একটি ট্রেনের খবরাখবর!
আজ থেকে ঢাকায় একুশে বইমেলা শুরু হচ্ছে। গত বছর ২৬ ফেব্রুয়ারিতে এই বইমেলা থেকে ফেরার পথেই গুণী লেখক ড. অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করেছে ইসলামিস্ট খুনীরা। চরমভাবে আহত করেছে আরেক লেখক বন্যা আহমেদকেও, যিনি অভিজিৎ রায়ের স্ত্রী এবং সেসময় তাঁর সাথে ছিলেন। প্রায় এক বছরেও অভিজিতের খুনের বিচার হয় নি। বিচার দূরে থাক, খুনীদেরকেও ধরা [...]