নির্বাচনের ফল – ক্ষুধাপিড়ীতদের আহাজারি
নির্বাচনের ফল-ক্ষুধাপিড়ীতদের আহাজারি আতিক রাঢ়ী আরেকটা সংসদ নির্বাচন শেষ হলো। ফলাফলে দেখাগেল গত সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি। মানে বলতে চাচ্ছি, নিরঙ্কুশ ভাবে নির্বাচিত করার প্রবনতা এবারেও লক্ষ্যনীয়। জনগন প্রতীকেই বেছে নিচ্ছে, ব্যাক্তিকে নয়। ২০০১ এর নির্বাচনের ফলাফলে দেখা গিয়াছিল সন্ত্রাসপিড়ীত জনগনের আহাজারি। এবারে দেখা গেল ক্ষুধাপিড়ীতদের আহাজরি। সবাই একযোগে ছুটছে, কড়া নাড়ছে [...]