‘অনার কিলিং’ : প্রেক্ষাপট ব্রিটেন ।

আমাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা প্রচলিত আছে যে, ‘অনার কিলিং’ এর মত মানবতা বিরোধী জঘন্যতম অপরাধটি শুধুমাত্র সাউথ এশিয়ান অথবা মিডল-ইষ্টার্ণ দেশগুলির নিজস্ব সমস্যা । কিন্তু এই ধারণা পুরোপুরি সত্য নয় তা বলাই বাহুল্য । খোঁজ নিলে দেখা যাবে বিষয়টি কম-বেশী সারা পৃথিবীতেই ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং এখনো আছে । প্রায় প্রতিটা ধর্ম এবং সংস্কৃতিতেই [...]