মেঘময় আকাশে
আচানক প্রীতি সম্ভাষণ,পুরানো গানের মত
শব্দহীন শব্দ,
ঘাসের পরে হেঁটে হেঁটে ক্লান্ত দু’টি পা
বহু দীর্ঘ রাত,আর এক জন্মের
জেগে থাকা বৃষ্টির থর-থর কম্পন।
নিঃশেষে বর্ষণ শেষে
তাকেই চিনতে গিয়ে
সজল আঁখিটুকু টলোমল,
আমারও সময় হয় যাবার
জাগ্রত নয় কিছু
ইতিহাস জানে,
আচানক প্রীতি সম্ভাষণে
কে যেনো ডাকে পুরানো গানের মত
সুরে-সুরে কানে কানে,
অবনত আকাশের নিচে
মেঘনার কিনারে,
কবেকার সেই পুরানো নামে।
পুরানো নামে অডিওটি শোনার জন্য এখানে ক্লিক করুন
অথবা সরাসরি দেখুন এখান থেকে –
httpv://www.youtube.com/watch?v=HcyrBjZkoLk
এই থ্রেডে বিতর্ক খুব অনাবশ্যকভাবে অন্য দিকে চলে যাচ্ছে, যা মুক্তমনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। মন্তব্য গ্রহণের অপশন সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়া হল। পাঠক এবং লেখকদের অন্য লেখার দিকে মনোযোগ দিতে অনুরোধ করা হচ্ছে।
Dear Farid Ahmen and Abhijeet,
I am totally speechless after seeing the conversation regarding my comment on this poem. I found it extremely time consuming to type bangla (because I am not use to it),therefore I never comment on Muktomona.
This is extremely annoying, If you people have decided to blame the writer for fraud or cheating without letting her to defense then I have nothing to say.
its your system where a name and email remains same after someone comments.The system should erase the name and email address after the commenting is done.My mother is very amateur in terms of computer related things.She doesn’t understand many things.
Its a mistake, she didn’t notice the email id was already there, because no one ever commented on Muktomana from this house.
In this house, we have one desktop pc with internet connection, so its obvious to track the physical address and IP address, One don’t need to be Einstein to track this. Therefore, it cannot be a prove to accuse some one.
This is a shame,after all again we proved that we are bengali, we always talk too much and do nothing, we just need an excuse to create an issue.SUCH A SHAME.
my name is Farah Haider Chowdhury. I can send my SSC HSC registration card’s scanned copy for your satisfaction.Where, my name including my photo and my mothers name is clearly written. Apart from that whatever prove you need you can ask me, I will glad to give that you.
I assume, all of you are highly educated and senior than me, I expect-in future you will think twice before accusing anyone.
Farah Haider Chowdhury
[email protected]
আমার কাছে জনসমক্ষে মডারেটরের এই কথাটা
গ্রহনযোগ্য নয়। কারন সৎ-অসৎ ইত্যাদি আপেক্ষিক এবং প্রমান ও বিচার সাপেক্ষ।
@ব্রাইট স্মাইল্,
বিষয়টি নিষ্পত্তির পথে। আলোচনা এখানেই শেষ হওয়া বাঞ্ছনীয়।
@নৃপেন্দ্র সরকার,
ফরিদ আহমেদকে দেয়া আমার শেষ মন্তব্যটি
সেটারই প্রতিফলন নয় কি? ধন্যবাদ।
@ব্রাইট স্মাইল্,
আর কোন মন্তব্য নয়।
@নৃপেন্দ্র সরকার,
ভাই আপনি মনে হচ্ছে সামন জারি করছেন। মন্তব্যতো আপনিই করে যাচ্ছেন আবার বলছেন “আর কোন মন্তব্য নয়”। অন্যের মন্তব্য বন্ধ করার আগে নিজে সেটা পালন করা দরকার।
@ব্রাইট স্মাইল্,
গুস্তাখী মাফ করবেন। আমি নিজের কথা বলতে চেয়েছিলাম – “আমি আর কোন মন্তব্য করব না।” (আপনি প্রশ্ন রেখেছিলেন – তারই প্রেক্ষিতে।)
আমি আপনাকে ‘না’ করার কে?
