মুক্তান্বেষার আগামী সংখ্যার জন্য মুক্তমনা ব্লগারদের কাছ থেকে প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত লেখা আহবান করা হচ্ছে। লেখা ইউনিকোডে কিংবা বিজয়ে (সুতনী ফন্টে) পাঠানো যেতে পারে। লেখা পাঠানোর ঠিকানা – roya_k2003@yahoo.com এবং কপি করুন এই ইমেইলে – muktanwesa@yahoo.com ।
:line:
মুক্তান্বেষার ৭ম সংখ্যা (চতুর্থ বর্ষ, ১ম সংখ্যা, সেপ্টেম্বর ২০১০) বাজারে বেরিয়েছে। শিক্ষা আন্দোলন মঞ্চ এবং মুক্তমনার মুখপত্র হিসেবে ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাটির লক্ষ্য হচ্ছে সমাজে যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা এবং মানবকল্যানবোধ প্রতিষ্ঠা। মুক্তান্বেষার এই নতুন সংখ্যাটিতে মুক্তমনার নিয়মিত ব্লগারদের অনেকের লেখাই যেমন স্থান পেয়েছে, সেই সাথে পাওয়া যাবে অন্য অনেক নতুন লেখা। আগ্রহী পাঠকদের আজিজ সুপার মার্কেটের তক্ষশিলা সহ অন্যান্য বুকস্টল থেকে ম্যাগাজিনটি সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে।
:line:
যে প্রবন্ধগুলো নিয়ে বর্তমান সংখ্যাটি সাজানো হয়েছে সেগুলো হল –
সম্পাদকীয় … ০৪
আধুনিক রাষ্ট্র ও সমাজে ধর্ম ও ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গ: প্রেক্ষিত রাংলাদেশ মাওলানা হোসেন আলী … ০৫
সমকামিতা : একটি বাস্তবতা অভিজিৎ রায় … ১০
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধরোধে নুরেমবার্গ ট্রায়ালসের অবদানসেকেন্দার মতিউর রহমান… ২৫
বিশ্বাসের কথকতা সিদ্ধার্থ শঙ্কর জোয়ার্দ্দার … ২৮
যে আঁধার আলোর অধিক শ্যামল ভট্টাচার্য … ৩৩
উত্তরবঙ্গের গৌরবময় কৃষ্টি ও সভ্যতার ধারক – রাজবংশী ক্ষত্রিয় জাতি চিররঞ্জন সরকার … ৩৭
একটি দুর্লভ উপহার লিজা শারমীন … ৪৩
মার্কস ও মার্কসবাদ – মানবমুক্তির আলোকবর্তিকা হায়দার আকবর খান রনো … ৫০
জিনোম – আমাদের জন্ম রহস্য অজয় রায় … ৫৪
পাটের জিনোম পথিক … ৬২
পাটের জিন মানচিত্র – রাজনীতি না, মাকসুদুল আলমের পথই সমাধানের পথ বিপ্লব পাল … ৬৬
শ্রদ্ধাঞ্জলি
যে কুসুম চির অম্লান শঙ্কর রায় … ৬৭
কমরেড রবি নিয়োগীর জন্মশতবার্ষিকী যতীন সরকার … ৬৯
কবিতা
প্রবর্তক বেলাল মোহাম্মদ … ৭১
নতুন করে শিখতে হবে স্বাধীনতা আশরাফ হোসেন … ৭৪
পাঠকের ভাল লাগা, মন্দ লাগা … ৭৫
ফ্রান্সিস কলিন্সের ‘ঈশ্বরের ভাষা’ পুস্তকটির সমালোচনা : সাক্ষ্যপ্রমাণের অভাব ভিক্টর স্টেনগার … ৭৬
:line:
