ওদেরকে একগোছা ফুল দিয়ে দেখ
গোলাপ কিংবা কৃষ্ণচুঁড়া
স্মিত হেসে ওরা সেই ফুলকে পাশে ফেলে রাখবে
নিতান্তই অবহেলায়।

পারী থেকে আনা প্রসিদ্ধ কোন সুগন্ধি
দিয়ে দেখ
ওদের গম্ভীর মুখ আরও গম্ভীর হয়ে উঠবে
কারন, ওদের সুগন্ধির প্রয়োজন হয় না।

দিয়ে দেখতে পার পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাখানি
ওদের দৃঢ় চোয়ালের আরও দৃঢ় পেশীগুলো
ছাড়া আর কিছুই চোখে পড়বে না তোমার
কেননা, কবিতা ওদের কাছে আবর্জনা।

কিন্তু এক সানকি পান্তা দিয়ে দেখ
ক্ষুদার্থ হিংস্র নরখাদকের মতন ঝাপিয়ে পড়বে ওরা
কিংবা হাতে তুলে দাও শীতলদেহী একটা স্টেনগান
শোষকের পাজর গুড়িয়ে দেয়ার জন্য আত্নঘাতী হবে ওরা।

উদরে আগুন, চোখে হতাশা নিয়ে বেঁচে থাকা
হাড় জিরজিরে কঠিন হস্তের মানুষ ওরা
ভালোবেসো ওদেরকে,কারন
ওরাই সর্বহারা।।