সঞ্চারিণীর কবিতাগুচ্ছ
সঞ্চারিণীর কবিতাগুচ্ছ সঞ্চারিণী ১) মধ্যচাপ ব্যথা পাচ্ছি, গরম নিঃশ্বাসে ফুসছে আগ্নেয় সন্ধি কন্ঠহার চুঁয়ে ছুটছে দ্রুত পা’য়-ঘাম তরুণী অরণ্যের কাছে এসে থমকে দাঁড়ায় প্রশ্বাস উট্কো গন্ধ- শুকনো পচা মাছ! নাক খাড়া করে টেনে নেয় তার নেশা লাগা ভেজা ঘ্রাণ ব্যথাটা আরো একটু বেড়ে যায়। ধারে কাছে খামচে ধরার মত মাটি নেই [...]