এটাই আমার শেষ মন্তব্য এখানে। ভাল থাকবেন।
ফরিদ,
বিষয়টি এভাবে প্রকাশ না করে আফরোজা আলমকে ই-মেইল করেও জানানো যেত। সাবধান করা যেত।তা ছাড়া মা মেয়ের মধ্যে কোন গোপনীয়তা (Privacy ) না থাকলে এমন বিষয় ঘটতেও পারে। যাহোক, এ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য মুক্ত-মনার পরিবেশের জন্যে স্বাস্থ্যকর নয়।
আফরোজা আলম,
যদি আপনার মেয়ের মন্তব্যই হয় তবে আপনার মেয়ে কিন্তু আপনাকে সামনাসামনিই তার মন্তব্য দিতে পারত। এজন্যে ছদ্মনামে ওয়েব পেইজে লেখার প্রয়োজন ছিল না।
মেয়ের ছদ্মনাম নিয়ে আবার বুদ্ধিজীবী মার্কা আপনার মন্তব্যেরও প্রয়োজন ছিল না।
অনধিকার চর্চার জন্যে দুঃখিত।
@গীতা দাস, আপনার দু’টো মন্তব্যের সাথেই একমত।
@গীতা দাস,
আপনার মন্তব্যকে শ্রদ্ধা জানিয়ে, এখানে অনেকেই ছদ্ম নামে মন্তব্য করে,লেখা দেয়। আর হ্যা,আমার মেয়ে আর নিজ নামেই হোক বা ছদ্ম নামেই হোক,কোনো নামেই মন্তব্য করবে না। এতো কিছু ঘটে গেল,আমি তাকে কী জবাব দেব জানিনা,কেনোনা কাল আমিই বলেছিলাম যে জীবনে মায়ের লেখায় মন্তব্য করোনা। আমার কথায় সে মন্তব্য করে। ভালো লাগছে মুক্ত-মনার মুক্ত পরিবেশ।
@গীতা দাস,
দিদি, আমি খুবই দুঃখিত যে এরকম একটা অস্বাস্থ্যকর অবস্থা আপনাদেরকে দেখতে হলো। এ বিষয়টিকে আমি আর টানবো না সে ব্যাপারে আপনাকে কথা দিচ্ছি। শুধু এইটুকু বলছি যে, আমাদের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে পৌঁছোতে হয় আমাদের প্রান্তের ফলাফল দেখে। অন্যপ্রান্তে, সত্যিকারভাবে কি হচ্ছে সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ধরুন, আজকে আপনার কম্পিউটার থেকে ভিন্ন নামে কেউ একজন মুক্তমনায় আপত্তিকর কিছু একটা মন্তব্য করলো, আমাদের প্রথম সিদ্ধান্তই হবে যে এটা গীতা দাসের আইপি থেকে এসেছে। এক্ষেত্রে একমাত্র আপনি পারেন যৌক্তিক কোন কারণ দেখিয়ে সেই সিদ্ধান্তকে পালটে দিতে। বলতে পারেন যে আমার কম্পিউটার অরক্ষিত বা অনেকেই ভাগাভাগি করে এটা। সেক্ষেত্রেই আমরা হয়তো আপনাকে বেনিফিট অব ডাউট দেবো। এর আগ পর্যন্ত আপনার আইপি থেকে এসেছে এটাই হবে আমাদের একমাত্র সিদ্ধান্ত।
আফরোজা আলমের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। এখন যেহেতু তিনি বলছেন যে, মা মেয়ে দুজনেই একই কম্পিউটার ব্যবহার করেন, এবং তিনি কম্পিউটার বিষয়ে আনাড়ি বলে কি করেছেন বুঝতে পারেন নি, সেই কারণে অনেক গোঁজামিল সত্ত্বেও বেনিফিট অব ডাউট তাঁকে দিচ্ছি। যে সমস্ত কড়া কথা তাঁকে বলেছি সেগুলো যদিও পাল্টাপাল্টি মন্তব্যের ফলশ্রুতিতেই এসেছে, তাঁরপরেও তার জন্যে দুঃখপ্রকাশ করছি আমি।
@ফরিদ আহমেদ,
এখন ভাল ফিল করছি। ধন্যবাদ।
@গীতা দাস,
আমি বুদ্ধিজীবি মার্কা মন্তব্য ছদ্ম নাম নিয়ে দিয়েছি।এইটাই আপনার বক্তব্য,যার বক্তব্য সে (আমার মেয়ে) দিয়েছে।জানিনা মুক্ত-মনা কর্তৃপক্ষ তা প্রকাশ করবেন কিনা।
আমি কারো বুদ্ধি ধার করে মন্তব্য করব,এমন আশা করেন কী করে?
