চারপাশে পড়ে থাকা অঢেল সম্পদ
অশেষ বিত্ত চিরযৌবনা নারী আর অনিঃশেষ আনন্দ
ধরে আমাদের ঘিরে।
বন্ধনে জড়ায় তারা
আষ্টেপৃষ্টে, লোহার শেকলে; তার বন্ধন থেকে
মুক্তি দেয় না কিছুতে।
পার্থিব কিছু সম্পদের কাছে
পরাজিত হয় মানুষ, চিরদিনের মত; তার আত্মা
পায় না খুঁজে মুক্তির দিশা।
অপার্থিবকে ঘিরে তাই তারা
দেখে স্বপ্ন; অলীক বিশ্বাসের মাঝে
খুঁজে পেতে চায় তারা আশা।
ধন্যবাদ।
ছোট্ট তবে চমৎকার চিন্তাজাগানিয়া কবিতা। :rose2: