বৃষ্টিটা

ধোঁয়া সভ্যতা, অসুখ বাতাস, রোদ দুব্বল, চামড়ায় আঁশ, আজকে নাকি বৃষ্টি হবে, বৃষ্টি নাকি হবেরে আজ। আলোর চ্ছটা ঘোমটা হারা, চোখ ধাঁধানো; বেজায় খরা, বিষজল করে চাপকলে রাজ, বৃষ্টিশুদ্ধি, বলে; হবেরে আজ। ছোট্ট মানুষে বড়দের ভার, কর্কট; ওরে ধরছেরে কার? জ্বলছে বৃত্ত; খুঁটি পুঁজিবাদ, হবেরে তেমনি বৃষ্টিটা আজ! বাতাসে অসুখ; জল বিষাক্ত; অসুখ আলোতে; বাঁচাই [...]

ইলিশের মৃত্যু

প্রেয়সী ধানক্ষেত পূর্ণিমা নোনাখাল; আগামীর; দুঃস্বপ্ন অদেখা কৃষকের; ইলিশের মৃত্যু লবণাক্ত মেঘনায়, এলনিনো অজ্ঞান চাষি নির্বাক। খায় লাত উলঙ্গ অভাবী, কাঁটাতারে ঝুলে মৃত কিশোরী, স্বার্থপর হনুমান, ঠোঁটেতে চালাকী, নুনক্ষেতে; কাঁদে ধানক্ষেত প্রেয়সী। মানবতা, দুর্ভিক্ষ, মানবতা, অনাহার, গুলি মারে, কেড়ে নেয়, কেড়ে নেয়, গুলি মারে, জেনেবুঝে ফেলে; বাংলায় হাহাকার।

Go to Top