এই কালো গোলাপ আপনি নিজেই, তাই না? ছদ্মনাম নিয়ে নিজেই নিজের কবিতার প্রশংসা করছেন। পালটা জবাব দিচ্ছেন। কাজটা শুধু হাস্যকরই নয়, চরম ধরনের অনৈতিকও বটে। মুক্তমনার নীতিমালার বড় ধরনের ভায়োলেশনও এটা। আপনার ব্যাখ্যার আশায় রইলাম।
@ফরিদ আহমেদ,
আপনার ১ কথার জবাব,
‘এই কালো গোলাপ আপনি নিজেই, তাই না? ছদ্মনাম নিয়ে নিজেই নিজের কবিতার প্রশংসা করছেন। পালটা জবাব দিচ্ছেন। কাজটা শুধু হাস্যকরই নয়, চরম ধরনের অনৈতিকও বটে। মুক্তমনার নীতিমালার বড় ধরনের ভায়োলেশনও এটা। আপনার ব্যাখ্যার আশায় রইলাম।
কালো গোলাপ আমি নই। আপনি আপনার অনুসন্ধান চালিয়ে দেখুন।মিথ্যে প্রমান হলে আপনার জবাব কি হবে?
জনাব ফরিদ,
@আফরোজা আলম,
আপনার কন্যা অবশ্যই অন্য সবার মতো আপনার লেখায় কমেন্ট করতে পারেন।
আপনি যখন কমেন্ট করবেন তখন খেয়াল করবেন মুক্ত-মনা ওয়েব সাইটটি আপনার কম্পিউটারে কোন নামে লগ-ইন করা আছে। অন্য নামে লগ-ইন করা থাকলে লগ-আউট করে নিজের নামে লগ-ইন করে নিবেন।
একের অধিক লোক একই কম্পিউটার ব্যবহার করলে অসর্তকতার জন্য এমনটা যে কারো বেলায় ঘটতে পারে। এতে আপসেট হবার কিছু নেই।
আশা করছি মুক্তমনায় আপনার লেখা সবসময়ই দেখতে পাব।
@ব্রাইট স্মাইল্,
আমার দু’চোখে যখন অশ্রু তখন আপনার মন্তব্য আমাকে অনেক কিছু এনে দিলো। এমন অপবাদ আমার এমন লেখক জীবনে শুনি নি। আর আমাকে হাতে খখড়ি দিয়ে পিসি চালানো শিখিয়েছে আমার এই মেয়ে। আমি খুব একটা দক্ষ নই।
@আফরোজা আলম,
কোন মন্তব্যের মন্তব্যকারীর নাম বদলে দেওয়া এবং কোন মন্তব্যকে হাপিস করে দেওয়াতে দক্ষতার কোন কমতিতো দেখতে পাচ্ছি না আমি।
@আফরোজা আলম,
কালো গোলাপ জীবনে কোনদিন মায়ের লেখায় মন্তব্য করলো না বলছেন, অথচ এখানে করলো। শুধু করলোই না, আপনি সেজে আবুল কাশেমকে উত্তরও দিয়ে দিল। ওই উত্তরটা মুছলেন কেন? ভেবেছেন মুক্তমনার কোন সদস্যের চোখে পড়েনি সেটা। বালুর মধ্যে চোখ বুজে থাকলে কি আর প্রলয় বন্ধ হবে?
আপনাকে এতো কথা বলতেতো কেউ বলেনি। আমি আপনাকে সরাসরি অসততার দায়ে অভিযুক্ত করেছি। পারলে সেটার উত্তর দিন। কোথায় তেল মর্দন করেন নি বা করেছেন সেই প্রসঙ্গ এখানে অবান্তর।
সেটা আপনার বিষয়। আপনার মত একজন অসৎ লেখক মুক্তমনার জন্যে আনন্দের কিছু নয়।
@ফরিদ আহমেদ,
“ সেটা আপনার বিষয়। আপনার মত একজন অসৎ লেখক মুক্তমনার জন্যে আনন্দের কিছু নয়। ”
এই মন্তব্য করলেন। ভেবে দেখুন, কী বললেন।
@আফরোজা আলম,
একই ব্যক্তির কাছ থেকে আসা উত্তর কিন্তু যাচাই করার অনেক উপায় আছে। ফরিদ আহমেদ আমাদের মডারেটর। তিনি আইপি এড্রেস সহ অনেক কিছুই দেখতে পান। আর এমনকি মন্তব্য পরিবর্তনের ব্যাপারও। উনার কাছে স্ক্রিন শটও রাখা আছে।
কাজেই দয়া করে এধরনের কাজ আর না করলেই বোধ হয় ভাল হবে। মুক্তমনায় লিখুন। আরো লিখুন, কিন্তু এভাবে খেলো করে নয়। ভুল সবারই হয়। ভুল হলে সেটা স্বীকার করাতে লজ্জার কিছু নেই। লজ্জা হচ্ছে একটি মিথ্যে ঢাকাতে আরেকটি মিথ্যের আমদানী করাতে।
এ ব্যাপারে আর মন্তব্য চালিয়ে না গেলেই আমরা খুশি হব।
@অভিজিৎ,
কেনো? আমি কি সত্য কথা বলিনি? যে লিখেছে সে আমার কন্যা? নিজের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ কী থাকবে না? সবার বিবেক কী বলে? আমি বিশাল অপরাধী?
@আফরোজা আলম,
আপনার কন্যা মন্তব্য করলে অসুবিধার কিছু ছিলো না। কিন্তু হুবহু একই উত্তর আফরোজার কাছ থেকে আর কালো গোলাপের কাছ থেকে কেন আসলো (যেটা পরে পরিবর্তন করা হয়েছে)। কালো গোলাপ যদি আপনার কন্যাই হবে তবে এখন সেই মন্তব্যগুলো মোছা হল কেন? মন্তব্য মোছা হলেও আমাদের কাছে স্ক্রিন শট আছে – যেখানে আফরোজা আর কালো গোলাপ একই কথা বলছে। আপনি কি চান যে রা সেটা স্ক্রিন শট দিয়ে সেটা দেখানো হোক?
যা হোক এই মামুলী বিষয়টা নিয়ে একেবারেই কথা বাড়াতে চাচ্ছি না। আপনিই ভাল বুঝবেন এটা বাড়তে দেয়া উচিৎ হবে কিনা।
@আফরোজা আলম,
এত সত্যবাদী যুধিষ্ঠিরই যদি হবেন আপনি তবে মন্তব্য টেম্পারিং করছেন কেন? কালো গোলাপকে কালো গোলাপ যে জবাব দিয়েছিল সেটা আফরোজা আলম হয়ে গেল কি করে? আবুল কাশেমকে একই জবাব দিয়েছিলেন আপনি এবং কালো গোলাপ। কালো গোলাপের মন্তব্যটা হাপিশ করে দিয়েছেন কোন সৎ সাহস থেকে?
