মৃত্যু শিবিরে যারা উৎসবে মেতেছিল
নাৎসিদের সবচেয়ে ভয়ংকর ক্যাম্পটির ছিল অসভিৎজ, যা পোল্যান্ডে নির্মাণ করা হয়। এই ক্যাম্পে সবচেয়ে বেশি বন্দি নাৎসিদের হাতে খুন হয়। ১১ লক্ষের বেশি মানুষকে এই ক্যাম্পে হত্যা করা হয়। যাদের প্রায় সবাই ছিল ইহুদি। এমন একটি মৃত্যুপুরীতে একমাত্র শয়তানের হৃদয়ের অধিকারী নাৎসি অফিসার ও তাদের বান্ধবীরা আনন্দে উল্লাসে মেতে উঠার ক্ষমতা রাখতো। আমেরিকার ওয়াশিংটন ডিসি’র [...]