ক্যান্সার: দু’পা আগাই তো এক পা পিছাই
পূর্ববর্তী পর্ব – ক্যান্সার : ল্যাম্পপোষ্টের আলো ছড়িয়ে পড়ছে বহুদূরে রহিম সাহেবের শরীরটা একদমই ভালো যাচ্ছে না। বয়স তার প্রায় পঞ্চান্ন ছুঁই ছুঁই করছে বলে। বেশ কয়েক বছর ধরেই পেটের নীচের দিকে একটু একটু অস্বস্তি বোধ করছিলেন, মলের সাথে মাঝে মাঝে রক্তও যাচ্ছিল। বয়স হলে একটু আধটু এমন তো হবেই বলে উড়িয়ে দিয়েছেন সে সব [...]