কথা বাড়িয়েন না বেশি। অসততা তাতে আরো বেশি করেই প্রকাশিত হবে।
এই ধরনের অসৎ ব্যক্তিদের কীভাবে মোকাবেলা করতে হয় সেটা খুব ভালভাবেই জানি আমি। হাতে প্রমাণ রেখেই আপনার অসততার মুখোশ খুলেছি আমি।
কালো গোলাপ যে আপনি সেটার ব্যাপারে আমি একশত ভাগই নিশ্চিত।
@ফরিদ আহমেদ,
ফরিদ ভাই, লেখকদের মন্তব্য এডিট করার অপশনটা আমি তুলে নিলাম সাময়িক সময়ের জন্য। আমি ভেবেছিলাম, মুক্তমনার লেখকেরা এই ফিচারটি দায়িত্বের সাথে পালন করবেন। এই ফিচার আবার যোগ করার আগে কিছু কাজ করে নিতে হবে মনে হচ্ছে।
@অভিজিৎ,
ঠিক আছে। ভাল করেছো।
@ফরিদ আহমেদ,
কালো গোলাপ আমি? একি পিসি ব্যাবহার করছি তাই? মেয়ে বাড়িতে নাই। আসুক। দেখা যাক কি হয়।আমি কোন ভয়ে মিথ্যের আশ্রয় নেবো? সত্যই আমাকে দুঃখিত করলেন।
@আফরোজা আলম,
একই পিসি ব্যবহার করেছেন ভাল কথা। তাই বলে কি একই চিন্তাও ব্যবহার করেছেন দুজনেই। আবুল কাশেমকে মা মেয়ে দুজনেই একই ভাষাই একই উত্তর দিয়ে দিলেন। চরম বানানকে মা মেয়ে দুজনেই ভুল করে চমর লিখে? বাহ! দারুণতো। তা ভাল কথা, আপনি না হয় আবুল কাশেমকে উত্তর দিলেন, আপনার মেয়ে দিতে গেল কেন? আচ্ছা, ধরলাম নাহয় দিলোই। তাহলে কোন ভয়ে মেয়ের অনুমতি ছাড়াই সেই মন্তব্যটা আপনি মুছে দিলেন?
@ফরিদ আহমেদ,
ফরিদ ভাই বাদ দেন তো। পুরো ব্যাপারটায় আমারই এখন খারাপ লাগছে। মুক্তমনায় এগুলো আমরা আশা করি না। তবে ভুল থেকে সবাই শিক্ষা নেয়। হয়তো এখান থেকেও শেখার আছে অনেক কিছু সবারই।
আফরোজা ম্যাডামের কবিতাটা বেশ ভাল। অযথা ক্যাচাকেচির ভীড়ে সেই ভাল লাগার আবেদনটাই কেমন যেন হারিয়ে গেলো। লেখক যদি ভুল স্বীকার করে নেন, তবে মডারেটরের পক্ষ থেকে মন্তব্যগুলো তুলে নেয়া যেতে পারে। মুক্তমনায় বন্ধুসুলভ লেখক পরিবেশ বজায় থাকুক। আমরা বরং অন্য লেখার দিকে দৃষ্টি দেই।
@অভিজিৎ,
বাদ দিতে আমার কোন আপত্তি ছিল না। এখনো নেই। আমার সাথে আফরোজা আলমের কোন ব্যক্তিগত বন্ধুত্বও যেমন নেই, ব্যক্তিগত শত্রুতাও নেই। মুক্তমনার অন্যান্য সব সহলেখকদের মত শ্রদ্ধাই করে এসেছি উনাকে আমি।
আফরোজা আলম কালো গোলাপ নামে মন্তব্য করেছেন এবং সেটা করতে গিয়ে কেঁচে গিয়েছেন। দুঃখ প্রকাশ করলেই বিষয়টা সেরে যেতো। ভুল সবারই হয়। কিন্তু, উনি মুক্তমনায় এসেই আমার মন্তব্যটা দেখে দুঃখ প্রকাশের বদলে প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে দ্রুতগতিতে বিতর্কিত মন্তব্যগুলোকে পালটে দিয়েছেন, নতুবা মুছে দিয়েছেন। (দুর্ভাগ্য উনার। এর সব কিছুই ঘটেছে আমার চোখের সামনে।) তারপর আমাকেই উলটো অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। প্রথম অন্যায়ের তুলনায় দ্বিতীয় অন্যায়টা আরো বিশাল বড়। কারণ এখন আমার ঘাড়েই দায় চেপে গেছে তার অপরাধ প্রমাণের। ভাগ্য ভাল যে আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে। নাহলেতো আমাকেই ভুল বোঝার অবকাশ তৈরি হয়ে যেত।
