ভাঁটপাড়ের গন্ধে
এতিম রাতের দুঃসহ যাতনা
শতাব্দীর ফসিল জমানো
প্রেমের পাঁজরে,
কোনো রাত বাঁধানো থাকে
বিধিবদ্ধ ঘাটে
একচক্ষু চিল বন্ধ জানালার ধারে
রোদ খেলানো ফসফরাসে,
কী অপূর্ব বাসনায় বিশুদ্ধ ঝোরা ।
কিছু উদ্ভ্রান্ত মুখ
ভয়ানক নৈঃশব্দের ঝড়ে
বেঁকে নুয়ে পড়ে অপরাগ চেষ্টায়।
ঠেলে ঠেলে ক্রমাগত শূণ্যতায়
নিঃশ্চুপ সুর
আন্তরিক নড়ে ওঠে
মৃদু অনুরণন।