খালেদুর রহমান শাকিল, ঢাকা, বাংলাদেশ।
২০০৪ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্ক যুকেরবার্গ এবং তার সহপাঠী এদুয়ার্দো সাভেরিন, দুস্তিন মোস্কোভিৎয ও ক্রিস হিউজ এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করা ফেইস বুক তার বাংলাদেশ প্রতিনিধিত্বে ৮ লক্ষ ৭৬ হাজার ২০ জনের বিপুল ব্যবহার কারী সহ সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি গত কাল ২৯শে মে ২০১০ ইং তারিখে বাংলাদেশ সরকার সাময়িক ভাবে বন্ধ করে। যা পাকিস্তান, চীন, ভিয়েতনাম, সিরিয়া ও ইরানেও সাময়িক ভাবে এখনও বন্ধ।
বাংলাদেশে এ বিশাল জনপুষ্ট ফেইসবুক ব্যবহারকারী হঠাতেই আর এ ওয়েব সাইটে ঠুকতে পারছেনা যার প্রধানতম কারন হচ্ছে মাহবুব আলম রডিন (২৩) নামের এক যুবক। যিনি উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করেছেন এবং ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করেছেন আর এই অভিযোগে ব্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মো. সোহায়েল জানান ব্যাব ১০-এর সঙ্গে যৌথভাবে ব্যাবের এন্টিসাইবার ক্রাইম টিম ওয়ারির রেযাংকিন স্ট্রীটে অভিযান চালিয়ে শনিবার ভোরে রডিনকে গ্রেপ্তার করে। সাথে ওই যুবকের বিরুদ্ধে ফেইসবুকে একাধিক আইডি ও ইমেল ব্যবহার করে নানা ধরনের সাইবার অপরাধ করার অভিযোগ করে ব্যাব।
বিষয়টি এত নাজুক যে ২৮শে মে শুক্রবার কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ফেইসবুক বন্ধের দাবি জানায়। ওই দিন দুপুরে মুক্তাঙ্গনে এক সমাবেশে এ দাবি জানানো দলগুলো হলো� ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও খেলাফত আন্দোলন।
এ দাবিতে দলগুলো ২৮ জুন হরতাল করারও ঘোষণা দেয়।
কিন্তু এরি মধ্যে ২৯শে মে ২০১০ ঢাকা মহানগর পুলিশ পল্টন ময়দানে রোববার মধ্যরাত থেকে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে।পুলিশ কমিশনার এক আদেশে রোববার মধ্যরাত ১২টা থেকে সমাবেশ নিষিদ্ধ করেছেন জামায়াতে ইসলামি এবং আওয়ামী যুবলীগ সোমবার ৩১ শে মে ২০১০ ওই স্থানে একই সময় সমাবেশ আহবান করায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশংকায় । পুলিশ কমিশনারের আদেশে বলা হয়েছে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো দলই পল্টন ময়দান তার আশপাশে শাপলা চত্বর, ফুলবাড়িয়া, মুক্তাঙ্গন, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিন গেট এলাকায় দাড়িয়ে বা বসে সভা সমাবেশ করতে পারবে না।
অন্যায়কারীর বিচার সকলেই আশা করে তবে যে অন্যায় এর কারনে আমার মাথা ব্যাথা শুরু হয় আর সে ব্যাথার ঔষুধ খুজতে যদি আমার মাথাটাই কেটে ফেলতে হয় তবে কি বলব আমাদের জ্ঞানী চিকিৎসকবৃন্দদের।
একজন ব্যক্তি বা একদল সংঘবদ্ধ দুষ্ট লোকের কারনে তো সমগ্র সমাজ তো শাস্তি পেতে পারে না। আমি অভিন্দন জানাই সরকারের অনুগত আইন শৃঙ্খলা বাহিনীকে যারা এত দ্রুত আসামী ধরে সমগ্র জাতির সামনে তুলে ধরেছে; এই ভাবে যদি ঘটনা ঘটার সাথে সাথে মানে ঘন্টা ক-খানেকের মধ্যে তদন্ত সাপেক্ষে আসামী গ্রেফতার প্রতিটি ক্ষেত্রেই তারা করতে পারতো তবে দেশটাতে আজ অপরাধের চিত্র হয়তবা খুজে পাওয়া যেত না। যা হোক সরকার পারত “ফেইসবুকের কারণে কোনো গোষ্ঠী বা কেউ ক্ষতিগ্রস্থ হলে বা সামাজিক সমস্যা হলে তা সরাসরি ফেইসবুক কর্তৃপক্ষকে জানানো উচিত -যেন কর্তৃপক্ষ তাদের উল্লেখিত কনটেন্ট (বিষয়) সাইট থেকে সরিয়ে ফেলে।”
