বঙ্গোসাগরের লোনা জল-
এখনো আমার গায়ে আছে লেগে।
হিজল গাছের ওপরে রাতের আকাশের-
একাকিনী চাঁদটি;
এখনো আমার তরে আছে জেগে।

এখনো আমার পায়ে লেগে আছে,
ভোরের শিশিরের আর্দ্রতা।
আমার মন ছুঁয়ে আছে এখনো-
স্তব্ধ ,নিটোল সরোবরের মৌনতা।
সোনালী ফসলের খড়কুটো –
লেগে আছে এখনো আমার হাতে।
আমার দুরন্ত কৈশোর ,দূরের পথ –
হেঁটে চলেছে এখনো আমার সাথে।

রাখালের বাঁশি বাজে, এখনো আমার মনে ;
পলিমাটি লেগে আছে ,এখনো আমার প্রাণে।
আমার নাকে এখনো –
মাটির ঘ্রাণ লেগে আছে।
সবুজ মায়ায় ঘেরা গ্রামটি –
এখনো আছে আমার হৃদয়ের কাছে।

ফলভারে নুয়ে পরা লেবু গাছটি –
এখনো আছে আমার অন্তরে।
এখনো আমি আমার কল্পনায়,
মেঠোপথ পেরিয়ে হারিয়ে যাই –
প্রিয় দেশটির অনাবিল সৌন্দর্যে ভরা প্রান্তহীন প্রান্তরে।