ঢাকা (২৭/১১/১-ক, তোপখানা রোড, ৫ম তলা, ঢাকা ১০০০) থেকে প্রকাশিত মুক্তান্বেষা পত্রিকাটির সম্পাদনা পর্ষদে আছেন –
মুক্তান্বেষায় লেখা কিংবা প্রতিক্রিয়া পাঠানোর জন্য roya_k2003@yahoo.com -এই ইমেইল ব্যবহার করুন অথবা ডাকযোগে নীচের ঠিকানায় লেখা পাঠান-
২৭/১১/১-ক, তোপখানা রোড, ৫ম তলা, ঢাকা – ১০০০, বাংলাদেশ
মুক্তান্বেষার জন্য নিয়মিত লিখুন, বিজ্ঞানমনস্ক প্রগতিশীল মনন গড়ে তুলতে সাহায্য করুন।
মুক্তান্বেষার পূর্ববর্তী সংখ্যা গুলো পাওয়া যাবে এখানে – (১ম সংখ্যা | ২য় সংখ্যা | ৩য় সংখ্যা | ৪র্থ সংখ্যা| ৫ম সংখ্যা | ৬ষ্ঠ সংখ্যা) ।
:line:
মুক্তান্বেষার আগামী সংখ্যার জন্য মুক্তমনা ব্লগারদের কাছ থেকে প্রগতিশীল, বৈজ্ঞানিক ও যুক্তিবাদী চিন্তাধারার সাথে সম্পর্কযুক্ত লেখা আহবান করা হচ্ছে। লেখা ইউনিকোডে কিংবা বিজয়ে (সুতনী ফন্টে) পাঠানো যেতে পারে। লেখা পাঠানোর ঠিকানা – roya_k2003@yahoo.com এবং কপি করুন এই ইমেইলে – muktanwesa@yahoo.com ।
:line:
বাংলাদেশ থেকে মুক্তান্বেষার গ্রাহক হবার জন্য নীচের যে কোন একটি লিঙ্ক থেকে ফর্মটি পুরণ করে মানি অর্ডার/পে অর্ডার/ব্যাংক ড্রাফট সহযোগে শিক্ষা আন্দোলন মঞ্চের ঠিকানায় প্রেরণ করুন –
কোনো ইংরেজী লেখা গ্রহনযোগ্য হবে কী? নাকি অত্যাবশকীয়ভাবে তা বাংলায় হতে হবে? জানাবেন একটু।
@নিঃসঙ্গ বায়স,
আপাততঃ আমরা বাংলায় লেখা আহবান করছি। তবে ভবিষ্যতে ইংরেজীতে লেখা প্রবন্ধ ম্যাগাজিনে স্থান পেতেও পারে। তবে এ মূহূর্তে আমরা ইংরেজীতে লেখা প্রবন্ধ আহবান করছি না।
লেখা roya_k2003@yahoo.com – এই ইমেইলে পাঠান, সেই সাথে কপি করুন – muktanwesa@yahoo.com – এও।
@মুক্তমনা এডমিন, পাঠিয়ে দিলাম। সময়মত পাঠিয়েছি তো? লেখা নিয়ে কোন সমস্যা বা কোন বক্তব্য থাকলে অবশ্যই নির্দ্বিধায় জানাবেন।
মাইক্রোসফট ওয়ার্ডে লিখেছি আমি। এটা পাঠালে চলবে?
@লীনা রহমান,
অবশ্যই। roya_k2003@yahoo.com – এই ইমেইলে লেখা পাঠান, সেই সাথে কপি করুন এই ইমেইলেও – muktanwesa@yahoo.com ।
আগ্রহী অন্যান্য লেখকদেরও দুটি ইমেইলেই লেখা প্রেরণ করতে অনুরোধ করা হচ্ছে।
মুক্তমনায় প্রকাশিত লেখা দেয়া যাবে? সেক্ষেত্রে ব্লগের লিঙ্ক দিলে হবে না?
@হোরাস,
বিজয়ে কনভার্ট করে ওয়ার্ড ডকুমেন্টে পাঠালে সবচেয়ে ভাল হয়। আপনি এই সাইটের মাধ্যমে কনভার্ট করতে পারবেন (পুরোন বাংলা অপশনে)। আর এর সাথে ইমেইলে ব্লগের লিঙ্কও দিতে পারেন।
জাগতিক না ইহজাগতিক, কোনটা সঠিক?
