আমার অবিশ্বাসের সূত্রপাত -১

আমার অবিশ্বাসের সূত্রপাত -১ নাস্তিকের ধর্মকথা এক শুরুটা বলতে হবে পরিবারের হাত ধরেই.... জন্মাবার পরে আমার বাবা-মা আমাকে একটি নিখাঁদ বাংলা নাম দেন। এবং ছোটবেলায় যে এলাকায় বেড়ে উঠি সেখানে বেশ কিছু হিন্দু পরিবার ছিল, যাদের সাথে খুব স্বাভাবিক-সাধারণ সুসম্পর্ক ছিল- মানে পুঁজায় তাদের বাসায় আমাদের দাওয়াত খাওয়া- আমাদের ঈদে আমাদের বাসায় তাদের দাওয়াত খাওয়াটা [...]