( কবিতা প্রেমিক আকাশ মালিক ভাইকে )
চলে যায়
যায় ভালবাসা, দুঃখ, কষ্ট উড়ে উড়ে
বিষন্ন সন্ধ্যা বলাকার
মত নীল নীল মেঘে চড়ে।
সব চলে যায় –
চলন্ত ট্রেনের জানালা থেকে –
চলে যায় মাঠ, ঘাট, জল, নদী –
সব –
কাজল ডাগর চোখ মেলে তাকিয়ে থাকা-
অবোধ বাছুর!
শেত শুভ্র রজনীগন্ধা
ফুলদানীতে একাকী গন্ধ ছড়ায় –
বেহালার করুণসুর
চার দেয়াল থেকে
ফিরে আসে-
চলে যায়-
অনিন্দ্য সুন্দর!
ইউটিউবে মা, মাটি, তেল, গ্যাসের দারুন বিক্ষোভ!
ছাত্র, জনতা, দলে দলে –
বজ্র মুষ্ঠি আকাশ পানে –
চলে যায়-
মহাকালের বুকে-
পদচিহ্ন রেখে ।
ছোট গল্পের মতই খুব সুন্দর, আপা।
যেন শেষ হয়েও হয় না শেষ,
আরো কিছু আরম্ভের প্রতীক্ষায়,
বলবার অপেক্ষায়
আর পরিসমাপ্তিতেই হবে নাকো যার অনিশেষ!
@সাফিয়া নায়লা শুভ্রা,
প্রিয় শুভ্রা,
তোমার কথা গুলো অন্তর ছুয়ে গেল!
ঠিকই বলেছ সব বলাতেই শেষ হয়না যা বলার থাকে!
অজস্র শুভেচ্ছা! (F)
অদ্ভুত সুন্দর ৷ প্রাণের ভেতরে ছন্দ না থাকলে এরকম সুন্দর পংক্তির জন্ম হয়না ৷ আরো দু’চার লাইন গড়িয়ে কেন গেলনা এরকম মনে হচ্ছিল ৷
@শুভ্র,
আপনার মন্তব্য ও অনেক সুন্দর!
ভাল লাগার জন্য অনেক শুভেচ্ছা!
কি বলব, দূর্দান্ত হয়েছে কবিতাটা। যেমন গভীরতা, তেমনই আবেগ। সব মিলিয়ে অপূর্ব সমন্বয়। লেখককে প্রাণ ঢালা অভিনন্দন।
@আফরোজা আলম,
আমি আপনারও কবিতার ভক্ত!
জানিনা কেমন লিখি, হয়ত আপনারা আছেন বলে লিখি!
আপনাকে আন্তরিক শুভেচ্ছা!
ভাল থাকবেন! (F)
চলে যায়
যায় ভালবাসা, দুঃখ, কষ্ট উড়ে উড়ে
বিষন্ন সন্ধ্যা বলাকার
মত নীল নীল মেঘে চড়ে।
—–সত্যি যদি এমনটি হতো!!!!! :-s
কল্পনার বাইরে বাস্তব চিত্র তুলে ধরার জন্য ধন্যবাদ। খুব ভাল লাগল। :clap (Y) :clap
@নীল,
আসলেই কি ভালবাসা, দুঃখ, কষ্ট চিরদিন থাকে?
সময়ের ভেলায় উড়ে তো যায়ই!
অনেক শুভেচ্ছা ভাল লাগার জন্য ও
সুন্দর মন্তব্যের জন্য।:-)
কেমন যেন নস্টালজিক লাগছে কবিতাটা পড়ে, দারুন লিখেছেন।
সবচেয়ে ভালো লেগেছে এই অংশটা-
ধন্যবাদ হে কবি, লাল গোলাপ তোমাকে (F) (F)
@পাপিয়া চৌধুরী,
আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাব!
সত্যিই ভাষা জানা নেই!
ভাল লাগার জন্য অজস্র লাল গোলাপ শুভেচ্ছা! (F)
তারপর আপনার লেখা কবে দেখতে পাব?
সব চলে যাওয়ার দুনিয়ায় সবাইকে যেতে হয়, সবি নশ্বর কিন্তু ইচ্ছে করে যদি অবিনশ্বর হতে পারতাম
অনেক দিন পরে লিখলেন খুব ভাল হয়েছে :clap
@রাজেশ তালুকদার,
ভাল লাগার জন্য অনেক শুভেচ্ছা!
ভাল থাকুন!
আমার যে কিছু দেবার নেই লাইজু। একটি কবিতা দিয়ে চিরদিনের জন্যে ঋণী করে দিলে। আমি তোমার এ ঋণ পরিশোধ করবোনা। বেলা শেষে আমি যখন (তোমার ভাষায়, বিষন্ন সন্ধ্যা বলাকার মত) একাকী বাড়ি ফেরবো, তোমার কবিতা আমার সাথী হয়ে থাকবে।
@আকাশ মালিক,
আপনি আমাদের বিভিন্ন ভাবে অনুপ্রাণিত করেন এটাইতো
অনেক পাওয়া!
আপনিও আপনার লেখা দিয়ে ঋণী করলেন।
তাই কবির ভাষায় শুধু বলতে চাই –
তবু মনে রেখো!
ভাল থাকুন!
চমৎকার। অকৃতিম। এক্কেবারে ছক্কা। খুব ভালো হয়েছে। :clap
সত্যি সত্যি দুঃখ, কষ্টও উড়ে উড়ে গেলে তো কথাই নেই। :))
(F) @কাজী রহমান,
আপনাদের সবার কাছ থেকে এত সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে
সত্যিই খুব আনন্দিত হলাম!
অনেক অনেক শুভেচ্ছা!(F)