( কবিতা প্রেমিক আকাশ মালিক ভাইকে )

চলে যায়
যায় ভালবাসা, দুঃখ, কষ্ট উড়ে উড়ে
বিষন্ন সন্ধ্যা বলাকার
মত নীল নীল মেঘে চড়ে।
সব চলে যায় –
চলন্ত ট্রেনের জানালা থেকে –
চলে যায় মাঠ, ঘাট, জল, নদী –
সব –
কাজল ডাগর চোখ মেলে তাকিয়ে থাকা-
অবোধ বাছুর!

শেত শুভ্র রজনীগন্ধা
ফুলদানীতে একাকী গন্ধ ছড়ায় –
বেহালার করুণসুর
চার দেয়াল থেকে
ফিরে আসে-
চলে যায়-
অনিন্দ্য সুন্দর!

ইউটিউবে মা, মাটি, তেল, গ্যাসের দারুন বিক্ষোভ!
ছাত্র, জনতা, দলে দলে –
বজ্র মুষ্ঠি আকাশ পানে –
চলে যায়-
মহাকালের বুকে-
পদচিহ্ন রেখে ।