বঙ্গোসাগরের লোনা জল-
এখনো আমার গায়ে আছে লেগে।
হিজল গাছের ওপরে রাতের আকাশের-
একাকিনী চাঁদটি;
এখনো আমার তরে আছে জেগে।
এখনো আমার পায়ে লেগে আছে,
ভোরের শিশিরের আর্দ্রতা।
আমার মন ছুঁয়ে আছে এখনো-
স্তব্ধ ,নিটোল সরোবরের মৌনতা।
সোনালী ফসলের খড়কুটো –
লেগে আছে এখনো আমার হাতে।
আমার দুরন্ত কৈশোর ,দূরের পথ –
হেঁটে চলেছে এখনো আমার সাথে।
রাখালের বাঁশি বাজে, এখনো আমার মনে ;
পলিমাটি লেগে আছে ,এখনো আমার প্রাণে।
আমার নাকে এখনো –
মাটির ঘ্রাণ লেগে আছে।
সবুজ মায়ায় ঘেরা গ্রামটি –
এখনো আছে আমার হৃদয়ের কাছে।
ফলভারে নুয়ে পরা লেবু গাছটি –
এখনো আছে আমার অন্তরে।
এখনো আমি আমার কল্পনায়,
মেঠোপথ পেরিয়ে হারিয়ে যাই –
প্রিয় দেশটির অনাবিল সৌন্দর্যে ভরা প্রান্তহীন প্রান্তরে।
(Y)
@তটিনী,
ধন্যবাদ
কবিতাটি অসাধারন হয়েছে।আক্ষরিক অর্থে চমত্কৃত হলাম।প্রশ্ন হচ্ছে সত্যিই কি এখনো মন পড়ে আছে সেই ছোট্ট গাঁয়ে @তামান্না
@বন ভাই,
সত্যিই আমার মন পড়ে আছে সেই ছোট্ট মমতাময়ী গাঁয়ে।
ভালো লিখেছেন।
হয়তো গাঁয়ের ছেলে বলেই আমার বেশী মনে ধরলো। বিপরীত গোলার্ধে থাকলেও মাটি ঠিকই টানে।
@আজম,
ধন্যবাদ আজম।কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
কবিতাটা ভালো লাগলো। (Y) (F) (F)
@হোরাস,
ধন্যবাদ হোরাস।
প্রিয় জন্মভূমির মায়া স্মৃতি সহজে কি কাছ ছাড়া করা যায়? পরবাসে বেশী বেশী মনে পড়বে বৈকি। কবিতাটা ভালো লাগলো বলেও দুটো বেশী কথা বলবো। সাথে করে নিয়ে আসা শেকড়ের এইসব ভালোগুলো শুধু আমাদের মধ্যে যেন আটকে না থাকে। এইসব ভালোগুলো হয়তো আরও অনেক ভালো হবে যখন সেগুলোকে অকৃপণ ভাবে পৌঁছানো যাবে নতুন যারা এই প্রবাসে জন্মাচ্ছে, বড় হচ্ছে আর পাড়ি জমাচ্ছে। শুভেচ্ছা থাকলো। 🙂
@কাজী রহমান,
ধন্যবাদ রায়হান।প্রবাসে আমাদের পরবর্তি প্রজন্ম যাতে শেকড় থেকে বিচ্ছিন্ন না হয় সে খেয়াল আমাদের অবশ্যই রাখতে হবে।
@তামান্না ঝুমু,
রায়হান নামটি কিন্তু বেশ।
@কাজী রহমান,
দুঃখিত রহমান।আমি রহমান লিখতে যেয়ে রায়হান লিখে ফেলেছি।যাক নামটি আপনার পছন্দ হয়েছে।
কবিতা খুব একটা পড়িনা। কিন্তু এই কবিতাটা পড়ে সত্যি ভাল লাগল।
@সেন্টু টিকাদার,
কবিতাটি পড়ার এবং মন্তব্যের জন্যে ধন্যবাদ।
সুপ্রিয় পাঠক,
দুটো বানান ভুল হয়েছে।রিভিশনের সময় চোখে পড়েনি।ক্ষমা করবেন।
শব্দ দুটো হচ্ছে ঃ
বঙ্গোসাগরের> বঙ্গোপসাগরের
মাযায়> মায়ায়।
‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়।’ এ আকুতি বোধ হয় আমাদের সবার — যারা গ্রামে বড় হয়েছি।
কবিত্বের প্রকাশ অব্যাহত থাকুক।
@গীতা দাস,
মন্তব্যের জন্য ধন্যবাদ গীতাদি।গ্রামে আমার জন্ম গ্রামেই বেড়ে উঠা ।ছোট্টবেলায় স্বপ্ন দেখতাম, ইস যদি শহরের উন্নতমানের জীবন যাপন করতে পারতাম! আর আজ সেই ছোট্ট গ্রামটি ছেড়ে ,প্রিয় দেশটি ছেড়ে শত শত ক্রোশ দূরে বিদেশ বিভূঁয়ে বাস করছি।আর জন্মভূমিকে miss করছি প্রতি মূহুর্তে।
আমিও আপনার সাথে এক মত। যেহেতু আমিও প্রবাসে। কবিতাটি খুব ভাল লেগেছে।