আর কতবার ধূলো হব জলের প্রয়োজনে,
আমিই কেন,
আর কতবার কাদা হবো,
আমিই কেন
আর কতবার গড়ব আমায়,
কিসের আয়োজনে?
দুই পা এগুই এক পা পেছাই,
আবছা আলো,
সম্ভাবনার শিকার বলো,
আমিই কেন?
সেই পুরোনো তারার ধূলো,
সেই খেলাতে,
কেন, আমিই কেন,
কাদের নিমন্ত্রনে?
আমিই কেন, আমিই কেন, হে মহাকাল?
আমার মত ক’জন আছে? হে মহাকাল?
আমায় কেন ঠিক করেছো, এমন কাজে?
আলোখেকো শুষে নিল। নিকষ কালো।
হে মহাকাল, আমিই কেন?
আমিই কেন তোমার প্রিয়?
এমনি কেন ফাঁদ পেতেছো?
দায়’টা কেন বুঝতে পেলাম?
আমি এবং আর ক’জনা,
কেন, কেন, কেন, কেন?
জানি আমি, আরো আছে, টুকরো ধূলো,
আমার মত, অনেক মানুষ, অনেক কণা,
আমরা অনেক, অনেক অনেক, তার পরেতেও,
মানুষ আমি, চ্যাঁচাই আমি, ওহে, আমিই কেন?
দুই পা এগুই এক পা পেছাই, হে মহাকাল, আমিই কেন?
মন্তব্য… হয়তো বিধাতা এখানে নীরব
ভাবিয়ে তুল্লেন কবি
ভালো তো 🙂
মুক্তমনার জন্য একটি অত্যুৎকৃষ্ট দার্শনিক কবিতা, অবাক করলে বন্ধু
অনেক ধন্যবাদ বন্ধু।
ভাল লেগেছে!
ধন্যবাদ।