ইমরান এইচ সরকার, খ্রিস্টান দম্পতি এবং উগ্র নাস্তিক
এই লেখায় তিন অংশ। (১) ইমরান এইচ সরকাকে নিয়ে প্রাথমিক আলোচনা। (২) তার সাম্প্রতিক ফেসবুক পোস্টসমূহ নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং (৩) তার ভুল ও করণীয় বিষয়ে বিশ্লেষণ। লেখাটি একটু বড়। আগেই বলে রাখলাম। এত বড় লেখা লিখতে অভ্যস্ত নই। কিন্তু মনে হলো এই বিষয়ে একটু বিশ্লেষণ করে রাখার দরকার আছে। ভবিষ্যতে কাজে লাগবে। তো, ঠিক [...]