ভাঁটপাড়ের গন্ধে
এতিম রাতের দুঃসহ যাতনা
শতাব্দীর ফসিল জমানো
প্রেমের পাঁজরে,
কোনো রাত বাঁধানো থাকে
বিধিবদ্ধ ঘাটে
একচক্ষু চিল বন্ধ জানালার ধারে
রোদ খেলানো ফসফরাসে,
কী অপূর্ব বাসনায় বিশুদ্ধ ঝোরা ।
কিছু উদ্ভ্রান্ত মুখ
ভয়ানক নৈঃশব্দের ঝড়ে
বেঁকে নুয়ে পড়ে অপরাগ চেষ্টায়।
ঠেলে ঠেলে ক্রমাগত শূণ্যতায়
নিঃশ্চুপ সুর
আন্তরিক নড়ে ওঠে
মৃদু অনুরণন।
লিখেছেন কঠিন বস্তু। ধন্যবাদ।
@নিশাচর,
ইশশ খুব কঠিন হয়ে গেল কী? তবু ধন্যবাদ।
চমৎকার। :rose2:
@গীতা দাস,
আপনার মন্তব্য আমার এক একটা প্রেরণা। আপনাকেও শুভেচ্ছা।
কম্পিত কম্পাসের মতই “নৈ:শব্দের ঝড়” কবিতাটি অন্ধকারের মাঝেও ঝাঁ-ঝাঁ আলোর পথ দেখাচ্ছে।
বানানে এত যত্নবান যে ভুল বানান চোখে পড়লো না (!!)। মুক্তমনার ‘বানানীয়’ শাসন কাজে লাগছে সবারই, এটা স্বীকার করতেই হবে। এ ব্যাপারে জ্ঞানী ব্যক্তির উক্তি – “কোনো শাসনই আপাত আনন্দের বিষয় বলে বোধ হয় না, কিন্তু তদ্বারা যাদের অভ্যাস জন্মেছে, পরে তাদেরকে শান্তিযুক্ত ফল প্রদান করে।”
একটা পরিচ্ছন্ন, সুন্দর লেখার বৈশিষ্ট্যই হচ্ছে বানানে শুদ্ধ। আর সেটা হলেই চোখের শান্তি উপলব্ধি করা যায়। বানান নিয়ে বকর বকর আর বকবকানির ফল যে কত সুন্দর তা আজ প্রমাণ পাওয়া গেলো।
তারপরও একটু সংশয়ে আছি অনূরণ শব্দটি নিয়ে।
অনূরণ শব্দটি অনুরণন হবে মনে হচ্ছে।
@মাহফুজ,
ধন্যবাদ আপনাকে। আমি ঠিক করে দিলাম। শব্দের অর্থ অনেকে জিজ্ঞাসা করতে পারেন।
জবাব- প্রতিধ্বনি,ঝংকার, ইত্যাদি।
আফরোজার কবিতার মান অনেক উন্নত হয়েছে।
আফরোজার কবিতা সর্বদায় বিশাদের ছায়া থাকে–এটাও আমার কাছে ভাল লাগে।
@আবুল কাশেম,
আপনার মূল্যবান মন্তব্য আমার লেখাকে সমৃদ্ধি করল। অনেক ধন্যবাদ।
কবির কবিতাটা ভাল লাগল!
@লাইজু নাহার,
তবু বলব
আমি খুশি হইনা সবসময় ভালো বললে, আলোচনা বা সমালোচনা করলে ভালো লাগে
কবিতাটা আপনার মন্তব্য পেয়ে ধণ্য হল ।
তিন বার পড়লাম।
ভাল লাগল।
@আসরাফ,
আপনার মন্তব্য আমাকে আরো উৎসাহ দিল। অনেক অনেক ধন্যবাদ।
সত্যিই উন্নতমানের কবিতা। ভাল লাগল।
@সুমিত দেবনাথ,
আপনাদের ভালো লাগায়ই আমার পরবর্তি লেখার প্রেরণা।
ভালো লাগল কবিতাটা।
@অভিজিৎ,
অনেক অনেক ধন্যবাদ।
@আফরোজা আলম,
তোমার লেখা, বানান, কবিতা সব কিছুই দিনদিন সুন্দর থেকে সুন্দরতম হচ্ছে। কবিতাটা বেশ ভালো লাগল । চলুক :yes:
@আকাশ মালিক,
আসলে আমি অকুণ্ঠ চিত্তে বলব,
বানান শুদ্ধিকরণে,মুক্তমনার অবদান স্বীকার করতেই হবে। এডমিনদের চোখ রাঙ্গানতে আমি বানাননে যত্নশীল হয়েছি। এমন আমি আর কোনো ব্লগে বা অন্যান্য জাগায় দেখিনি।
যাই হোক আপনি কবিতাটা পড়েছেন এবং ভালোলেগেছে জেনে আমি আনন্দিত।
প্রিয় পাঠক, ভুল ত্রুটি মার্জনীয়।