প্রতি শুক্রবার শরীফ স্যারের বাসায় সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত আড্ডা হতো। নানান বিষয় চলে আসতো আলোচনায়। জাগতিক আর ইহজাগতিক শব্দ দু’টোও চলে এলো একদিন। আলোচনায় জাগতিক শব্দটিকেই গ্রহণযোগ্য মনে হয়েছিলো। এখনো তাই মনে হয়। একটু ভেবে দেখবেন।
মুক্তান্বেষা নামে একটা পত্রিকা বেরোয়, জানতাম না। মার্কিন মুল্লুকে কি কোন পরিবেশক আছে?
সম্পাদকীয় পাঠ করে যতটুকু বুঝেছি, আপনাদের উদ্দেশ্য, এক কথায় একটি মানবিক সমাজ। এই মানবিক সমাজ প্রতিষ্ঠার অন্তরায়গুলো চিহ্ণিত করে প্রয়োজন বিরামহীন নানামুখী প্রয়াস। সেই নানামুখী প্রয়াসের একটি “মুক্তমনা।” তো একজন পাঠক বাড়লো।
ডঃ আহমদ শরীফের মৃত্যু ফেব্রুয়ারী মাসে। মুক্তমনার পক্ষে কি এ নিয়ে কোন বিশেষ উদ্যোগ নেয়া যায়?
মাস দুই হলো মুক্তমনায় আগমন। সব লেখার সাথে একমত নই, কেউ-ই নয়। কিন্তু গন্তব্যটা মনে হলো অভিন্ন। তাই সদস্য বা লেখক না হয়েও অভিন্ন পথের পথিক বা পাঠক বলে দু’একটি মন্তব্য করলাম।
@স্বপন মাঝি,
আপনার ব্যতিক্রমী মন্তব্যগুলো সবসময়ই বেশ ভাল লাগে। সবকিছুর সাথে একমত হবার দরকার নেই। আলোচনায় অংশ নিন। আর কেবল মন্তব্য করার মাঝে সীমাবদ্ধ রাখবেন কেন, লেখালিখিও শুরু করুন।
আমি যতদূর জানি, আপনাকে আপনার ইমেইলে (যেটা দিয়ে আপনি মন্তব্য করছেন) ইউজার আইডি পাঠানো হয়েছিল। সেটা দিয়ে লগ ইন করে মন্তব্য করতে পারেন, লেখাও পাঠাতে পারেন, তবে প্রথম কিছু লেখার ক্ষেত্রে মডারেটরের এপ্রুভাল লাগবে। পুর্ণ লেখক হয়ে গেলে সরাসরিই আপনার লেখা প্রকাশিত হবে পোস্ট করার সাথে সাথেই। আপনার ইমেইল যদি সঠিক না হয়ে থাকে, কিংবা কোন কারণে লগ ইন করার তথ্য না পেয়ে থাকেন, তবে মডারেটরকে ইমেল করে জানাতে পারেন।
এবারে আসি আপনার মন্তব্যের ক্ষেত্রে। জাগতিক বা ইহজাগতিক দুটোকেই তো আমার সঠিক মনে হয়। সিরাজুল ইসলাম ইহজাগতিকতা লিখতেন, অনেকেই এই শব্দটি সেক্যুলারিজমের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করেন। তবে জাগতিক লিখতেও কোন আপত্তি আমি দেখছি না। তবে আমি কোন ভাষাবিদ নই, কমনসেন্স থেকেই বললাম।
ডঃ আহমদ শরীফের মৃত্যুবার্ষিকী নিয়ে বিশেষ আয়োজন করা যেতেই পারে। আপনিও উদ্যোগ নিতে পারেন, লেখা পাঠাতে পারেন। শুরু করে দিন, বাড়িয়ে তুলুন মুক্তমনার সাথে সম্পৃক্ততা।
@অভিজিৎ,
ধন্যবাদ।
ইউজার আইডি পাইনি। ই-মেইল তো সবক্ষেত্রেই কাজ করছে, কিন্তু এখানে কেন অকেজো হয়ে গেলো, বুঝলাম না। আমি আবার যোগাযোগ করবো।
