গাড় কুয়াশা উষ্ণতার আদরে; ফিকে হয়ে যায় ভালোলাগা চাদর;
স্বচ্ছতা খামোখা চাইলে,
ঝাপসা ভালো লাগে আমার; খামোখা ভাসিয়েই রাখলে অস্পৃশ্য।
উঁচু সেই পাহাড়টার ওপাশে; হঠাৎ ধেয়ে যাবার তীব্র আকাঙ্ক্ষা;
শুধুই উপেক্ষা অনিচ্ছায়,
কিসব আজেবাজে প্রয়োজন; অদ্ভুত গিঁট মারা সংসার।
সিঁদুর রঙের বিস্তৃত বিকেল; আলসেমির ঢাল বেয়ে নেবে যাওয়া;
আমার ভালই লাগে,
বিষম তাড়াহুড়োয় দেখলেনা; বানানো সে ঝকমকে ভালোবাসার জন্যে।
আঁজলা ঝরা অধরা জলধারা; আমি তো কক্ষনো ধরতে চাইনি;
এমনি এমনিই ভালো,
অসম্ভব প্রবল প্রকৃতি; আজবই রাখলে মূল্যহীন রতন।
আমি তুমি কিছুতেই থাকবনা; না চাইলেও ওটা পিছু নেবে;
এড়ানোটা উল্টে যাবে,
এখনই সময় ভালোবাসার; এসো অবশিষ্টে ভাসাই জাহাজ।
কবিতা ভাল লেগেছে!
@লাইজু নাহার,
থ্যাঙ্কু থাঙ্কু
কোন কবিতায় মন্তব্য করতে মন চায়না। একটি কবিতার সৃষ্টিই যথেষ্ট। মনে হয়না এর কোন বাড়তি প্রশংসা দরকার। কবিতা হচ্ছে একটি ফুল। একেকটি ফুলের যেমন আলাদা রঙ আর ঘ্রান, তেমনি একেকটি কবিতার পার্থক্য হচ্ছে তাদের গুনগত মান।
যারা কবিতা লিখতে পারেন, অথবা ছড়া, তাদের সবাইকেই মোটামুটি ঈর্ষনীয় দৃষ্টিতে দেখি। কারন বিধাতা আমার বিধিতে কবিতা লিখার বিধন বিঁধেন নাই।
তাই আবারো বলছি – কবিতার জন্মই যথেষ্ট। তবে হ্যাঁ, জন্মদাতাকে ধন্যবাদ দেয়া যায়।
****অনেক আগেই কিন্তু এই নির্দিষ্ট কবিকে বলেছিলাম – তার অধার্মিক কবিতার চাইতে অন্যান্য কবিতাগুলো আরো বেশি ফুলেল। 🙂 ****
@ছিন্ন পাতা,
এমন দারুণ মন্তব্য আগে দেখিনি কিন্তু। মনটা ভালো হয়ে গেলো। আপনার জন্য নিজের হাতে (C)
আচ্ছা ঐ বিধাতা টিধাতা ব্যাপারটা কি বলেন তো? :-s
@ছিন্ন পাতা,
অধার্মিক নয় সম্ভবত ধার্মিক কবিতা বুঝাতে চেয়েছেন।
কবিতা হৃদয়ঙ্গম করার মত মস্তিষ্ক আমার নাই।
তবুও কবিতাটি ভাল লাগল–কিছু বুখলাম, কিছু বুঝলাম না–তাতেই ত মজা।
সব বুঝে ফেললে মজা কোথায়?
@আবুল কাশেম,
:)) হক কতা কাশেম ভাই।
হে নবী
নবীত্ব ছেড়ে হলেন আবার কবি।
জিব্রাইল আপনাকে দিয়াছে কি ফাঁকি?
আপনার উপর ওহী নাজিল বন্ধ হইয়াছে নাকি?
কবিতাটি কিন্তু মন্দ নয়।
নবীত্বের চেয়ে কবিত্ব মন্দ নয়
এই তার পরিচয়।
@তামান্না ঝুমু,
:)) হেহ হে আপাতত কবি মোড (C)
কতদিন দেখেছি স্বপ্ন অকুল নীল সুমুদ্দুর
পারিদিতেছি মস্ত এক জাহাজে চরি,
ছোট ছোট পাল তোলা ডিঙ্গি নৌকোগুলি
আমারই জাহাজের তরঙ্গে দুলিতেছে।
বহিয়া চলেছি কত রোদ ঝলমলে দিন
তারাহিন পূর্ণিমার চাঁদ দেখেছি কত
দিতে দিতে পারি শান্ত সুমুদ্দুর,
কখনোবা চলিয়াছি ঘোর অমাবস্যায় ।
দিয়াছি পারি কত কাল বৈশাখী ঝড়
উত্তাল সুমুদ্দুর ক্লান্তিহীন গৌরবে।
রক্ত হিম করা বাতাস বহিছে কত
তবু খুঁজিয়াছি পথ বজ্রালকে!
এসবই ছিল স্বপ্ন আমার চিরদিন
জেগে অথবা ঘুমিয়ে দেখেছি-চরেছি কত,
সপ্নের ঘোর ভেঙ্গে দেখি, নিজেই যেন
বয়ে চলেছি কোন এক অদৃশ্য জাহাজ!
@অরণ্য,
দারুন দারুন :clap
।
।
।
।
।
।
।
।
।
অকুল-অকূল
পারিদিতেছি-পাড়ি।।চরি-চড়ি
তারাহিন-তারাহীন
বজ্রালকে-বজ্রালোকে
সপ্নের-স্বপ্নের । ভেঙ্গে-ভেঙে……
@কাজী রহমান,
…_…._…._…
একেতো ইনস্ট্যান্ড প্রোডাকশন
মাঝে মাঝে কীবোর্ড এর ছন্নছাড়া বিদ্রোহ
অভ্র ফনেটিকের অপার শাসন
আমায় বাঁধিছে অদৃশ্য এক চক্রব্যূহ!
কত যে লিখেছি ভুল বানান
বাক্য-ব্যাকরণ, শব্দ গঠন, ছন্দহীন কবিতা
,তারাহীন’ হয়েছে তারাহিন
তবু আমি লজ্জাহীন, জঞ্জালিতেছি শুভ্র পাতা!
“পাড়ি” লিখিতে পারি নাই
ব’এ শূন্য র, ড’এ শূন্য ড় আজো বড় অচেনা
হয়না-পারিনা তবু লিখে যাই
অচেনা অজানার ভিড়ে কবিরা হারায় না!
…
@অরণ্য,
ইনস্ট্যান্ড-ইনস্ট্যান্ট কবিতা কিন্তু বেরুচ্ছে খাসা। একটু চোখ বুলিয়ে ছাড়লে তো এক্কেবারে ঝাকানাকা। লিখে যান, চালিয়ে যান অ ন ব র ত (D)
@অরণ্য,
চমৎকার কবিতা। অযত্ন অবহেলায় সাধু আর চলিত ( এ মিশ্রণ থেকে আমিও মুক্ত নই) মিশ্রণ, বানানের জন্য, কি-বোর্ডকে নিজের শাসনে নিয়ে আসুন।
আবারো বলছি, কবিতাটা খুব খুব ভাল লেগেছে।
@স্বপন মাঝি,
সাধু আর চলিতর গলিত মিশ্রণে কত গুলো ভুলে ভরা বাক্যের কবিতা হয়ে ওঠার আর্তনাদ ভাল লেগেছে বুঝি ?
কবিতাটি ভাল লাগল, তবে ছবিটি না দিলেও হত।
@গীতা দাস,
ঠিক আছে, ছবির ব্যাপারটা মনে থাকলো। পড়েছেন দেখে ভালোও লাগলো। ভালো থাকুন।
আসলেই,এমন ভালোবাসার জাহাজে আমরা কি আমাদের দেশটারে ভাসাইয়া নিতে পারি না !!:-s
আশায় করি ভর,দেখতে পাচ্ছি আমাদের নতুন সম্ভাবনাময়ী কবিরা আমাদের জন্য মানে দেশের জন্য সে-ই কাজটিই করে যাচ্ছে।”মুক্তমনা” যে শুধু একপাক্ষিক লেবু কচলানো জিনিস নয় সেটাই আরেকবার চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়। বৈচিত্রের সমাহারই “মুক্তমনার” বৈশিষ্ট্য। এধারা যেন সবসময় চলমান থাকে।
কবিকে ফুলেল (F) শুভেচ্ছা থাকল।
@মাহবুব সাঈদ মামুন,
লেবু নাকচলানি মন্তব্যটা ভালো লাগলো মামুন ভাই। ভালো থাকুন। (C)
ইদানিং মুক্তমনা সাইটে কবিদের আগমন বেড়ে গেছে।
মনে হচ্ছে বাংলাদেশের পুরনো দিন গুলো আবার ফিরে আসছে যখন দেশের তরুন তরুণী, যুবক যুবতীরা কবিতা নিয়ে মাতামাতি করত। মৌলবাদীতার প্রসারে তা হারিয়ে গিয়েছিল।
@ভবঘুরে,
হেহ হে হে নস্টালজিয়া ধরলো নাকি? :))
@ভবঘুরে,
এর সাথে যোগ করুন নতুন নতুন পয়গমবরদেরও। প্রত্যেক সপ্তাহেই মনে হচ্ছে এক নতুন রসুলের আবির্ভাব দেখছি। আল্লাপাক কি পুরনো নবিদের অবসর দিয়ে দিয়েছেন?
নবীরা তো কবি হবেই। ভাল লেগেছে কবি। (D)
@হেলাল,
ভালোবাসায় শর্তছাড় আরকি, তারপরও শর্তহীন তো হবার নয় (D)
জাহাজ ভাসানো যায় তবে জাহাজ চালানোর জন্য মনে প্রানে নাবিকতো হতে হবে আগে।
@এ. প্রামানিক,
আচ্ছা, নাবিকি প্রচেষ্টা চালু থাক।
এ কবিতাটা পড়ে মনে হচ্ছে, নবীর চেয়ে কবি অনেক এগিয়ে।
খুব খুব মন ছুঁয়ে গেল।
খুব করে ভেসে যেতে ইচ্ছে করছে।
“এ পথ চলাতেই আনন্দ”
@স্বপন মাঝি,
ধন্যবাদ স্বপন মাঝি। পড়বার জন্য আর মন্তব্যের জন্যও (C) ।
Bangla likthey besh ashubidhay hocchay..nobiji apnar kobitao bhalo…
@fantatic,
অভ্র ব্যাবহার করুন, ডাউনলোড করে নিন। যেভাবে লিখেছেন সেভাবে লিখলেই বাংলা হয়ে যাবে অনায়াসে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।