@ফরিদ আহমেদ,
উনি মন্তব্য মোছার ব্যাপারে ভুল স্বীকার করে নিয়েছেন। বাদ দেওয়াই তো ভাল। অনভিজ্ঞতার কারনে হয়ত নিজের ভুলই বুঝতে পারেননি। কারেন্ট চলে গেছিল এখন বলছেন।
মনে হয় মেয়ের নামে কমেন্ট করে ফেলেছিলেন, যখন দেখলেন যে ওটা নিজের নামে না হয়ে মেয়ের নামে হয়ে গেছে তখন হয়ত আবার মুছে নিজের নামে একই কমেন্ট কপি পেষ্ট করেছেন। কি হয়েছে নিশ্চিত বলা যায় না, তবে এমন হতে পারে।
মুক্তমনায় এসব দেখতে নিশ্চিতভাবে আপনার, আমার, আফরোজা আপা কারোই ভাল লাগে না।
@আদিল মাহমুদ,
দেখুন আমি খেতে গিয়েছি লগ আউট করে।ফিরে এসে আবার একি কান্ড। লগইন না করলেই দেখা
যাচ্ছে মেয়ের আইডি আসছে। আমি বলে সত্তেও যে সব বিশেষণ আমার নামে দেয়া হল,এক জন লেখকের কি এই প্রাপ্য ছিল? তার বিষয়ে বাকিরা কী বলে দেখি। আমার আর বলার কিছু নেই। লজ্জা আর লজ্জা। তাও এই জীবনে।
আমাকে কি করে শিক্ষা দেন তার অপেক্ষায় আছি। নাহয় পুলিশ ডাকুন।
@আফরোজা আলম,
আমি নিশ্চিত জানি না, তবে মনে হয় আপনি মন্তব্য মোছার ব্যাপারটা (যা শেষে এসে করেছেন) প্রথমেই স্বীকার করে নিলে জল এতদুর গড়াতো না। এ ব্যাপারে ওনাদেরও খুব একটা দোষ দেওয়া যায় না। মডারেটরদের মূল আপত্তি ছিল সেখানেই। একাধিক নামে কমেন্ট তারা মেনে নিয়েছিলেন যে হতেই পারে।
এ ধরনের ব্যাপারে অভিযোগ উঠে থাকলে প্রথমেই পুরো ব্যাপার ভেংগে বলা উচিত। আপনি (জুন ১৭, ২০১০ at ১০:১৭ অপরাহ্ণ) এই কমেন্টের কথাগুলি আগে বলে দিলে বেশ আগেই সুষ্ঠূ সমাধান হতে পারত মনে হয়। যাই হোক, যা হবার হয়ে গেছে। আশা করি এসব বিষয়ে ভবিষ্যতে আরো যত্নবান হবেন। নাম ভাড়ানো আতংক সব ব্লগের মডারেটরদের কাছেই দূঃস্বপ্নের মত, তাই তাদের সাবধান হতেই হয়।
@ফরিদ আহমেদ,
শুনুন, আমি যখন জবাবের ঘরে গেলাম বার বার দেখছি কালো গোলাপ এর আইডি আসছে।
আমি নিজে যে লগইন করছিলাম আর কারেণ্ট চলে যাওয়াতে মুছে গিয়েছে খেয়াল করিনি।
যখন আবার লগইন করলাম দেখলাম,মুক্তমনায় আগেই আমার মেয়ের জাগায় উত্তর উঠে বসে আছে।তাই ওগুলো মুছে দিলাম। এইটা খেয়ালের ভুল। বার বার বলছি। অসতর্কতার কারনে।
আর মেয়ে তো মুক্ত-মনার মেম্বার না। ওর ইমেইল আইডি উঠেছিল ,তা আমি খেয়ালই করিনি।
আর কি ভাবে বোঝাবো?
