বাংলাদেশের ইসলামবাদী ও ভারতের হিন্দুত্ববাদী রাজনীতিঃ অপার ঘৃণা ও বিদ্বেষের মাঝে পারস্পরিক ঐক্যের সুর

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে চলমান লাগাতর হামলা, আক্রমণ, নিপীড়নের মূল দায় কার- এ  বিষয়ে সময়ের ইসলামবাদী বুদ্ধিজীবী ফরহাদ মাজহার, পিনাকী ভট্টাচার্য, পারভেজ আলম ও তাদের অনুসারীরা ভারতের হিন্দুত্ববাদীদেরকে সামনে নিয়ে আসছেন। কেউ কেউ হাসিনা সরকারকেও দোষের ভাগীদার করতে হাসিনা-মোদীর জোগসাজশ পেলেও শেখ হাসিনা সরকারকে সহযোগী হিসেবেই দেখাচ্ছেন। কেউ কেউ বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লী, তৌহিদী জনতার সমালোচনা [...]