ইউজেনিক্স
ম্যাট রিডলির "Genome- Autobiography of a Species in 23 chapters" এর "ইউজেনিক্স" অধ্যায়টা নিজের মত করে লিখলাম, কিছু নিজস্ব চিন্তা সহ। বিজ্ঞানের ইতিহাসের ইউজেনিক্স অধ্যায়টা মানুষের কাছে অনেকটাই ধোঁয়াটে, মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে সৃষ্টিবাদীরা স্বভাবসুলভ চাপাবাজি করে ফায়দা লুটার চেষ্টা করে। শুধু আইডিওয়ালাদের ঠ্যাঙানোর জন্য না, মানবিক কারণেও এ সম্পর্কে লেখার তাড়না বোধ করেছি। [...]