লেখক খালেদুর রহমান আপনার ফেইস বুক নিয়ে একটা লেখা পড়লাম নতুন দেশ ক্যানাডায় .. খুব ভাল লিখেছেন। আমি সবার জন্য লিন্কটা দিলাম ….. http://notundesh.com/motmotantor_news3.html
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর ব্যাঙ্গচিত্র নিয়ে কথা হচ্ছে। এগুলো তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। খুব ভাল কথা। আমরাও চাই তাদের ভাবমূর্তি অটুট থাকুক। কিন্তু একটা কথা প্রতিদিন খবরের কাগজে যে হারে কার্টুন চিত্রে বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে ফাজলামি করা হয় তাতে করে বহু দিন আগেই এগুলো ব্যান করার দরকার ছিল। যে কোন সরকারের ছাত্র সংগঠন ক্ষমতায় আসলে প্রকাশ্যে যে কুকীর্তি চালায় তাতে মান যায় না। বুড়ো হলে মানুষ নাকি শিশুসুলভ আচরন করে। রাজনীতিবিদ দের ভাব গতি দেখলে এ কথাই বারবার মনে পরে যায়। 🙁 :-X [img]undefined[/img][img]undefined[/img]
ধন্যবাদ সবাইকে………………. আমরা সবাই চাই ফেইস বুকের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হোক……………………
@খালেদুর রহমান শাকিল,
সেই সাথে হাসিনা খালেদার ব্যন্গাত্বক কার্টুন আঁকার “অপরাধে” যেই তরুনটিকে গ্রেফতার করা হয়েছে, তার অবিলম্বে মুক্তি চাই।
@মোঃ হারুন উজ জামান, ভালই বলেছেন কিন্তু একজন অপরাধীর ব্যপারে আমি কোন কখা বলতে চাই না। সে যদি কোন অপরাধ করে থাকে আর সেটা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রমান করতে পারে তবে বাংলাদেশের আইন অনুযায়ী তার ব্যবস্থা তারা নিবে। তবে হ্যা এক জন ব্যক্তির জন্য কোন সমষ্ঠিগত মানুষ শাম্তি পেতে পারেনা। আমি ফেইস বুক বন্ধের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ফেইস বুক চালু করা হোক । এই দাবী জানাচ্ছি।
ফেসবুক বন্ধের তালেবানী সিদ্ধান্তের তীব্র ধীক্কার জানাই! :no:
এখন http://www.bikolpofacebook.ning.com- এ ফেসবুকাই। না জানি, এটি আবার কবে বন্ধ হয়! 😕
শাকিল ভাই, আপনার কথার সাথে আমি একমত। কিন্তু জানেন কি আমাদের দেশের সরকার যে কবে থেকে এত দ্রুত আসামী ধরতে শুরু করেছে তা বুঝতেও পারি নাই। তার উপর নিজের প্রতিশোধ নেওয়ার জন্য সারা দেশের মানুষ্কে তিনি শাস্তি দিতে চাচ্ছেন :-Y :-Y :-X :-X । অপরাধি সাস্তি পাচ্ছে কি পাচ্ছে না তার কোন খোঁজ না নিয়ে তিনি ছুটেছেন কিভাবে ফেসবুক বন্ধ করা যায়। ফেস বুক একটি সামাজিক যোগাযোগের সাইট যেখানে সবার নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এইভাবে হঠাৎ ফেসবুক কোন পুর্ব সতর্ক ছাড়া বন্ধ করে দিয়ে তো তিনি মত প্রকাশের স্বাধীনতাও ক্ষুন্ন করছেন। কবে যে আমাদের দেশের এই সব খুদ্র ব্লগ সাইট গুলোও ব্যান করে দেয় তারো কোন নিশ্চয়তা নেই। তাই আগে থেকেই সাবধান। সরকার কে এখন থেকে তেল দিয়ে চলতে হবে। আর নিজের ইচ্ছা থাকলেও মনের কথা আর বলা যাবে নাই।
:guli: :guli: এটাই হল ডিজিটাল নামের অতি প্রাচীন বাংলাদেশ যা ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। :guli: :guli:
@অভিজিত রায়,
যেরকম প্রতিবাদের ঝড় উঠেছে তাতে মনে হয় না ফেসবুক আটকে রাখতে পারবে। তবে পাকিস্তানী ভূত আওয়ামী আমলে ভাল ভাবেই আছে, জ্ঞানত বা অজ্ঞানত।
কথাটা কোথায় জানাবো বুঝতে না পেরে জানাছি সবাইকে।(গতকাল আমি সর্ব প্রথম জানিয়েছিলাম মুক্তমনায় এই ভাবে) রনদীপমের কমেণ্ট ঘরে গিয়ে তখন সুযোগ ছিলনা আলাদা করে বড় কিছু লিখব।) এই মাত্র জানতে পারলাম বাংলা দেশে ফেসবুক ব্যান করা হয়েছে। নবীর অবমাননার কারনে নাকি? নাকি হাসিনা? হায় বাংলাদেশ :-Y