অক্ষম দু’লাইন
নন্দিনী অনেকগুলো বছর একটা অক্ষরও লিখিনি । সব লেখালিখি বন্ধ করে দিয়েছি স্ব-ইচ্ছায়। এক সময় মনে হতে লাগল এ সব ফালতু লেখা লিখে কি হবে? কোন লাভটা হবে পৃথিবীর অথবা আমার নিজের... দূরাগত কোন স্বপ্নের মধ্যেও ছিলনা এভাবে কোনদিন লিখতে হবে। না, লেখার জন্য কেউ আমাকে মাথার দিব্যি দেয়নি, কিন্তু গত তিন চার দিন ধরে [...]