প্রতিটা রোমকূপ ধরে
কে ডাকে
মধ্যরাতের বৃষ্টির অন্তরালে
অকারণ উল্লাস,
কম্পাসের কাঁটার মত
কম্পিত দিক নির্দেশ,
আপন শিরায় শিহরণ
অবশেষে একবুক সবুজ
রহস্যের ফটক পেরিয়ে
আর্দ্র হৃদয়,
ঝাঁ-ঝাঁ আলো পথ দেখাবে।
মিস্টিসিজম, মেটাফরিক, মায়াবী রহস্যময়তায় আচ্ছন্ন শব্দে কবিতাটিকে তুলে ধরছেন অনেকেই।
আমার কাছে কবিতাটি যেভাবে ধরা দিল:
-এই স্তবকটুকু প্রেমলীলা।
-এই স্তবকটুকু কামলীলা।
-এই স্তবকটুকু অর্গাজম।
আমার উপলব্ধি যদি সঠিক না হয়, তাহলে একমাত্র কবিই পারবেন এর ভেতরের মূল রহস্য উন্মোচন করতে। কবি কি জানাবেন সেটা?
@মাহফুজ,
মন্তব্য নিষ্প্রয়োজন। 🙂
পুরো কবিতাটি এক ধরণের মায়াবী রহস্যময়তায় আচ্ছন্ন। চমৎকার!!
কবিতাটিতে একটা mysticism কাজ করছে। বেশ ভাল লাগলো।
@মোজাফফর হোসেন,
মেটাফরিক,ব্যাবহারই সম্ভবত দায়ী। 🙂
বাহ্! চলুক। :yes:
@বিপ্লব রহমান,
আপনার মূল্যবান মন্তব্য আমাকে ছুঁয়ে গেল। 🙂
ভাল লাগল!
উত্তরাধুনিকের ফটক পেরুলো মনে হয়!
@লাইজু নাহার,
আপনাকে কি বলি 🙂 আপনি দারূণ একটা উদাহরণ দিলেন। আপনাকে আমার ফুলেল শুভেচ্ছা। :rose2:
এই কবিতায় বিষাদ বা মিথ্যে সুখের ভনিতা নেই , বরং রহস্যময়তা আছে যা কিছুটা বেরগমঁ আর বাঁশ ফুলের মেশানো সুগন্ধীর মধ্যম নোটের মত । ব্যক্তি নিরপেক্ষ ভাল লাগাই আমার কাম্য , যেমনটা খুঁজে পাওয়া গেল এই কবিতায় । তবে , এ কবিতা পাঠ করতে মধ্য সপরানো (mezzo soprano) কন্ঠের প্রয়োজন যা বাংলাদেশে খুবই বিরল । :rose:
@সংশপ্তক,
আপনি বলেছেন,
আপনার ফুল আমি সযত্নে রেখে দিলাম। ভালোলাগাতে পেরেছি বলে নিজকে ভাগ্যবান মনে করছি।
ভাল লাগল।
বিশেষত
কবিতার আমেজ আছে।ভাল লেগেছে।
@গীতা দাস,
আপনাকে ভালো লাগাতে পেরেছি বলে নিজকে ভাজ্ঞবান মনে করছি।
@গীতা দাস, আমার একটা বানান ভুলের জন্য ক্ষমা চেয়ে নিলাম,ভাগ্যবান হবে।
@রৌরব,
আপনাদের ভালোলাগা আমার চলার পথের পাথেয়।
আর্দ্র হৃদয়,
ঝাঁ-ঝাঁ আলো পথ দেখাবে।
………………………………………।।সুন্দর লাইন
@রনি,
আপনাকে অনেক ধন্যবাদ।
প্রিয় পাঠক,
ভুল-ত্রুটি মার্জনীয়