সৃজনশীল কর্মকান্ডে মানুষকে উদ্বুদ্ধ করে তুলবার, আপনার উদ্যোগকে আমি স্বাগত জানাই। এক সময় গল্প-কবিতা লেখার চেষ্টা ছিল, ১৫ বছরের অভিবাসী জীবন তাও কেড়ে নিল। সে যাক।
আমিও ভাষাবিদ নই। আমার লেখায় সাধু-চলিত মিশ্রণজনিত কারণে অনেকে হয়তো আড়ালে হাসতো। উন্মেষের সাহিত্য সভায় চোর কে চুর আর কোট কে কুট বলায় মহসিন শাস্ত্রপাণি একহাত নিয়েও আমাকে উদ্ধার করতে পারেন নি।
ভাষার এই গোলমেলে ব্যাপারটা কিন্তু আমার ভাবনা আর কৌতুহলের গতিরোধ করতে পারেনি।
মুক্ত-মনায় ঢুঁ মারতে শুরু করলে, জং ধরা মস্তিষ্কের কোষগুলোয় যেনো আবার গতির সঞ্ছার হলো।
শরীফ স্যারের আড্ডায় সম্ভবত ইহজগত শব্দের বিপক্ষে যুক্তিটা ছিল, পরজগত, ইহলোক, পরলোক,ইহকাল ও পরকাল এভাবে ইহ বললে পরে পর বা পরকালের ব্যাপারটাও চলে আসে। জগৎ , জাগতিক বললে পরে সেই সুযোগটা আর থাকে না। পুরোপুরি মনে নেই বলে আমিও সাধারণ জ্ঞান-গম্যি থেকেই কথাগুলো বললাম।
@স্বপন মাঝি,
আমি দেখেছি মডারেটরের একাউন্ট থেকে আপনাকে পাঠান হয়েছিল। আজকে আমার একাউণ্ট থেকেও পাঠালাম। এই নিয়ে তিনবার
। স্প্যাম ফোল্ডারও চেক করুন। আপনার ইমেল এড্রেস ঠিক থাকলে ত পাবার কথা।
আর অধ্যাপক আহমদ শরীফকে নিয়ে লেখার ব্যাপারে উদ্যোগ নিলে আসলেই ভাল লাগবে।
@স্বপন মাঝি,
আপনি এক নিক থেকে মন্তব্য করবেন। মুক্ত-মনায় একাধিক নিক নেয়া অগ্রহণযোগ্য। আপনাকে যদি আই ডি দেয়া হয় তবে লগ ইন করে মন্তব্য করতে ভুলবেন না। লগ ইন করে মন্তব্য করলে তা মডারেসনের অপেক্ষায় বসে না থেকে সরাসরি প্রকাশিত হয়। আর কোনো সমস্যা হলে নির্দ্বিধায় জানাবেন। ধন্যবাদ।
@সৈকত চৌধুরী,
কি বলবো? আইন তো আইন-ই। কিন্তু আইন দিয়ে কি আর মানুষের সব সমস্যার সমাধান হয়? আর আইনের ভাষাটাও জানি কেমন প্রাণহীন।
সহযোগিতার হাতটাকে বরং মনে হয় প্রাণময়।
এখনো পাইনি। পেলে জানাবো।
ধন্যবাদ, ভাল থাকবেন।
লেখা জমা দেওয়ার শেষ তারিখ কবে?
@পৃথিবী,
এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিলে ভাল হয়।
@মুক্তমনা এডমিন,
পূর্বে ব্লগে প্রকাশিত লেখা গ্রহণযোগ্য হবে?
@আকাশ মালিক,
হ্যা, যদি না খুব সাম্প্রতিক সময়ের মধ্যে কোন ‘প্রিন্টেড মিডিয়া’য় (যেমন, দৈনিক সংবাদপত্র, সাপ্তাহিকী, ম্যাগাজিন ইত্যাদি) প্রকাশিত হয়ে থাকে। লেখা বিজয় ডকুমেন্টে (সুতনী ফন্টে) পাঠালেই সবচেয়ে ভাল হয়। লেখা পাঠানোর ঠিকানা – roya_k2003@yahoo.com
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শাব্বাশ! :clap2: