা রইল।
ছোট্ট সুন্দর কবিতা।
@আফরোজা আলম,
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।