জমির আইলের লাহান ছক কাইট্টা
দুনিয়াটারে ভাগ করছ ,
আমাগোর উপর চালাইতাছো নির্বিচার ষ্ট্রীমরোলার …
তোমাগোরে আমি কইবার চাই –
জমির আইল টাইল আমি মানি না, মানুম না
জাত চাষা আমি, ইচ্ছা হইলেই চালাইমু লাঙ্গল
যেইখানে সেইখানে
জমির মালিক কে, আমি চিনি না — চিনবার চাইও না
আমি আদম, দুনিয়া আমার
মনে আমার পাখির আশ –
যেইখানে খুশী সেইখানে যাইমু আমি
কেডায় কি কইবো?
আমি মানুম না বর্ডারের কাঁটাতারের বেড়া
পাসপোর্ট ইমিগ্রেশনের কালাকানুন।
রাষ্ট্রদ্র্রোহী কইবার চাও, কইতে পারো
আমি অহন খোয়াব দেখতাছি
পোলারা আমার বড় হইতাছে
হেরা ঠিকই বুঝবার পাইবো আমার খোয়াব কাহন।
ইন্টারনেটের মতোন দুনিয়াটারেও
হইতে হইবো বর্ডারহীন
জাতি রাষ্ট্রের খেতা পুড়াইবো আমার পোলারা –
সেনাবাহিনীরে হেরা লেফট রাইট শিখাইবো না আর, শিখাইবো
জারি, সারি আর ভাটিয়ালি সুর
ক্রস ফায়ারে র্যাব বুলেটের বদলা
ছুইড়া মারব তরতাজা সুগন্ধী গোলাপ
কোম্পানীগুলা গলাকাটা ব্যবসা বাদ দিয়া
হইয়া উঠব একেকটা হাজি মোহাম্মদ মহসিন।
রাষ্ট্রদ্র্রোহী কইবার চাও, কইতে পারো।
আমি অহন খোয়াব দেখতাছি
ঠিকই আইবো একদিন
রসকষহীন ধর্মের নষ্ট দেয়াল ভাইঙ্গা
নাস্তিক-আস্তিক গলাগলি হাটব
মসজিদ-মন্দিরের চাতালে –
আর মোল্লারা মা ডাইক্যা তসলিমারে
করবো কদমবুচী।
রাষ্ট্রদ্র্রোহী কইবার চাও, কইতে পারো।
মোহাম্মদ আন্ওয়ারুল কবীর,
আপনার কবিতা পড়তে পড়তে বিটেলস এর জন লেনন এর “ইমাজিন” গানটির কথা মনে পড়ে গেল।আহা এমন দিন পৃথিবীর মানুষের জন্য কবে আসবে ?? তবে একদিন না একদিন তাকে আসতেই হবে।
কবিতাটি এক কথায় মানবতাবাদী ও আন্তর্জাতিকতাবাদী।
http://www.youtube.com/watch?v=okd3hLlvvLw
সুন্দর হৈচে! চালায়া যান।
আইল ভাঙ্গার এই গানের ভাষাটা আঞ্চলিক,কিন্ত্ত বিষয়টা সর্বাঞ্চলিক।বাঙলায় এ গান নতুন হলেও পৃথিবীতে ইহা নতুন নয়।বিজ্ঞানী ডারউইন ধার্মিকজনের হাজার বছরের অলীক বিশ্বাসের বাস্তিল দুর্গে আঘাত করেছিলেন কতোকাল আগে।যারফলে, অগণিতমনুষ ঈশ্বরমুক্ত হয়ে তাদের স্বধীন জীবন ফিরে পেয়েছে। ধর্মের মত রাষ্ট্র এবং জাতিয়তাবাদও একটি মৌলবাদী ধারণা যা স্বাধীনতার নামে আসলে মানুষকে বন্ধি করে রাখে। ইন্টারনেটের ক্ষুদ্র পৃথিবী নিয়ে আসছে এ সংকীর্ন রাষ্ট্রীয় জাতিয়তাবাদী ঈশ্বরের বার্ধক্য জনিত মৃত্যু সংবাদ! বিবর্তনবাদ ও ইন্টারনেটের সাথে যথাক্রমে ধর্ম ও রাষ্ট্রের সমন্বয় নয় সংঘাতই ছিলো অনিবার্য।রাষ্ট্রও মাথার উপরে আরেক লৌকিক বিধাতা।অলৌকিক বিধাতার চেয়ে লৌকিক বিধাতা ভয়াবহ।কারণ প্রথমজন অস্তিত্বহীন দ্বিতীয়জন অনিকটা অস্তিত্বশীল। আর কতদিন সংকীর্ণ দেশপ্রেম!
আর কতদিন রাষ্ট্রদ্রোহ!
কবি মোহাম্মদ আন্ওরুল কবীর আপনি বেন জনসনের মত এই রাষ্ট্রদ্রোহী গান আরো গেয়ে যান।আজকের এই রাষ্ট্র-ঈশ্বর আপনার স্বপ্নের গান শুনে শুনে শান্তিতেই মরবেন হয়তো।
তারপর,আমাদের সন্তানেরা পাবে একটি স্বাধীন পৃথিবী!
একটু বেশি আশাবাদি মনে হল।
@মোহাম্মদ আন্ওয়ারুল কবীর,
মধু, মধু
:rose2: :rose2: :rose2:
:yes: :yes: :yes:
খুব সুন্দর হইছে।