১১ আগষ্ট, বুধবার, বাংলাদেশ সময় দুপুর বারোটায় একুশে টিভি থেকে সরাসরি সম্প্রচারিত ‘একুশের দুপুর’ অনুষ্ঠানে কবি-গল্পকার ও এনওয়াইনিউজ৫২ ডট কম-এর সম্পাদক নাজনীন সীমনের বিশেষ সাক্ষাৎকার প্রচারিত হয়। নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এডুকেশনের ইংরেজী বিভাগের শিক্ষক, নাজনীন সীমন, তাঁর শিক্ষকতার অভিজ্ঞতা, বাংলা কৃষ্টি কালচারের সাথে আমেরিকানদের পরিচয় করিয়ে দেবার সামাজিক দায়িত্ব বোধ, নিজের লেখালেখি ও নিউইয়র্ক ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ইত্যাদি বিষয়ে খোলামেলা আলাপ করেন। তিনি জোর দিয়ে বলেন যে, অনুবাদের মাধ্যমে আমাদের সাহিত্যকে বিশ্বের বৃহত্তর পাঠকের হাতে পৌঁছে দেয়া সম্ভব যা একদা রবীন্দ্রনাথ করতে সক্ষম হয়েছিলেন। উল্লেখ্য সীমন আন্তর্জাতিক দ্বিভাষিক কবিতা পত্রিকা ‘শব্দগুচ্ছ’র সহকারী সম্পাদক। দীর্ঘ দিন ধরে উক্ত পত্রিকায় অনুবাদ কর্মের সাথেও তিনি যুক্ত রয়েছেন। একুশের দুপুরের উপস্থাপক ছিলেন সাদিয়া আফরিন। অনুষ্ঠানটি প্রযোজনা করেন বিশিষ্ট ছড়াকার মাসুদুল হাসান রনি। সাক্ষাৎকারটির লিঙ্ক:
httpv://www.youtube.com/watch?v=INIlAVu75_E