সবাই যেরকম বলেছেন, বিষণ্ন বোধে আচ্ছন্ন লেখা। খুব ভাল লাগল। কিছুটা বুঝলাম। এই ফোরামের অনেক কবিতাই ভাল লাগে, সেগুলির অর্থ যে ধরতে পারি এমন নয়। কবি ছাড়া আর কে জানে তার বোধ? কি জানি, হয়ত পাঠকের অবোধ্যতার মাঝেই সেই কবিতার মাধুর্য।
@দীপেন ভট্টাচার্য,
আপনি যতোটুকু বুঝেছেন তাই আমার শিরোধার্য। 🙂
খুব সত্যি কথা। আফরোজার কবিতায় বিষাদের ছায়া। তবে এটাও সত্যি যে বিশ্বের সেরা কবিতাগুলির বেশীর ভাগই বোধকরি বিষাদ ঘেরা।
অপূর্ব কবিতা–অপূর্ব আবৃত্তি। যিনি আবৃত্তি করেছেন তিনি যেন কবিতার প্রান দেখেছেন।
@আবুল কাশেম,
চমর সত্য কথা।আপনাকে অশেষ ধন্যবাদ।
কবিতা টা শুনলে কেমন যেন মন খারাপ হয়ে যায়, সব কিছু পেয়েও কি যেন সব অপূ্র্ণতার কথা মনে পড়ে। বিষন্ন সুন্দর।
@কালো গোলাপ,
চমৎকার নাম 🙂 “কালো গোলাপ” এই নাম দেখে একটা অনেক দিন আগের সম্ভবত: অস্কার ওয়াইল্ডের একটা বইয়ের কাহিনী মনে পড়ে গেলো।
ধন্যবাদ।
প্রসঙ্গে পাঠক-পাঠিকা,
এই আবৃত্তির সিডি কোলকাতায় প্রকাশিত।
@আফরোজা আলম,
বংলাদেশেও নয় কেন ??
আপনার নিজের কন্ঠের আবৃত্তি শুনে প্রান জুড়াল ,আরো বেশী নষ্টালজিক লাগলো কবিতার ব্যকগ্রাউন্ডের প্রান ছোঁয়া মন-মাতানো বাঁশির সুরে।
আচ্ছা, আপনার লেখা কবিতার মধ্যে শব্দগুলির সাথে কিন্তু আবৃত্তির সময়কার শব্দগুলির দু´জায়গায় মিল নেই,যেমন,
এখানে বলেছেন—–হলো
, এখানে বলেছেন গানে গানে
ভালো থাকবেন।
@মাহবুব সাঈদ মামুন,
আপনার প্রথম প্রশ্নের জবাব,
দু’জাগায় আমার কবিতা’টা ইষত পরিবর্তন করতে হয়েছে। আর সর্বশেষ কথা কবিতায় যিনি কন্ঠ দিয়েছেন, তিনি আমি নই। নানা বিধ কারণে আমি সেই সময় কোলকাতা যেতে পারিনি তাই কন্ঠ দেয়া হয়নি আর আমি এমন ভালো আবৃত্তি করতে পারিনা।তবে তাঁরা আবৃত্তি করার পরে আমাকে পাঠালেন আমি শুনি ও অনুমতি দেই। আর মিউজিক কম্পোজ আমার কাছে খুব একটা খারাপ লাগেনি। যিনি করেছেন তিনি শৌখিন কোরিওগ্রাফার। পেশাদার নন।আপনাকে অনেক ধন্যবাদ।
@আফরোজা আলম,
আরো কিছু কবিতা ছাড়েন দিদি, একটা সিডি বানাবো। আপনার কবিতা শুনে শুনে মুক্তমনা লেখকদের লেখা পড়বো।
সুন্দর কবিতার জন্যে লাল একটি গোলাপ- :rose2:
@আকাশ মালিক,
কবিতা তো দিয়ে চলেছি। এখন মুক্ত-মনা পাঠক পাঠিকা ক’জন পড়েন সেইটাই আসলে কথা।
আপনার সু-চিন্তিত মন্তব্যের জন্য ধন্যবাদ।
@আফরোজা আলম,
ভালো লাগল!
এবারে আশা করি নিজের কন্ঠে বেরুবে।
আমার মনে হয় কবিরা নিজেই কবিতায় সঠিক
আবেগ ফুটিয়ে তুলতে পারেন। :rose2:
@লাইজু নাহার,
নিজের কন্ঠ তখনই শোনা যাবে যখন তেমন কোনো উদ্যোগ নেয়া হবে। ধন্যবাদ।